ETV Bharat / state

CBI over Anubrata Health : অনুব্রতকে জেরা করা সম্ভব ? মেডিক্যাল রিপোর্ট নিয়ে এইমস চিকিৎসকদের দ্বারস্থ সিবিআই - গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল

অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতি ভালো নয় ৷ তাই বারে বারে তিনি সিবিআই হাজিরা দিতে পারছেন না ৷ তাঁর মেডিক্যাল রিপোর্ট নিয়ে এবার নয়াদিল্লির এইমস চিকিৎসকের পরামর্শ চাইল সিবিআই (CBI over Anubrata Health) ৷

CBI asks AIIMS over Anubrata Mandal Medical Report
অনুব্রত মণ্ডলের মেডিক্যাল রিপোর্ট এইমসে
author img

By

Published : Apr 26, 2022, 6:59 AM IST

কলকাতা, 26 এপ্রিল : অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে । ঠিক কোন কোন রোগে আক্রান্ত হয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা, তার রিপোর্ট ইতিমধ্যে সিবিআই-এর হাতে এসে পৌঁছেছে । এবার সেই রিপোর্টকে হাতিয়ার করে দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকদের দ্বারস্থ হলেন সিবিআই কর্তারা (CBI contacts AIIMS doctors in New Delhi over Anubrata Mandal Medical Report) ।

জানা গিয়েছে, সোমবার রাতে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা সিবিআইকে একটি মেডিক্যাল রিপোর্ট পায় । এখন তৃণমূল নেতার কী চিকিৎসা চলছে, তা বিস্তারিতভাবে জানানো হয়েছে । মলদ্বারে অসহ্য যন্ত্রণা, কাশি, হাইপারটেনশন, অক্সিজেনের ঘাটতি, দাঁতে ব্যথা-সহ একাধিক শারীরিক অসুস্থতায় জর্জরিত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ।

এই শারীরিক অবস্থায় তাঁকে গরুপাচার কাণ্ডের মতো একটি ঘটনায় জিজ্ঞাসাবাদ করা কি যুক্তিযুক্ত ? এই প্রশ্নের উত্তর জানতে রাজ্যের কোনও হাসপাতালের উপর ভরসা না রেখে সরাসরি দিল্লির এইমস-এর চিকিৎসকদের শরণাপন্ন হলেন সিবিআই কর্তারা । নিজাম প্যালেস সূত্রের খবর, ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার নিয়ে এইমস চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।

আরও পড়ুন : Anubrata Mondal Skips CBI Summons : বাড়িতে অক্সিজেন সাপোর্টে অনুব্রত, আজও এড়াবেন সিবিআই হাজিরা ?

অনুব্রত মণ্ডলকে সময় দেওয়া উচিত ? নাকি তাঁকে জেরা করা যায় ? আর জিজ্ঞাসাবাদ করলেও তা কি মুখোমুখি বসিয়ে করা সম্ভব ? এর বদলে ভার্চুয়ালি পথ বেছে নেওয়া যায় ? অথবা রোগীর ফ্ল্যাটে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে ? কী করা উচিত, তা জানতে চেয়েছেন সিবিআই কর্তারা । এখনও পর্যন্ত সবুজ সঙ্কেত আসেনি দিল্লির এইমস থেকে ৷

গরুপাচার কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা ন'বার সিবিআই হাজিরা এড়িয়েছেন । গত 6 এপ্রিল বীরভূম থেকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য বেরিয়ে আচমকা অসুস্থ বোধ করে এসএসকেএম-এর উডবার্ন ব্লক-এ ভর্তি হন তিনি । এখন তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কলকাতার চিনার পার্কে নিজের ফ্ল্যাটে রয়েছেন ।

আরও পড়ুন : CBI Summons Anubrata on Post Poll Violence Case : অনুব্রতকে সিবিআইয়ের জোড়া চাপ, ভোট পরবর্তী হিংসা মামলাতেও তলব

কলকাতা, 26 এপ্রিল : অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে । ঠিক কোন কোন রোগে আক্রান্ত হয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা, তার রিপোর্ট ইতিমধ্যে সিবিআই-এর হাতে এসে পৌঁছেছে । এবার সেই রিপোর্টকে হাতিয়ার করে দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকদের দ্বারস্থ হলেন সিবিআই কর্তারা (CBI contacts AIIMS doctors in New Delhi over Anubrata Mandal Medical Report) ।

জানা গিয়েছে, সোমবার রাতে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা সিবিআইকে একটি মেডিক্যাল রিপোর্ট পায় । এখন তৃণমূল নেতার কী চিকিৎসা চলছে, তা বিস্তারিতভাবে জানানো হয়েছে । মলদ্বারে অসহ্য যন্ত্রণা, কাশি, হাইপারটেনশন, অক্সিজেনের ঘাটতি, দাঁতে ব্যথা-সহ একাধিক শারীরিক অসুস্থতায় জর্জরিত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ।

এই শারীরিক অবস্থায় তাঁকে গরুপাচার কাণ্ডের মতো একটি ঘটনায় জিজ্ঞাসাবাদ করা কি যুক্তিযুক্ত ? এই প্রশ্নের উত্তর জানতে রাজ্যের কোনও হাসপাতালের উপর ভরসা না রেখে সরাসরি দিল্লির এইমস-এর চিকিৎসকদের শরণাপন্ন হলেন সিবিআই কর্তারা । নিজাম প্যালেস সূত্রের খবর, ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার নিয়ে এইমস চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।

আরও পড়ুন : Anubrata Mondal Skips CBI Summons : বাড়িতে অক্সিজেন সাপোর্টে অনুব্রত, আজও এড়াবেন সিবিআই হাজিরা ?

অনুব্রত মণ্ডলকে সময় দেওয়া উচিত ? নাকি তাঁকে জেরা করা যায় ? আর জিজ্ঞাসাবাদ করলেও তা কি মুখোমুখি বসিয়ে করা সম্ভব ? এর বদলে ভার্চুয়ালি পথ বেছে নেওয়া যায় ? অথবা রোগীর ফ্ল্যাটে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে ? কী করা উচিত, তা জানতে চেয়েছেন সিবিআই কর্তারা । এখনও পর্যন্ত সবুজ সঙ্কেত আসেনি দিল্লির এইমস থেকে ৷

গরুপাচার কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা ন'বার সিবিআই হাজিরা এড়িয়েছেন । গত 6 এপ্রিল বীরভূম থেকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য বেরিয়ে আচমকা অসুস্থ বোধ করে এসএসকেএম-এর উডবার্ন ব্লক-এ ভর্তি হন তিনি । এখন তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কলকাতার চিনার পার্কে নিজের ফ্ল্যাটে রয়েছেন ।

আরও পড়ুন : CBI Summons Anubrata on Post Poll Violence Case : অনুব্রতকে সিবিআইয়ের জোড়া চাপ, ভোট পরবর্তী হিংসা মামলাতেও তলব

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.