ETV Bharat / state

মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ নিয়ে রাজ্যের কী পরিকল্পনা ? জানতে চাইল হাইকোর্ট

মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ তৈরিতে কী কী পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের । রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট ।

calcutta high court seeks affidavit of plan to build concrete dam at sundarbans from state government
রাজ্যের কাছে মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ তৈরি পরিকল্পনার হলফনামা চাইল হাইকোর্ট
author img

By

Published : Jun 19, 2021, 5:28 AM IST

কলকাতা, 19 জুন : মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ তৈরির দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী রাজেশ ক্ষেত্রী ৷ শুক্রবার তার শুনানি হয় । নদী বাঁধ নিয়ে রাজ্য সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে এ বিষয়ে হলফনামা চেয়ে পাঠাল হাইকোর্ট ।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় যশের ভয়ানক তাণ্ডবে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় দক্ষিণ 24 পরগনার মৌসুনি দ্বীপ । এভাবে যেকোনও প্রাকৃতিক দুর্যোগ এলে বারে বারে নদী বাঁধ ভেঙে অসহায় অবস্থায় দিন কাটাতে হয় দক্ষিন 24 পরগনার বিভিন্ন দ্বীপের বাসিন্দাদের । আর প্রতিবার নদী বাঁধের সংস্কার নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেন সাধারণ মানুষ । তাঁদের দাবি, নদী বাঁধ কংক্রিটের করা হোক । অভিযোগ, তাঁদের সেই দাবি এখনও পূরণ করেনি রাজ্য সরকার ।

রাজ্যের কাছে মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ তৈরি পরিকল্পনার হলফনামা চাইল হাইকোর্ট

আরও পড়ুন : মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ তৈরির দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

মৌসুনি দ্বীপবাসীর স্বার্থে আইনজীবী রাজেশ ক্ষেত্রী চলতি মাসের 7 তারিখ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন । সেই মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুক্রবার তার শুনানি হয় । এ বিষয়ে কী কী ব্যবস্থা নিয়েছে তা হলফনামার মাধ্যমে 2 জুলাই এর মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে বলে নির্দেশ দেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ।

কলকাতা, 19 জুন : মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ তৈরির দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী রাজেশ ক্ষেত্রী ৷ শুক্রবার তার শুনানি হয় । নদী বাঁধ নিয়ে রাজ্য সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে এ বিষয়ে হলফনামা চেয়ে পাঠাল হাইকোর্ট ।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় যশের ভয়ানক তাণ্ডবে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় দক্ষিণ 24 পরগনার মৌসুনি দ্বীপ । এভাবে যেকোনও প্রাকৃতিক দুর্যোগ এলে বারে বারে নদী বাঁধ ভেঙে অসহায় অবস্থায় দিন কাটাতে হয় দক্ষিন 24 পরগনার বিভিন্ন দ্বীপের বাসিন্দাদের । আর প্রতিবার নদী বাঁধের সংস্কার নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেন সাধারণ মানুষ । তাঁদের দাবি, নদী বাঁধ কংক্রিটের করা হোক । অভিযোগ, তাঁদের সেই দাবি এখনও পূরণ করেনি রাজ্য সরকার ।

রাজ্যের কাছে মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ তৈরি পরিকল্পনার হলফনামা চাইল হাইকোর্ট

আরও পড়ুন : মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ তৈরির দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

মৌসুনি দ্বীপবাসীর স্বার্থে আইনজীবী রাজেশ ক্ষেত্রী চলতি মাসের 7 তারিখ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন । সেই মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুক্রবার তার শুনানি হয় । এ বিষয়ে কী কী ব্যবস্থা নিয়েছে তা হলফনামার মাধ্যমে 2 জুলাই এর মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে বলে নির্দেশ দেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.