ETV Bharat / state

Dilip on CAA Implementation: রাজ্য সিএএ লাগু হওয়ার সম্ভাবনা কম, শুভেন্দুর উলটো সুর দিলীপের - পঞ্চায়েত নির্বাচন

রাজ্য সিএএ লাগু হবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করলেন সাংসদ দিলীপ ঘোষ (CAA is Less Likely to be Implemented in West Bengal) ৷ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যেখানে একদিকে সিএএ কার্যকর করা নিয়ে জোড় দিচ্ছেন, সেখানেই উলটো সুর দিলীপের (Dilip Ghosh) গলায় ৷

CAA is Less Likely to be Implemented in West Bengal Says Dilip Ghosh
CAA is Less Likely to be Implemented in West Bengal Says Dilip Ghosh
author img

By

Published : Nov 2, 2022, 12:50 PM IST

নিউটাউন, 2 নভেম্বর: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) প্রস্তুতি শুরু গিয়েছে ৷ শাসক থেকে বিরোধী সকলেই ব্যস্ত ৷ আর সেই নির্বাচনী আবহের মাঝেই গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন লাগু করার দাবিতে সরব হয়েছিলেন ৷ কিন্তু, সিএএ নিয়ে অনেকটাই সুর নরম দিলীপ ঘোষের (Dilip on CAA Implementation) ৷ বিজেপির সহ-সভাপতি বুধবার জানান, রাজ্যে তৃণমূলের সরকার থাকলে নাগরিকত্ব আইন লাগু হওয়ার সম্ভাবনা কম (CAA is Less Likely to be Implemented in West Bengal) ৷ একমাত্র সরকার বদলালেই সেটা হবে ৷
প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনে খসড়া তালিকা নিয়ে একটি অভিযোগ জানিয়ে চিঠি দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সেখানে গুজরাতে সিএএ প্রয়োগ করে নির্বাচনের আগে বহু সংখ্যালঘুকে নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ সেই প্রসঙ্গেই শুভেন্দুকে এ রাজ্যে সিএএ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয় ৷ যার জবাবে শুভেন্দু বলেন, ‘‘সংসদের উভয় কক্ষে সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হয়ে, তা আইন হয়ে গিয়েছে ৷ গুজরাতে এই আইন চালু হয়ে গিয়েছে ৷ এ বার পশ্চিমবঙ্গেও হবে ৷ এক যাত্রায় পৃথক ফল হয় না ৷ এর ফলে মতুয়া ও নমঃশূদ্ররাও সুবিধা পাবেন ৷’’

রাজ্য সিএএ লাগু হওয়ার সম্ভাবনা কম, শুভেন্দুর উলটো সুর দিলীপের গলায়

কিন্তু, শুভেন্দু রাজ্যে সিএএ লাগু নিয়ে আশাবাদী হলেও, তেমন কোনও সম্ভাবনা এখনই দেখছেন না প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর কথায়, পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার থাকলে সিএএ লাগু হওয়ার সম্ভাবনা প্রায় নেই ৷ তিনি বলেন, ‘‘রাজস্থান ও গুজরাতে আগেও প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ এখানেও হতে পারে ৷ কিন্তু, পশ্চিমবঙ্গে এই সরকার থাকলে সিএএ লাগু হওয়ার সম্ভাবনা কম ৷ এরা উদ্বাস্তুদের ভোট নেবে কিন্তু, তাঁদের জন্য কিছু করবে না ৷ সরকার বদলালে সব হয়ে যাবে ৷’’

আরও পড়ুন: এক যাত্রায় তো পৃথক ফল হয় না, রাজ্যেও চালু হবে সিএএ: শুভেন্দু

পঞ্চায়েত নির্বাচন নিয়েও এ দিন বক্তব্য রাখেন দিলীপ ঘোষ ৷ দাবি করেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ করতে হলে, তা কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে ৷ দিলীপ ঘোষ বলেন, ‘‘আগেরবারও আমরা কেন্দ্রীয়বাহিনী চেয়েছি পাইনি ৷ কারণ, রাজ্য সরকার চায়নি ৷ আগের পঞ্চায়েত নির্বাচন থেকেই বিজেপি নজর কাড়তে শুরু করেছিল ৷ এবার আমরা আরও বেশি প্রস্তুত ৷ এ রাজ্যে ভোট শান্তিপূর্ণ হয় না ৷ তৃণমূল ও পুলিশ দিয়ে ভোট হয় ৷ আমরাও মোকাবিলা করব ৷ আরও বেশি লড়াই হবে ৷’’

নিউটাউন, 2 নভেম্বর: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) প্রস্তুতি শুরু গিয়েছে ৷ শাসক থেকে বিরোধী সকলেই ব্যস্ত ৷ আর সেই নির্বাচনী আবহের মাঝেই গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন লাগু করার দাবিতে সরব হয়েছিলেন ৷ কিন্তু, সিএএ নিয়ে অনেকটাই সুর নরম দিলীপ ঘোষের (Dilip on CAA Implementation) ৷ বিজেপির সহ-সভাপতি বুধবার জানান, রাজ্যে তৃণমূলের সরকার থাকলে নাগরিকত্ব আইন লাগু হওয়ার সম্ভাবনা কম (CAA is Less Likely to be Implemented in West Bengal) ৷ একমাত্র সরকার বদলালেই সেটা হবে ৷
প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনে খসড়া তালিকা নিয়ে একটি অভিযোগ জানিয়ে চিঠি দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সেখানে গুজরাতে সিএএ প্রয়োগ করে নির্বাচনের আগে বহু সংখ্যালঘুকে নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ সেই প্রসঙ্গেই শুভেন্দুকে এ রাজ্যে সিএএ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয় ৷ যার জবাবে শুভেন্দু বলেন, ‘‘সংসদের উভয় কক্ষে সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হয়ে, তা আইন হয়ে গিয়েছে ৷ গুজরাতে এই আইন চালু হয়ে গিয়েছে ৷ এ বার পশ্চিমবঙ্গেও হবে ৷ এক যাত্রায় পৃথক ফল হয় না ৷ এর ফলে মতুয়া ও নমঃশূদ্ররাও সুবিধা পাবেন ৷’’

রাজ্য সিএএ লাগু হওয়ার সম্ভাবনা কম, শুভেন্দুর উলটো সুর দিলীপের গলায়

কিন্তু, শুভেন্দু রাজ্যে সিএএ লাগু নিয়ে আশাবাদী হলেও, তেমন কোনও সম্ভাবনা এখনই দেখছেন না প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর কথায়, পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার থাকলে সিএএ লাগু হওয়ার সম্ভাবনা প্রায় নেই ৷ তিনি বলেন, ‘‘রাজস্থান ও গুজরাতে আগেও প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ এখানেও হতে পারে ৷ কিন্তু, পশ্চিমবঙ্গে এই সরকার থাকলে সিএএ লাগু হওয়ার সম্ভাবনা কম ৷ এরা উদ্বাস্তুদের ভোট নেবে কিন্তু, তাঁদের জন্য কিছু করবে না ৷ সরকার বদলালে সব হয়ে যাবে ৷’’

আরও পড়ুন: এক যাত্রায় তো পৃথক ফল হয় না, রাজ্যেও চালু হবে সিএএ: শুভেন্দু

পঞ্চায়েত নির্বাচন নিয়েও এ দিন বক্তব্য রাখেন দিলীপ ঘোষ ৷ দাবি করেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ করতে হলে, তা কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে ৷ দিলীপ ঘোষ বলেন, ‘‘আগেরবারও আমরা কেন্দ্রীয়বাহিনী চেয়েছি পাইনি ৷ কারণ, রাজ্য সরকার চায়নি ৷ আগের পঞ্চায়েত নির্বাচন থেকেই বিজেপি নজর কাড়তে শুরু করেছিল ৷ এবার আমরা আরও বেশি প্রস্তুত ৷ এ রাজ্যে ভোট শান্তিপূর্ণ হয় না ৷ তৃণমূল ও পুলিশ দিয়ে ভোট হয় ৷ আমরাও মোকাবিলা করব ৷ আরও বেশি লড়াই হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.