ETV Bharat / state

Calcutta High Court: মনোনয়নপত্র বিকৃতি মামলায় এসডিও এবং বিডিও-র বক্তব্য শুনতে নির্দেশ ডিভিশন বেঞ্চের - পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র বিকৃতি

First to Hear SDO and BDO in Nomination Papers Distortion Case: উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-র বক্তব্য না শুনে বরাখাস্ত করার নির্দেশ দেওয়া যাবে না ৷ আজ সিঙ্গল বেঞ্চের রায়ে এমনটই জানাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ কিন্তু, সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে আদালত ৷ রায় বহাল থাকা অবস্থাতেই ফের শুনানি হবে ৷

Calcutta High Court ETV BHARAT
Calcutta High Court
author img

By

Published : Aug 4, 2023, 2:22 PM IST

কলকাতা, 4 অগস্ট: মনোনয়নপত্র ও জাতিগত শংসাপত্র বিকৃতি মামলায় উলুবেড়িয়া 1 এর বিডিও এবং উলুবেড়িয়ার এসডিও-কে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন উলুবেড়িয়ার এসডিও শমীক ঘোষ ৷ আজ সেই আবেদনের শুনানিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-র বক্তব্য ভালো করে শুনতে হবে সিঙ্গল বেঞ্চকে ৷ তার পরেই কোনও চূড়ান্ত নির্দেশ দিতে পারবেন বিচারপতি ৷

তবে, এখানেও একটা জটিলতা তৈরি হয়ে রয়েছে ৷ কারণ, গত 27 জুলাই বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-কে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন ৷ সেই নির্দেশ মতো 31 জুলাই সরকার তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বলে আজকের শুনানিতে জানিয়েছেন রাজ্যের আইনজীবী ৷ কিন্তু, ডিভিশন বেঞ্চ রাজ্যের সেই নির্দেশিকা খারিজ করেনি ৷ তা বজায় রেখেই সিঙ্গল বেঞ্চকে উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-র বক্তব্য শুনতে বলেছে ৷

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের সময় মনোনয়ন পেশের পর স্ক্রুটিনির সময় কাশ্মীরা বেগম খানের মনোনয়নপত্র বিকৃত করা হয় ৷ এমনকি ওবিসি শংসাপত্র বাতিল করার অভিযোগ ওঠে উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-র বিরুদ্ধে ৷ যে ঘটনায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার ৷ ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয় এবং প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে এক সদস্যের কমিশন গঠন করে ৷ তাঁর উপর দায়িত্ব পরে এসডিও এবং বিডিও-র বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করে, একটি রিপোর্ট সিঙ্গল বেঞ্চে জমা করার ৷

আরও পড়ুন: মনোনয়ন জমা দিতে অপারগ বিরোধীরাদের এসকর্ট করবে কলকাতা পুলিশ, নির্দেশ হাইকোর্টের

সেই রিপোর্টে প্রাক্তন বিচারপতি উল্লেখ করেন, কাশ্মীরা বেগম খানের মনোনয়নপত্র এবং ওবিসি নথি বিকৃতির অভিযোগের সারবত্তা রয়েছে ৷ 19 জুলাই সেই নথি হাইকোর্টে জমা পড়ে ৷ 27 জুলাই বিচারপতি অমৃতা সিনহা সেই রিপোর্টের ভিত্তিতে এসডিও এবং বিডিও-সহ অনগ্রসর শ্রেণি দফতরের এক আধিকারিককে বরখাস্ত করার নির্দেশ দেন ৷ আর 31 জুলাই রাজ্য় সরকার সেটি কার্যকর করে ৷ সেই নির্দেশের বিরুদ্ধে ফের আদালতে গিয়েছিলেন উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও ৷

এ দিন তারই শুনানি ছিল ৷ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ পড়ে দেখেন ৷ সেখানে কমিশনের সুপারিশ অনুযায়ী, উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-কে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেছিল সিঙ্গল বেঞ্চ ৷ এর পর ডিভিশন বেঞ্চ কমিশনের রিপোর্ট খতি দেখে ৷ তা দেখার পর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ উল্লেখ করে, ‘‘কমিশনের রিপোর্ট কোথাও উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-কে বরখাস্ত করার সুপারিশ করা হয়নি ৷ বরং শৃঙ্খলাভঙ্গ জনিত ব্যবস্থা নিতে সুপারিশ করেছিল ৷’’

আরও পড়ুন: জোর করে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ, তদন্তের নির্দেশ আদালতের

কিন্তু, আদালত এও জানিয়ে দেয়, কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে কোনও পদক্ষেপ নেওয়া হয়ে থাকলে, সে ব্যাপারে ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করবে না ৷ তবে, সিঙ্গল বেঞ্চে মামলাটি ফিরিয়ে দিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, উলুবেড়িয়ার এসডিও শমীক ঘোষ এবং বিডিও নীলাদ্রি শেখর দে-র বক্তব্য শুনতে হবে ৷ তার পর সিঙ্গল বেঞ্চ তাঁর রায় দেবে ৷

কলকাতা, 4 অগস্ট: মনোনয়নপত্র ও জাতিগত শংসাপত্র বিকৃতি মামলায় উলুবেড়িয়া 1 এর বিডিও এবং উলুবেড়িয়ার এসডিও-কে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন উলুবেড়িয়ার এসডিও শমীক ঘোষ ৷ আজ সেই আবেদনের শুনানিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-র বক্তব্য ভালো করে শুনতে হবে সিঙ্গল বেঞ্চকে ৷ তার পরেই কোনও চূড়ান্ত নির্দেশ দিতে পারবেন বিচারপতি ৷

তবে, এখানেও একটা জটিলতা তৈরি হয়ে রয়েছে ৷ কারণ, গত 27 জুলাই বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-কে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন ৷ সেই নির্দেশ মতো 31 জুলাই সরকার তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বলে আজকের শুনানিতে জানিয়েছেন রাজ্যের আইনজীবী ৷ কিন্তু, ডিভিশন বেঞ্চ রাজ্যের সেই নির্দেশিকা খারিজ করেনি ৷ তা বজায় রেখেই সিঙ্গল বেঞ্চকে উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-র বক্তব্য শুনতে বলেছে ৷

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের সময় মনোনয়ন পেশের পর স্ক্রুটিনির সময় কাশ্মীরা বেগম খানের মনোনয়নপত্র বিকৃত করা হয় ৷ এমনকি ওবিসি শংসাপত্র বাতিল করার অভিযোগ ওঠে উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-র বিরুদ্ধে ৷ যে ঘটনায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার ৷ ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয় এবং প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে এক সদস্যের কমিশন গঠন করে ৷ তাঁর উপর দায়িত্ব পরে এসডিও এবং বিডিও-র বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করে, একটি রিপোর্ট সিঙ্গল বেঞ্চে জমা করার ৷

আরও পড়ুন: মনোনয়ন জমা দিতে অপারগ বিরোধীরাদের এসকর্ট করবে কলকাতা পুলিশ, নির্দেশ হাইকোর্টের

সেই রিপোর্টে প্রাক্তন বিচারপতি উল্লেখ করেন, কাশ্মীরা বেগম খানের মনোনয়নপত্র এবং ওবিসি নথি বিকৃতির অভিযোগের সারবত্তা রয়েছে ৷ 19 জুলাই সেই নথি হাইকোর্টে জমা পড়ে ৷ 27 জুলাই বিচারপতি অমৃতা সিনহা সেই রিপোর্টের ভিত্তিতে এসডিও এবং বিডিও-সহ অনগ্রসর শ্রেণি দফতরের এক আধিকারিককে বরখাস্ত করার নির্দেশ দেন ৷ আর 31 জুলাই রাজ্য় সরকার সেটি কার্যকর করে ৷ সেই নির্দেশের বিরুদ্ধে ফের আদালতে গিয়েছিলেন উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও ৷

এ দিন তারই শুনানি ছিল ৷ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ পড়ে দেখেন ৷ সেখানে কমিশনের সুপারিশ অনুযায়ী, উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-কে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেছিল সিঙ্গল বেঞ্চ ৷ এর পর ডিভিশন বেঞ্চ কমিশনের রিপোর্ট খতি দেখে ৷ তা দেখার পর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ উল্লেখ করে, ‘‘কমিশনের রিপোর্ট কোথাও উলুবেড়িয়ার এসডিও এবং উলুবেড়িয়া 1 এর বিডিও-কে বরখাস্ত করার সুপারিশ করা হয়নি ৷ বরং শৃঙ্খলাভঙ্গ জনিত ব্যবস্থা নিতে সুপারিশ করেছিল ৷’’

আরও পড়ুন: জোর করে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ, তদন্তের নির্দেশ আদালতের

কিন্তু, আদালত এও জানিয়ে দেয়, কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে কোনও পদক্ষেপ নেওয়া হয়ে থাকলে, সে ব্যাপারে ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করবে না ৷ তবে, সিঙ্গল বেঞ্চে মামলাটি ফিরিয়ে দিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, উলুবেড়িয়ার এসডিও শমীক ঘোষ এবং বিডিও নীলাদ্রি শেখর দে-র বক্তব্য শুনতে হবে ৷ তার পর সিঙ্গল বেঞ্চ তাঁর রায় দেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.