কলকাতা, 12 জুলাই: পরিবহণ দফতরের সচিবকে 6 সপ্তাহের মধ্যে রাজ্যের বাস-মিনিবাসের জন্য উপযুক্ত ভাড়া ঘোষণা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC orders on Bus fare)। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন । অল বেঙ্গল বাস সংগঠন সমন্বয় কমিটি ও আসানসোল মিনিবাস সংগঠনকে এই ব্যাপারে তাদের প্রস্তাব রাজ্যকে অবিলম্বে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি, যাতে রাজ্য সরকার দ্রুত ভাড়ার তালিকা তৈরি করতে পারে ।
করোনার পর তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও বাস বা মিনিবাসের ভাড়া বাড়েনি । কোথাও কোথাও বাস মালিক সংগঠন নিজেদের ইচ্ছেমতো ভাড়া বাড়িয়েছে । কোথাও বেশি ভাড়া নিতে গেলে যাত্রীদের সঙ্গে ঝামেলায় জড়াতে হচ্ছে বাসের কন্ডাক্টরদের । সেই কারণেই বাস-মিনিবাস সংগঠনগুলো হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যকে নির্দিষ্ট ভাড়ার তালিকা তৈরি করে দেওয়ার আর্জি জানিয়ে ।
আরও পড়ুন : পরিবহণ দফতর ও গ্রিন লাইনের যৌথ উদ্যোগে শুরু দুই বাংলার মধ্যে আন্তর্জাতিক বাস পরিষেবা
বাস মালিক সংগঠনগুলির বক্তব্য, রাজ্য সরকার শেষ 2018 সালে ভাড়ার মূল্যায়ন করেছিল । তারপর থেকে তেলের দাম দফায় দফায় বাড়লেও বাড়েনি বাস ভাড়া ৷ রাজ্যকে একাধিকবার এই বিষয়ে আবেদন করেও কোনও লাভ হয়নি ৷
রাজ্যের তরফে আইনজীবী অমল মুখোপাধ্যায় অবশ্য আদালতে বলেন, "ভাড়া বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ রাজ্যের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের বিষয় । এখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না । এর আগে সিঙ্গল বেঞ্চ সেই কারণে মামলা খারিজ করেছিল ।"