কলকাতা, 6 জানুয়ারি: রাত পোহালেই রবিবার ৷ 7 জানুয়ারি ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ৷ বাংলার মানুষের জন্য ইনসাফ চাইতে রবিবার বামেদের ব্রিগেড। যুবনেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ের নেতত্বে ময়দান ভরানোর প্রস্তুতি এখন সিপিএমে। রবিবাসরীয় সভার বক্তার তালিকাও ইতিমধ্য়েই ঘোষণা হয়ে গিয়েছে ৷ ছোট-বড় মিলিয়ে মোট তিনটি মঞ্চ বাঁধা হয়েছে। মূল মঞ্চের দু'পাশে দু'টো আলাদা একইরকমের মঞ্চ বাঁধা হয়েছে।
ডিওয়াইএফআই সূত্রের খবর, মূল মঞ্চে প্রধান বক্তারা থাকবেন। দু'পাশের মঞ্চে থাকবেন ইনসাফ যাত্রায় যারা শুরু থেকে শেষ পর্যন্ত পা মিলিয়ে ছিলেন তাঁরা ৷ সেইসঙ্গে থাকবেন পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে আজ পর্যন্ত হিংসায় মৃত পরিবারের সদস্যরা। বিকেলের পরপরই ওই তিনটি মঞ্চ বাঁধার কাজ শেষ হয়েছে ৷ খানিকআগে প্রতিটা জায়গায় প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাও চলছিল। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকরা বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে কর্মী-সমর্থকরা এসে গিয়েছেন।
আগামিকাল 12.30টায় সভা শুরু হবে। তার আগে কলকাতার সাতটি জায়গা থেকে মিছিল প্রবেশ করবে ব্রিগেডে ৷ শনিবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন ডিওয়াইএফআই-এর সদস্য়রা ৷ ডিওয়াইএফআই সূত্রের খবর, রবিবার ব্রিগেড সমাবেশে বার্তা থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷
মীনাক্ষী মুখোপাধ্যায়-রা বলেন, "আগামিকাল সমস্ত বামপন্থী যুব সংগঠনরাও থাকবে। অনেক সিভিক পরিবারও এসেছিল। পরিযায়ী শ্রমিকরাও আসবেন। ভিন রাজ্যেও এই ইনসাফ সভা দেখানো হবে। রাজ্যের পরিযায়ী শ্রমিকরাই জায়ান্ট স্ক্রিন ব্যবস্থা করেছেন। কেরলে ও ব্যাঙ্গালোরে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে। ওখান থেকে আর্থিক সাহায্যও পেয়েছি আমরা। তাঁরা অনেকেই আসবেন। কলকাতার সবুজকে বাঁচানোর দায়িত্বও আমাদের। আগামিকাল মোট 7টা পয়েন্ট থেকে মিছিল আসবে। সেগুলো হল-
- খিদিরপুর মাজার
- হাজরা মোড়
- সুবোধ মল্লিক স্কোয়্যার
- পার্ক সার্কাস
- মল্লিক বাজার
- সেন্ট্রাল মেট্রো
- হাওড়া স্টেশন
- শিয়ালদা স্টেশন
আরও পড়ুন: