কলকাতা, 2 জুন : যাত্রী কম থাকায় ন্যূনতম ভাড়ানা বাড়ালে বাস চালানো অসম্ভব বলে জানাল মালিক সংগঠনগুলি । আর তাই এবিষয়েপ্রশাসনের হস্তক্ষেপ চাইছে তারা । আজ বেঙ্গল বাস সিন্ডিকেট ও অল বেঙ্গলবাস-মিনিবাস সমন্বয় সমিতির একটি যৌথ বৈঠকে এই কথা জানানো হয় ।
মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আগের ভাড়া বহাল রেখেই চালু করতে হবে বাস পরিষেবা। কিন্তু তারপরও নিজেদের দাবিতে অনড় রইল বাস মালিক সংগঠনগুলি । তাদের বক্তব্য, এত কম সংখ্যক যাত্রী নিয়ে আয় ওব্যয়ের মধ্যে সামঞ্জস্য রেখে বাস চালানোর অভিজ্ঞতা তাঁদের নেই । তাই এ বিষয়ে যেনহস্তক্ষেপ করে প্রশাসন ।
বেঙ্গলবাস সিন্ডিকেটের সম্পাদক নীতিশকুমার রক্ষিত বলেন , "সরকারের তরফে আমাদের বাস চালাতে বলাহয়েছে । তবে ন্যূনতম ভাড়া না বাড়ালে আমরা গাড়ি চালাতে পারব না । প্রশাসনের কথামেনে আমরা কয়েকটি রুটে পরীক্ষামূলকভাবে বাস চালাব । যদি দেখা যায় যে, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য থাকছেতাহলে আমাদের পক্ষে পরিষেবা চালিয়ে যাওয়া সম্ভব হবে । ন্যূনতম ভাড়া না বাড়ালেএই সমতা কোনদিনই আসবে না । দীর্ঘ দু'মাসের বেশি সময় ধরে আমাদের গাড়িগুলিপড়ে রয়েছে । মালিক ও চালকদের পক্ষে সংসার চালাতে চূড়ান্ত সমস্যার সম্মুখীন হতেহচ্ছে । এমন পরিস্থিতিতে যদি সরকার আমাদের পাশে না দাঁড়ান তাহলে আমরা কোথায় যাব ? আমরা মুখ্যমন্ত্রীকে আমাদের দাবিগুলোচিঠির মাধ্যমে পাঠিয়েছি । যেভাবে বাসের যন্ত্রাংশের দাম, তেলের দাম, ইনসিওরেন্স ও ফিজ় বাড়ছে সেই অনুপাতেভাড়া একই রয়ে গেছে ।"
অন্যদিকেঅল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন,"রাজ্যেরবেশ কয়েকটি রুটেই পরীক্ষামূলকভাবে গুটিকয়েক করে বাস চালানো হচ্ছে । তবে, মালিকদের অভিজ্ঞতা খুবই তিক্ত । এভাবেতো বেশি দিন গাড়ি চালান সম্ভব হবে না । আমাদের দাবিগুলি মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠির মাধ্যমে জমা দেওয়া হয়েছে । আমাদের দাবিগুলি হল -পরিবহন শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য ন্যূনতম ভাড়া বাড়ানোর হোক । প্রত্যেকটিবাসে সরকারের তরফে মাস্ক, গ্লাভস ওহ্যান্ড স্যানিটাইজ়ার দেওয়া হোক । চালক ও কন্ডাক্টরদের স্বাস্থ্য বিমার আওতায়আনা হোক । লকডাউন চলাকালীন কর, ফ্রিজ ও ফাইন মকুব করা হোক । লকডাউন উঠে যাওয়ার পরের 6 মাস কর মকুব করা হোক এবং পরিবহনশিল্পকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতায় আনা হোক ।"ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে রাজ্য পরিবহন দপ্তর ধাপে ধাপে গণপরিবহনপথে নামানোর উদ্যোগ শুরু করেছে ।