কলকাতা, 19 জুন : মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ তৈরির দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী রাজেশ ক্ষেত্রী ৷ শুক্রবার তার শুনানি হয় । নদী বাঁধ নিয়ে রাজ্য সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে এ বিষয়ে হলফনামা চেয়ে পাঠাল হাইকোর্ট ।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় যশের ভয়ানক তাণ্ডবে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় দক্ষিণ 24 পরগনার মৌসুনি দ্বীপ । এভাবে যেকোনও প্রাকৃতিক দুর্যোগ এলে বারে বারে নদী বাঁধ ভেঙে অসহায় অবস্থায় দিন কাটাতে হয় দক্ষিন 24 পরগনার বিভিন্ন দ্বীপের বাসিন্দাদের । আর প্রতিবার নদী বাঁধের সংস্কার নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেন সাধারণ মানুষ । তাঁদের দাবি, নদী বাঁধ কংক্রিটের করা হোক । অভিযোগ, তাঁদের সেই দাবি এখনও পূরণ করেনি রাজ্য সরকার ।
আরও পড়ুন : মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ তৈরির দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে
মৌসুনি দ্বীপবাসীর স্বার্থে আইনজীবী রাজেশ ক্ষেত্রী চলতি মাসের 7 তারিখ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন । সেই মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুক্রবার তার শুনানি হয় । এ বিষয়ে কী কী ব্যবস্থা নিয়েছে তা হলফনামার মাধ্যমে 2 জুলাই এর মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে বলে নির্দেশ দেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ।