ETV Bharat / state

রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্যের অফিসে CBI হানা - kolkata

সারদা কর্তা সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়ার পর একটি বেসরকারি চ্যানেল চালানোর দায়িত্ব নেয় রাজ্য সরকার । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই চ্যানেলটিকে টাকা দেওয়া হয় । চ্যানেলটিকে প্রায় 6 কোটি টাকা দেওয়া হয় । সেই সময় রাজ্যের তথ্য সংস্কৃতি সচিব ছিলেন অত্রি ভট্টাচার্য । সেই সূত্রেই তাঁর সঙ্গে কথা বলতে চায় CBI ।

রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্যের অফিসে CBI হানা !
author img

By

Published : Aug 22, 2019, 5:43 PM IST

Updated : Aug 22, 2019, 9:37 PM IST

কলকাতা, 22 অগাস্ট: এবার নব মহাকরণে CBI হানা । আজ দুপুর আড়াইটে নাগাদ CBI-র একটি দল যায় স্ট্র্যান্ড রোডের নব মহাকরণে । সেখানে প্রায় এক ঘণ্টা ধরে CBI আধিকারিকরা রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্যর সঙ্গে কথা বলেন । সাড়ে তিনটে নাগাদ CBI-র দলটি দপ্তর থেকে বেরিয়ে আসে ।

CBI
রাজ্যের পর্যটন দপ্তরে CBI হানা

সূত্রের খবর, বিষয়টি পর্যটন সংক্রান্ত নয় । সারদা কর্তা সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়ার পর একটি বেসরকারি চ্যানেল চালানোর দায়িত্ব নেয় রাজ্য সরকার । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই চ্যানেলটিকে টাকা দেওয়া হয় । চ্যানেলটিকে প্রায় 6 কোটি টাকা দেওয়া হয় । সেই সময় রাজ্যের তথ্য সংস্কৃতি সচিব ছিলেন অত্রি ভট্টাচার্য । সেই সূত্রেই তাঁর সঙ্গে কথা বলতে চায় CBI ।

দেখুন ভিডিয়ো

জানা গেছে, আগেই অত্রিকে চিঠি দেওয়া হয়েছিল । কয়েকদিন আগে অত্রির সময়ও চাওয়া হয় । কিন্তু তখন সময় দিতে পারেননি তিনি । এরপর আজ নব মহাকরণে আসে CBI দল । ঘণ্টা খানেক কথাও হয় পর্যটন সচিবের সঙ্গে ৷ তবে অত্রি CBI আধিকারিকদের কী তথ্য দিয়েছেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ।

কলকাতা, 22 অগাস্ট: এবার নব মহাকরণে CBI হানা । আজ দুপুর আড়াইটে নাগাদ CBI-র একটি দল যায় স্ট্র্যান্ড রোডের নব মহাকরণে । সেখানে প্রায় এক ঘণ্টা ধরে CBI আধিকারিকরা রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্যর সঙ্গে কথা বলেন । সাড়ে তিনটে নাগাদ CBI-র দলটি দপ্তর থেকে বেরিয়ে আসে ।

CBI
রাজ্যের পর্যটন দপ্তরে CBI হানা

সূত্রের খবর, বিষয়টি পর্যটন সংক্রান্ত নয় । সারদা কর্তা সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়ার পর একটি বেসরকারি চ্যানেল চালানোর দায়িত্ব নেয় রাজ্য সরকার । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই চ্যানেলটিকে টাকা দেওয়া হয় । চ্যানেলটিকে প্রায় 6 কোটি টাকা দেওয়া হয় । সেই সময় রাজ্যের তথ্য সংস্কৃতি সচিব ছিলেন অত্রি ভট্টাচার্য । সেই সূত্রেই তাঁর সঙ্গে কথা বলতে চায় CBI ।

দেখুন ভিডিয়ো

জানা গেছে, আগেই অত্রিকে চিঠি দেওয়া হয়েছিল । কয়েকদিন আগে অত্রির সময়ও চাওয়া হয় । কিন্তু তখন সময় দিতে পারেননি তিনি । এরপর আজ নব মহাকরণে আসে CBI দল । ঘণ্টা খানেক কথাও হয় পর্যটন সচিবের সঙ্গে ৷ তবে অত্রি CBI আধিকারিকদের কী তথ্য দিয়েছেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ।

Intro:কলকাতা, 22 অগাস্ট: এবার নব মহাকরণের সিবিআই হানা। আজ দুপুর আড়াইটে নাগাদ সিবিআই এর একটি দল যায় স্ট্যান্ড রোডের নব মহাকরণের। সেখানে তারা এক ঘন্টা ধরে কথা বলে রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্য্য সঙ্গে। পরে সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে যায় সিবিআইয়ের দলটি। ঠিক কি কারণে পর্যটন সচিবকে সিবিআইয়ের প্রয়োজন হল তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়।


Body:সূত্র জানাচ্ছে, বিষয়টি পর্যটন সংক্রান্ত নয়। আসলে সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়ার পর, একটি চ্যানেল চালানোর দায়িত্ব নেয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই চ্যানেলটিকে দেওয়া হয় টাকা। সূত্র জানাচ্ছে প্রায় 6 কোটি দেওয়া হয় চ্যানেলটিকে। সেই সময় রাজ্যের তথ্য সংস্কৃতি সচিব ছিলেন অত্রি ভট্টাচার্য্য। সেই সূত্রেই তার সঙ্গে কথা বলতে চাইছিল সিবিআই। সূত্র জানাচ্ছে আগেই অত্রিকে চিঠি দেওয়া হয়েছিল। কয়েকদিন আগে অত্রির সময়ও চাওয়া হয়। কিন্তু তখন সময় দিতে পারেননি তিনি। সেই সূত্রেই আজ নব মহাকরণের আসে সিবিআইয়ের দল।


Conclusion:নব মহাকরণের একটি সূত্র জানাচ্ছে, আজ প্রায় এক ঘন্টা কথা বলেছেন অত্রির সঙ্গে। তবে পর্যটন সচিব তাদের থেকে তথ্য দিয়েছেন তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এ ব্যাপারে তরফ থেকেও এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।
Last Updated : Aug 22, 2019, 9:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.