কলকাতা, 22 অগাস্ট: এবার নব মহাকরণে CBI হানা । আজ দুপুর আড়াইটে নাগাদ CBI-র একটি দল যায় স্ট্র্যান্ড রোডের নব মহাকরণে । সেখানে প্রায় এক ঘণ্টা ধরে CBI আধিকারিকরা রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্যর সঙ্গে কথা বলেন । সাড়ে তিনটে নাগাদ CBI-র দলটি দপ্তর থেকে বেরিয়ে আসে ।
![CBI](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4211007_wb_atri2.jpg)
সূত্রের খবর, বিষয়টি পর্যটন সংক্রান্ত নয় । সারদা কর্তা সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়ার পর একটি বেসরকারি চ্যানেল চালানোর দায়িত্ব নেয় রাজ্য সরকার । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই চ্যানেলটিকে টাকা দেওয়া হয় । চ্যানেলটিকে প্রায় 6 কোটি টাকা দেওয়া হয় । সেই সময় রাজ্যের তথ্য সংস্কৃতি সচিব ছিলেন অত্রি ভট্টাচার্য । সেই সূত্রেই তাঁর সঙ্গে কথা বলতে চায় CBI ।
জানা গেছে, আগেই অত্রিকে চিঠি দেওয়া হয়েছিল । কয়েকদিন আগে অত্রির সময়ও চাওয়া হয় । কিন্তু তখন সময় দিতে পারেননি তিনি । এরপর আজ নব মহাকরণে আসে CBI দল । ঘণ্টা খানেক কথাও হয় পর্যটন সচিবের সঙ্গে ৷ তবে অত্রি CBI আধিকারিকদের কী তথ্য দিয়েছেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ।