কলকাতা, 21 জুলাই: 21 জুলাই উপলক্ষে্য রাজ্য প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিল হাইকোর্ট । যে কোনও রকমের অনভিপ্রেত ঘটনা ঘটলে এবং রাজ্য পুলিশ তা নিয়ন্ত্রণ করতে অসমর্থ হলে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীরও সাহায্য নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয় (Calcutta High Court on TMCs 21 July Rally) ।
কিছুদিন আগেই আসানসোলের কর্মিসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উৎসাহ দিতে বলেছিলেন, 21 জুলাই হচ্ছে বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার দিন । এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল । সেই মামলার রায়ে এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ।
আরও পড়ুন: 21 জুলাইয়ের সমাবেশ নিয়ে জনস্বার্থ মামলার শুনানি শেষ, সন্ধেয় কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে রায়
পাশাপাশি রাজ্যে গত কয়েকদিনে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার জন্য 21 জুলাই উপলক্ষে্য যে জনসমাগম হতে চলেছে তারা যেন সুরক্ষা বিধি মেনে চলে, সেই নির্দেশও দিয়েছেন বিচারপতি । নির্দেশে উল্লেখ করা হয়েছে, এই সমাবেশ যেন করোনা সংক্রমণের জন্য দায়ী হয়ে না ওঠে ।