কলকাতা, 11 মে : বড় বাজার এলাকা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা পৌরনিগমের কাছে । তবে বড়বাজারকে স্থানান্তরিত করা হচ্ছে না ৷ আজ স্পষ্ট জানিয়ে দিলেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান । তাই বড়বাজারকে ওখানে রেখেই কোরোনা প্রতিরোধ মোকাবিলা করতে হবে । সেকারণে কোরোনা প্রতিরোধ করতে এক জরুরি বৈঠক করলেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান ।
প্রতিদিনই নতুন নতুন কোরোনা সংক্রমণের ঘটনা উঠে আসছে 4 নম্বর বোরোর এলাকা থেকে । তাই আজ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান ফিরহাদ হাকিম 4 নম্বর বোরো এলাকার কালী কৃষ্ণ ঠাকুর পরিদর্শন করলেন । সেই সঙ্গে এই বোরো কো-অর্ডিনেটর ( চেয়ারম্যান ) ও স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটরদের (কাউন্সিলর) সঙ্গে বৈঠক করেন । এই এলাকায় সংক্রমণ প্রতিরোধ করতে বিভিন্ন রকম ভাবনা চিন্তা করছে কলকাতা পৌর নিগম ।
বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানান, এই অঞ্চলে বিভিন্ন এলাকা থেকে কোরোনাতে আক্রান্ত হচ্ছে বিভিন্ন মানুষ । কিভাবে এই বিক্ষিপ্তভাবে এত সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে ৷ তা নিয়েই এই বৈঠকের আলোচনা করা হয়েছে । ওয়ার্ড কো-অর্ডিনেটর থেকে আলোচনা করে তথ্য সংগ্রহ করেছি । এই এলাকার বোরো কো-অর্ডিনেটর স্মিতা বক্সি ছিলেন আজকের বৈঠকে । এই এলাকায় কিভাবে এত সংক্রমণের ঘটনা ঘটছে ৷ তার যাবতীয় তথ্য সংগ্রহ করেন ফিরহাদ হাকিম । বৈঠকের শেষে বেশ কিছু পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি । তিনি বলেন, এই এলাকাগুলোতে আগেই স্যানিটাইজ়েশনের কাজ অর্থাৎ জীবাণুনাশক স্প্রে করার কাজ হয়েছিল ৷ তবে এখন থেকে আরও বেশি করে স্প্রে করার কাজ করা হবে ৷ এছাড়াও কলকাতা পৌরনিগমের 6 টি গাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে লালারস সংগ্রহ করবে । উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে অ্যাম্বুলেন্সে করে লালারস সংগ্রহ করা হবে । প্রত্যেকটি গাড়িতে 50 টি করে সংগ্রহ করা হবে ৷ মোট 300 টি করে লালা রসের নমুনা সংগ্রহ করা হবে । এছাড়াও আক্রান্ত ব্যক্তিদের ওষুধ সরবরাহ করা হবে । কোরোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করবে কলকাতা পৌরনিগম । প্রয়োজনে হাসপাতালে ভরতি করবে কলকাতা পৌরনিগম ।
আজ বৈঠক শেষে ফিরহাদ হাকিম বলেন, মাইক্রো প্ল্যানিং করে কোরোনা সংক্রমণ এই অঞ্চলে ধরা সম্ভব হচ্ছে না । তার কারণে এত বড় এলাকায় বিচ্ছিন্নভাবে এক একটি বাড়ি একটি রাস্তা থেকে সংক্রমণের ঘটনা ঘটছে । কোনও একটি নির্দিষ্ট রাস্তা বা নির্দিষ্ট এলাকায় এটি সীমাবদ্ধ নেই । বিভিন্ন বাড়ির বিভিন্ন রাস্তা থেকে কোরোনা সংক্রমিত হচ্ছে মানুষ ৷ এই মিটিংয়ে থেকেই স্থানীয় কো-অর্ডিনেটর থেকে তথ্য নেওয়া হয়েছে ৷ বোরো কো-অর্ডিনেটরের থেকেও তথ্য নেওয়া হয়েছে ৷ আগামীদিনে কীভাবে এই অঞ্চলে কোরোনা প্রতিরোধ করা হবে তা নিয়েও নতুন করে আবার ভাবনাচিন্তা শুরু করা হবে ।