কলকাতা, 18 নভেম্বর: অশ্বিনী সিংভিকে (Ashwini Singhvi) সিবিআই সিটের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হল । স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতির (Teacher Recruitment Scam) তদন্ত করতে যে বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছিল, অশ্বিনী সিংভিকে তার প্রধান হিসাবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
সাতদিনের মধ্যে তাঁকে দায়িত্ব (CBI SIT) গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে । বলা হয়েছে যে, তাঁকে আদালতের নির্দেশ ছাড়া বদলি বা অপসারণ করা যাবে না ৷ শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ দুর্নীতিতে সিবিআইকে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
অশ্বিনী সিংভি বর্তমানে চণ্ডীগড়ে সিবিআই এসিবি (অ্যান্টি কোরাপশন ব্যুরো) দফতরে কর্মরত । সাতদিনের মধ্যে তাঁকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করতে হবে । আদালতের নির্দেশ ছাড়া তাঁকে কলকাতা থেকে বদলি করা যাবে না । তাঁকে শুধু এই তদন্তেই রাখতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
আরও পড়ুন: কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
এর আগে, গত 16 নভেম্বর সিবিআই আধিকারিক অখিলেশ সিংহকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিটের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । কিন্তু অখিলেশ সিংহ অন্য দায়িত্বে থাকায় তাঁকে এই পদে আনা সম্ভব নয় বলে জানায় সিবিআই । সেই কারণে সিবিআইয়ের তরফে অশ্বিনী সিংভির নাম এ দিন প্রস্তাব করে সিবিআই । তাতেই সম্মতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । 22 নভেম্বর 10.30টায় এই মামলার পরবর্তী শুনানি ।