ETV Bharat / state

Coal Smuggling Case: কয়লাপাচার কাণ্ডে আপাতত স্বস্তি সিবিআই আধিকারিক উমেশ কুমারের - CBI officer Umesh Kumar gets relief in HC

কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক (CBI Officer Umesh Kumar) উমেশ কুমার তদন্ত করতে পারবেন । তাতে বাধা নেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট ।

CBI officer Umesh Kumar gets relief in HC in coal smuggling case
CBI officer Umesh Kumar gets relief in HC in coal smuggling case
author img

By

Published : Sep 20, 2022, 1:08 PM IST

Updated : Sep 20, 2022, 1:27 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: আপাতত স্বস্তি সিবিআই আধিকারিক উমেশ কুমারের (CBI Officer Umesh Kumar) । কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক উমেশ কুমার তদন্ত করতে পারে, তাতে বাধা নেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । আপাতত তাঁর বিরুদ্ধে অভিযোগের উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী ।

ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর থানায় সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক উমেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করেন জনৈক হাইবার আখান নামে এক ব্যক্তি । তাঁর অভিযোগ, সাক্ষী হিসেবে নোটিশ দিয়ে তাঁকে ডেকে পাঠানো হয় নিজাম প্যালেসে । সেখানে জিজ্ঞাসাবাদের নামে তাঁকে হুমকি দেন উমেশ-সহ অন্যান্য সিবিআই আধিকারিক ।

আরও পড়ুন: এনামুলের 3 ভাগ্নের সম্পত্তি পরিমাণ কত ? জানতে ফরেন্সিক অডিটের সাহায্য নেবে সিআইডি

তাঁর আরও অভিযোগ, সিবিআই আধিকারিকদের দাবি মতো বয়ান রেকর্ড করানোর জন্যও চাপ দেওয়া হয় তাঁকে । ওই ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষ্ণুপুর থানার পুলিশ একাধিক ধারায় উমেশ-সহ সিবিআই তদন্তকারীদের বিরুদ্ধে এফআইআর করেন । হাইকোর্টে আসে সিবিআই । আপাতত উমেশ কুমারের বিরুদ্ধে অভিযোগের উপর স্থগিতাদেশ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী (CBI officer Umesh Kumar gets relief in HC) ।

কলকাতা, 20 সেপ্টেম্বর: আপাতত স্বস্তি সিবিআই আধিকারিক উমেশ কুমারের (CBI Officer Umesh Kumar) । কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক উমেশ কুমার তদন্ত করতে পারে, তাতে বাধা নেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । আপাতত তাঁর বিরুদ্ধে অভিযোগের উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী ।

ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর থানায় সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক উমেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করেন জনৈক হাইবার আখান নামে এক ব্যক্তি । তাঁর অভিযোগ, সাক্ষী হিসেবে নোটিশ দিয়ে তাঁকে ডেকে পাঠানো হয় নিজাম প্যালেসে । সেখানে জিজ্ঞাসাবাদের নামে তাঁকে হুমকি দেন উমেশ-সহ অন্যান্য সিবিআই আধিকারিক ।

আরও পড়ুন: এনামুলের 3 ভাগ্নের সম্পত্তি পরিমাণ কত ? জানতে ফরেন্সিক অডিটের সাহায্য নেবে সিআইডি

তাঁর আরও অভিযোগ, সিবিআই আধিকারিকদের দাবি মতো বয়ান রেকর্ড করানোর জন্যও চাপ দেওয়া হয় তাঁকে । ওই ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষ্ণুপুর থানার পুলিশ একাধিক ধারায় উমেশ-সহ সিবিআই তদন্তকারীদের বিরুদ্ধে এফআইআর করেন । হাইকোর্টে আসে সিবিআই । আপাতত উমেশ কুমারের বিরুদ্ধে অভিযোগের উপর স্থগিতাদেশ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী (CBI officer Umesh Kumar gets relief in HC) ।

Last Updated : Sep 20, 2022, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.