নিউটাউন, 2 নভেম্বর: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) প্রস্তুতি শুরু গিয়েছে ৷ শাসক থেকে বিরোধী সকলেই ব্যস্ত ৷ আর সেই নির্বাচনী আবহের মাঝেই গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন লাগু করার দাবিতে সরব হয়েছিলেন ৷ কিন্তু, সিএএ নিয়ে অনেকটাই সুর নরম দিলীপ ঘোষের (Dilip on CAA Implementation) ৷ বিজেপির সহ-সভাপতি বুধবার জানান, রাজ্যে তৃণমূলের সরকার থাকলে নাগরিকত্ব আইন লাগু হওয়ার সম্ভাবনা কম (CAA is Less Likely to be Implemented in West Bengal) ৷ একমাত্র সরকার বদলালেই সেটা হবে ৷
প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনে খসড়া তালিকা নিয়ে একটি অভিযোগ জানিয়ে চিঠি দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সেখানে গুজরাতে সিএএ প্রয়োগ করে নির্বাচনের আগে বহু সংখ্যালঘুকে নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ সেই প্রসঙ্গেই শুভেন্দুকে এ রাজ্যে সিএএ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয় ৷ যার জবাবে শুভেন্দু বলেন, ‘‘সংসদের উভয় কক্ষে সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হয়ে, তা আইন হয়ে গিয়েছে ৷ গুজরাতে এই আইন চালু হয়ে গিয়েছে ৷ এ বার পশ্চিমবঙ্গেও হবে ৷ এক যাত্রায় পৃথক ফল হয় না ৷ এর ফলে মতুয়া ও নমঃশূদ্ররাও সুবিধা পাবেন ৷’’
কিন্তু, শুভেন্দু রাজ্যে সিএএ লাগু নিয়ে আশাবাদী হলেও, তেমন কোনও সম্ভাবনা এখনই দেখছেন না প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর কথায়, পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার থাকলে সিএএ লাগু হওয়ার সম্ভাবনা প্রায় নেই ৷ তিনি বলেন, ‘‘রাজস্থান ও গুজরাতে আগেও প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ এখানেও হতে পারে ৷ কিন্তু, পশ্চিমবঙ্গে এই সরকার থাকলে সিএএ লাগু হওয়ার সম্ভাবনা কম ৷ এরা উদ্বাস্তুদের ভোট নেবে কিন্তু, তাঁদের জন্য কিছু করবে না ৷ সরকার বদলালে সব হয়ে যাবে ৷’’
আরও পড়ুন: এক যাত্রায় তো পৃথক ফল হয় না, রাজ্যেও চালু হবে সিএএ: শুভেন্দু
পঞ্চায়েত নির্বাচন নিয়েও এ দিন বক্তব্য রাখেন দিলীপ ঘোষ ৷ দাবি করেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ করতে হলে, তা কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে ৷ দিলীপ ঘোষ বলেন, ‘‘আগেরবারও আমরা কেন্দ্রীয়বাহিনী চেয়েছি পাইনি ৷ কারণ, রাজ্য সরকার চায়নি ৷ আগের পঞ্চায়েত নির্বাচন থেকেই বিজেপি নজর কাড়তে শুরু করেছিল ৷ এবার আমরা আরও বেশি প্রস্তুত ৷ এ রাজ্যে ভোট শান্তিপূর্ণ হয় না ৷ তৃণমূল ও পুলিশ দিয়ে ভোট হয় ৷ আমরাও মোকাবিলা করব ৷ আরও বেশি লড়াই হবে ৷’’