ETV Bharat / state

Cabinet Meeting: কৃষিজমির উপর দিয়ে হাই-টেনশন লাইন গেলে ক্ষতিপূরণ পাবেন চাষিরা - mamata banerjee

কৃষিজমির উপর দিয়ে বিদ্যুতের হাই-টেনশন তার গেলে ক্ষতিপূরণ দেওয়া হবে কৃষকদের (Farmers to get compensation)। বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) ।

cabinet-meeting-farmers-to-get-compensation-if-high-tension-lines-cross-agricultural-land
কৃষিজমির উপর দিয়ে হাই-টেনশন লাইন গেলে ক্ষতিপূরণ পাবেন চাষিরা
author img

By

Published : Nov 2, 2022, 5:08 PM IST

Updated : Nov 2, 2022, 5:53 PM IST

কলকাতা, 2 নভেম্বর: চাষের কাজ হয় এমন জমির উপর দিয়ে বিদ্যুতের হাই-টেনশন তার গেলে ক্ষতিপূরণ পাবেন কৃষকরা (Farmers to get compensation)। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এতদিন পর্যন্ত হাই-টেনশন লাইন (High-tension lines on agricultural land) গেলে শুধুমাত্র ফসলের ক্ষতিপূরণ দেওয়া হত । এ বার জমির ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া হবে ।

রাজ্য সরকার কৃষকদের পক্ষে, তৃতীয় বার শপথ নেওয়ার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা ঘোষণা করেছিলেন । বুধবার তাঁর আরেকটি সিদ্ধান্তের মাধ্যমে আরও একবার যেন সেই কথাই রাখার চেষ্টা করলেন তিনি ৷ এই সরকারের আমলে ভাঙড়ে পাওয়ার গ্রিড গড়তে গিয়ে আন্দোলনের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে । মূলত সেই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে বুধবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ।

এ দিন রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বার থেকে যে কৃষিজমির উপর দিয়ে হাই-টেনশন লাইন যাবে, সেই জমির কৃষককেও দেওয়া হবে ক্ষতিপূরণ । প্রসঙ্গত রাজ্যে দীর্ঘদিন ধরে কৃষিজমির উপর দিয়ে হাই-টেনশন লাইন গেলে ফসলের ক্ষেত্রে দশ শতাংশ ক্ষতিপূরণ দেওয়ার রীতি ছিল । কার্যক্ষেত্রে কতজন এই ক্ষতিপূরণ পেতেন, তা নিয়ে সন্দেহ ছিল । এ দিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন যে, যে জমির উপর দিয়ে হাই-টেনশন লাইন যাবে, সেখানে ফসলের ক্ষতিপূরণ বাবদ দশ শতাংশ টাকা কৃষককে দিতে হবে । একইসঙ্গে, এ বার থেকে কৃষিজমির উপর দিয়ে বিদুতের লাইন গেলে জমির জন্যও ক্ষতিপূরণ পাবেন কৃষকরা । জানা গিয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, 15 শতাংশ জমির দাম দিতে হবে কৃষককে ।

আরও পড়ুন: ডিসেম্বরে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, মন্ত্রিসভায় আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর

মনে করা হচ্ছে, সরকারের এই সিদ্ধান্তের ফলে পাওয়ার গ্রিড বা বিদ্যুতের তার নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে আন্দোলন হয়, তা অনেকাংশই কমে যাবে । একদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে এই সরকার যে কৃষকের পক্ষে, তা যেমন প্রতিফলিত হবে এই সিদ্ধান্তে, একইভাবে এই সিদ্ধান্তের মাধ্যমে জমি জটে আটকে থাকা প্রকল্পগুলিকেও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে ।

কলকাতা, 2 নভেম্বর: চাষের কাজ হয় এমন জমির উপর দিয়ে বিদ্যুতের হাই-টেনশন তার গেলে ক্ষতিপূরণ পাবেন কৃষকরা (Farmers to get compensation)। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এতদিন পর্যন্ত হাই-টেনশন লাইন (High-tension lines on agricultural land) গেলে শুধুমাত্র ফসলের ক্ষতিপূরণ দেওয়া হত । এ বার জমির ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া হবে ।

রাজ্য সরকার কৃষকদের পক্ষে, তৃতীয় বার শপথ নেওয়ার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা ঘোষণা করেছিলেন । বুধবার তাঁর আরেকটি সিদ্ধান্তের মাধ্যমে আরও একবার যেন সেই কথাই রাখার চেষ্টা করলেন তিনি ৷ এই সরকারের আমলে ভাঙড়ে পাওয়ার গ্রিড গড়তে গিয়ে আন্দোলনের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে । মূলত সেই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে বুধবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ।

এ দিন রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বার থেকে যে কৃষিজমির উপর দিয়ে হাই-টেনশন লাইন যাবে, সেই জমির কৃষককেও দেওয়া হবে ক্ষতিপূরণ । প্রসঙ্গত রাজ্যে দীর্ঘদিন ধরে কৃষিজমির উপর দিয়ে হাই-টেনশন লাইন গেলে ফসলের ক্ষেত্রে দশ শতাংশ ক্ষতিপূরণ দেওয়ার রীতি ছিল । কার্যক্ষেত্রে কতজন এই ক্ষতিপূরণ পেতেন, তা নিয়ে সন্দেহ ছিল । এ দিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন যে, যে জমির উপর দিয়ে হাই-টেনশন লাইন যাবে, সেখানে ফসলের ক্ষতিপূরণ বাবদ দশ শতাংশ টাকা কৃষককে দিতে হবে । একইসঙ্গে, এ বার থেকে কৃষিজমির উপর দিয়ে বিদুতের লাইন গেলে জমির জন্যও ক্ষতিপূরণ পাবেন কৃষকরা । জানা গিয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, 15 শতাংশ জমির দাম দিতে হবে কৃষককে ।

আরও পড়ুন: ডিসেম্বরে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, মন্ত্রিসভায় আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর

মনে করা হচ্ছে, সরকারের এই সিদ্ধান্তের ফলে পাওয়ার গ্রিড বা বিদ্যুতের তার নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে আন্দোলন হয়, তা অনেকাংশই কমে যাবে । একদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে এই সরকার যে কৃষকের পক্ষে, তা যেমন প্রতিফলিত হবে এই সিদ্ধান্তে, একইভাবে এই সিদ্ধান্তের মাধ্যমে জমি জটে আটকে থাকা প্রকল্পগুলিকেও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে ।

Last Updated : Nov 2, 2022, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.