ETV Bharat / state

Panchayat Elections 2023: অধীরের মামলায় বিএসএফের আইজি'র রিপোর্ট তলব হাইকোর্টের - Bengal polls

পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন অধীর চৌধুরী ৷ সেই মামলায় বিএসএফের আইজি'র রিপোর্ট তলব করল আদালত ৷

panchayat elections
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jul 10, 2023, 9:47 PM IST

কলকাতা হাইকোর্টের দারস্থ অধীর

কলকাতা, 10 জুলাই: কেন্দ্রীয় বাহিনী বন্টনের দায়িত্বে থাকা বিএসএফের আইজি'র রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর করা মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন নিয়ে বিরোধীদের তরফে অনিয়মের অভিযোগ উঠেছে ৷

সোমবার সকালে কংগ্রেস নেতা অধীর চৌধুরী আদালতে একটি মামলা করেন ৷ সেখানে তিনি পঞ্চায়েত নির্বাচনে মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত ও পরিবারগুলিকে ক্ষতিপূরণের আর্জি জানান । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পঞ্চায়েত ভোটে আক্রান্তদের সরকারি হাসপাতালে অথবা সরকারি কোনও ক্যাম্পে অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে । প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশে আরও জানিয়েছে, মৃতদের দেহের ময়নাতদন্তের ভিডিয়ো করতে হবে । পরিবারের হাতে দেহ তুলে দিতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে । শেষকৃত্যেও সাহায্য করতে হবে । উপযুক্ত ক্ষতিপূরণ বিষয় বিবেচনা করতে হবে । এই বিষয় আগামিকাল রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে ।

অধীর এ দিন আদালতে সশরীরে হাজির হয়ে বলেন, "রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একটা নৈরাজ্যের সৃষ্টি হয়েছে । ব্যালট বাক্স লুট করা হয়েছে । গণতন্ত্রকে প্রহসনে পরিণত করা হয়েছে । নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যের যে পরিস্থিতি তাতে গণতন্ত্র ভেঙে পড়েছে বলা যায় । রাজ্য এবং নির্বাচন কমিশন দু'জনে মিলে ষড়যন্ত্র করে নির্বাচনের নামে ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করেছে রাজ্যে । শতাধিক বিরোধী দলের আক্রান্ত কর্মীদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি । এদের যথাযথ চিকিৎসার ব্যাবস্থা করতে হবে অবিলম্বে । হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই । যাদের ঘরবাড়ি নষ্ট করা হয়েছে তাদের অবিলম্বে পুনর্বাসনের ব্যাবস্থা করতে হবে । পুলিশ, রাজ্য নির্বাচন কমিশন ও তৃণমূলের অসাধু যোগ সাধারণ মানুষের বিপুল ক্ষতিসাধন করেছে ।"

পালটা অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "কোনও নির্দিষ্ট অভিযোগ নেই । নির্দিষ্ট অভিযোগ থাকলে রাজ্য তথ্য নিয়ে আদালতকে সহযোগিতা করতে চেষ্টা করত ।" রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য, 696টি পোলিং স্টেশনে রিপোলিং হচ্ছে আজকে নতুন করে । আদালতের নির্দেশ মেনে সমস্ত নিরাপত্তার ঘেরাটোপেই নির্বাচন হচ্ছে । বিরোধীদের বক্তব্য, পুনর্নির্বাচন হওয়া উচিত রাজ্যের অন্তত আড়াই হাজার বুথে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিরোধীদের সমস্ত অভিযোগ নিয়ে আগামিকাল ফের এই মামলার শুনানি হবে ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত ও ক্ষতিপূরণের দাবি, হাইকোর্টের দ্বারস্থ অধীর

উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যে 339টি কেন্দ্রে ভোটগণনা হবে ৷ ওই কেন্দ্রগুলিতে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও থাকবে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন ৷

কলকাতা হাইকোর্টের দারস্থ অধীর

কলকাতা, 10 জুলাই: কেন্দ্রীয় বাহিনী বন্টনের দায়িত্বে থাকা বিএসএফের আইজি'র রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর করা মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন নিয়ে বিরোধীদের তরফে অনিয়মের অভিযোগ উঠেছে ৷

সোমবার সকালে কংগ্রেস নেতা অধীর চৌধুরী আদালতে একটি মামলা করেন ৷ সেখানে তিনি পঞ্চায়েত নির্বাচনে মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত ও পরিবারগুলিকে ক্ষতিপূরণের আর্জি জানান । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পঞ্চায়েত ভোটে আক্রান্তদের সরকারি হাসপাতালে অথবা সরকারি কোনও ক্যাম্পে অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে । প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশে আরও জানিয়েছে, মৃতদের দেহের ময়নাতদন্তের ভিডিয়ো করতে হবে । পরিবারের হাতে দেহ তুলে দিতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে । শেষকৃত্যেও সাহায্য করতে হবে । উপযুক্ত ক্ষতিপূরণ বিষয় বিবেচনা করতে হবে । এই বিষয় আগামিকাল রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে ।

অধীর এ দিন আদালতে সশরীরে হাজির হয়ে বলেন, "রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একটা নৈরাজ্যের সৃষ্টি হয়েছে । ব্যালট বাক্স লুট করা হয়েছে । গণতন্ত্রকে প্রহসনে পরিণত করা হয়েছে । নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যের যে পরিস্থিতি তাতে গণতন্ত্র ভেঙে পড়েছে বলা যায় । রাজ্য এবং নির্বাচন কমিশন দু'জনে মিলে ষড়যন্ত্র করে নির্বাচনের নামে ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করেছে রাজ্যে । শতাধিক বিরোধী দলের আক্রান্ত কর্মীদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি । এদের যথাযথ চিকিৎসার ব্যাবস্থা করতে হবে অবিলম্বে । হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই । যাদের ঘরবাড়ি নষ্ট করা হয়েছে তাদের অবিলম্বে পুনর্বাসনের ব্যাবস্থা করতে হবে । পুলিশ, রাজ্য নির্বাচন কমিশন ও তৃণমূলের অসাধু যোগ সাধারণ মানুষের বিপুল ক্ষতিসাধন করেছে ।"

পালটা অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "কোনও নির্দিষ্ট অভিযোগ নেই । নির্দিষ্ট অভিযোগ থাকলে রাজ্য তথ্য নিয়ে আদালতকে সহযোগিতা করতে চেষ্টা করত ।" রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য, 696টি পোলিং স্টেশনে রিপোলিং হচ্ছে আজকে নতুন করে । আদালতের নির্দেশ মেনে সমস্ত নিরাপত্তার ঘেরাটোপেই নির্বাচন হচ্ছে । বিরোধীদের বক্তব্য, পুনর্নির্বাচন হওয়া উচিত রাজ্যের অন্তত আড়াই হাজার বুথে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিরোধীদের সমস্ত অভিযোগ নিয়ে আগামিকাল ফের এই মামলার শুনানি হবে ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত ও ক্ষতিপূরণের দাবি, হাইকোর্টের দ্বারস্থ অধীর

উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যে 339টি কেন্দ্রে ভোটগণনা হবে ৷ ওই কেন্দ্রগুলিতে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও থাকবে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.