ETV Bharat / state

Building Collapse in Bowbazar: বউবাজার মার্কেটের কিছু অংশ আচমকাই ভেঙে পড়ল, আতঙ্কে স্থানীয়রা - বউবাজার মার্কেটের কিছু অংশ আচমকাই ভেঙে পড়ল

বউবাজারে ভেঙে পড়ল জরাজীর্ণ বহুতলের সামনের একাংশ ৷ শুক্রবার আচমকাই ভেঙে পড়ে বউবাজারের সবজিবাজার এলাকার ওই বাড়ির একাংশ। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে স্থানীয়রা আতঙ্কের মধ্যে রয়েছেন (Building Collapse in Bowbazar) ৷

Building Collapse in Bowbazar
বউবাজার মার্কেট
author img

By

Published : Jan 6, 2023, 2:36 PM IST

বউবাজার মার্কেটের কিছু অংশ আচমকাই ভেঙে পড়ল

কলকাতা, 6 জানুয়ারি: বউবাজার বিবি গাঙ্গুলি স্ট্রিট, 84/1A এর ওপর রয়েছে শতাব্দী প্রাচীন জীর্ণ বউবাজার মার্কেট ৷ বাজারটিতে ঢোকার একাধিক প্রবেশপথ রয়েছে। শুক্রবার সকালে একটি বাড়ির রাস্তার দিকের বারান্দার একাংশ আচমকাই ভেঙে পড়ে (Building Collapse in Bowbazar)। জরাজীর্ণ বহুতলের সামনের একাংশ ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷

স্থানীয়রা তড়িঘড়ি কাউন্সিলরকে ও বউবাজার থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। তিনি কলকাতা কর্পোরেশনের ডেমোলিসন স্কোয়াডকে খবর দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশ ও কলকাতা কর্পোরেশনের ডেমোলিশন স্কোয়াডের লোকজন ৷ ঘটনাস্থল লোহার গার্ড রেল দিয়ে ঘিরে দেন পুলিশ কর্মীরা। নীচে থাকা বেশ কয়েকটি দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত ডেমোলিসন স্কোয়াডের কর্মীরা ফিরে গিয়েছেন ৷ তাঁরা পরবর্তীতে আরও বড় টিম নিয়ে আসবেন ৷ বহুতলের সামনেই সাবধান বিপজ্জনক বাড়ি বলে কলকাতা কর্পোরেশনের নোটিশও দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

বিরাট এলাকাজুড়ে থাকা জরাজীর্ণ বহুতলেই বছরের পর বছর চলছে বউবাজার মার্কেট। প্রতিদিনই কয়েকশো মানুষ ব্যবসা করতে আসেন এই বাজারে। এদিনের ঘটনা কার্যত হতচকিত হয়ে ওঠেন মানুষজন অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তাঁরা। কাউন্সিলর বিশ্বরূপ দে' বলেন, "ঘটনার খবর পেয়ে এসেছি ৷ পুরো বিষয়টা দাঁড়িয়ে থেকে তদারকি করছি। চারতলা সমান এই বাজার ভবনটি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে। কলকাতা কর্পোরেশনের বিজি বিল্ডিংকে জানিয়েছি তিনি বিষয়টি দেখছেন।"

আরও পড়ুন: বউবাজারে ক্ষতিগ্রস্ত 11টি পরিবার ও 6 ব্যবসায়ীকে ক্ষতিপূরণ দিল মেট্রো

ইতিমধ্যে সিইএসসির আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছছেন ৷ স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে'র সঙ্গে কথা বলছেন তাঁরা ৷ আলোচনা চলছে যে ডেমোলিসন স্কোয়াডের যে কর্মীরা বড় টিম নিয়ে আসছে তাদেরকে বলা হবে ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বাড়ির যে বিপদজনক অবস্থা তা ভেঙে দেবেন ৷ ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে কাজ না-করলে বউবাজারের অন্য ব্যবসায়ীদের ওপর প্রভাব পড়তে পারে ৷ হীরা নন্দি নামের একজন তাঁর নাতিকে নিয়ে তিনি স্কুলে দিতে যাচ্ছিলেন তাঁর চোখের সামনেই ঘটনাটি ঘটি ৷ বাড়ি ভেঙে পড়ে যাওয়ায় তিনি খানিকটা আতঙ্কিত হয়ে যান ৷ তিনি বলেন, "অল্পের জন্য প্রাণরক্ষা পেলাম ৷" দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসছেন এলাকার বিধায়ক ৷

বউবাজার মার্কেটের কিছু অংশ আচমকাই ভেঙে পড়ল

কলকাতা, 6 জানুয়ারি: বউবাজার বিবি গাঙ্গুলি স্ট্রিট, 84/1A এর ওপর রয়েছে শতাব্দী প্রাচীন জীর্ণ বউবাজার মার্কেট ৷ বাজারটিতে ঢোকার একাধিক প্রবেশপথ রয়েছে। শুক্রবার সকালে একটি বাড়ির রাস্তার দিকের বারান্দার একাংশ আচমকাই ভেঙে পড়ে (Building Collapse in Bowbazar)। জরাজীর্ণ বহুতলের সামনের একাংশ ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷

স্থানীয়রা তড়িঘড়ি কাউন্সিলরকে ও বউবাজার থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। তিনি কলকাতা কর্পোরেশনের ডেমোলিসন স্কোয়াডকে খবর দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশ ও কলকাতা কর্পোরেশনের ডেমোলিশন স্কোয়াডের লোকজন ৷ ঘটনাস্থল লোহার গার্ড রেল দিয়ে ঘিরে দেন পুলিশ কর্মীরা। নীচে থাকা বেশ কয়েকটি দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত ডেমোলিসন স্কোয়াডের কর্মীরা ফিরে গিয়েছেন ৷ তাঁরা পরবর্তীতে আরও বড় টিম নিয়ে আসবেন ৷ বহুতলের সামনেই সাবধান বিপজ্জনক বাড়ি বলে কলকাতা কর্পোরেশনের নোটিশও দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

বিরাট এলাকাজুড়ে থাকা জরাজীর্ণ বহুতলেই বছরের পর বছর চলছে বউবাজার মার্কেট। প্রতিদিনই কয়েকশো মানুষ ব্যবসা করতে আসেন এই বাজারে। এদিনের ঘটনা কার্যত হতচকিত হয়ে ওঠেন মানুষজন অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তাঁরা। কাউন্সিলর বিশ্বরূপ দে' বলেন, "ঘটনার খবর পেয়ে এসেছি ৷ পুরো বিষয়টা দাঁড়িয়ে থেকে তদারকি করছি। চারতলা সমান এই বাজার ভবনটি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে। কলকাতা কর্পোরেশনের বিজি বিল্ডিংকে জানিয়েছি তিনি বিষয়টি দেখছেন।"

আরও পড়ুন: বউবাজারে ক্ষতিগ্রস্ত 11টি পরিবার ও 6 ব্যবসায়ীকে ক্ষতিপূরণ দিল মেট্রো

ইতিমধ্যে সিইএসসির আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছছেন ৷ স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে'র সঙ্গে কথা বলছেন তাঁরা ৷ আলোচনা চলছে যে ডেমোলিসন স্কোয়াডের যে কর্মীরা বড় টিম নিয়ে আসছে তাদেরকে বলা হবে ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বাড়ির যে বিপদজনক অবস্থা তা ভেঙে দেবেন ৷ ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে কাজ না-করলে বউবাজারের অন্য ব্যবসায়ীদের ওপর প্রভাব পড়তে পারে ৷ হীরা নন্দি নামের একজন তাঁর নাতিকে নিয়ে তিনি স্কুলে দিতে যাচ্ছিলেন তাঁর চোখের সামনেই ঘটনাটি ঘটি ৷ বাড়ি ভেঙে পড়ে যাওয়ায় তিনি খানিকটা আতঙ্কিত হয়ে যান ৷ তিনি বলেন, "অল্পের জন্য প্রাণরক্ষা পেলাম ৷" দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসছেন এলাকার বিধায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.