ETV Bharat / state

Suvendu Slams Mamata: মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লজ্জা, তোপ শুভেন্দুর - শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari Slams Mamata Banerjee: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটে হিংসা ও নারী নির্যাতনের অভিযোগ নিয়ে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ মুখ্যমন্ত্রীকে বাংলার লজ্জা বলেও তিনি কটাক্ষ করেন ৷

Suvendu Slams Mamata
Suvendu Slams Mamata
author img

By

Published : Jul 27, 2023, 4:00 PM IST

Updated : Jul 27, 2023, 4:46 PM IST

কলকাতা, 27 জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটে হিংসা ও নারী নির্যাতনের অভিযোগ নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রীকে তিনি বাংলার লজ্জা বলে কটাক্ষ করেন ৷

শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কালো ছাড়া আর কোনও রং নেই ৷ এই বাংলার লজ্জা মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বাংলার গর্ব নয়, বাংলার লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংসদীয় গণতন্ত্রের কলঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় ৷’’

বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পঞ্চায়েত নির্বাচনের সময় হওয়া হিংসা নিয়ে মুলতুবি প্রস্তাব আনা হয় ৷ সেই প্রস্তাব গৃহীত হয় ৷ পরে তা নিয়ে বিধানসভায় আলোচনা হয় ৷

সেই আলোচনার সময় নন্দীগ্রাম ইস্যুতে বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী বন্দ্য়োপাধ্যায় ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী কারচুপি করে তাঁকে হারিয়েছেন বলেও অভিযোগ করেন মমতা ৷ পরে সাংবাদিক বৈঠকে এসে মমতার বিরুদ্ধে এই নিয়ে তোপ দাগেন শুভেন্দু অধিকারী ৷ সেই সময়ই তিনি মুখ্যমন্ত্রীকে বাংলার লজ্জা বলে উল্লেখ করেন ৷

আরও পড়ুন: নন্দীগ্রামে 2 ঘণ্টা 'লাইট অফ' থাকার পর কীভাবে বদলে গেল ফল ? বিধানসভায় প্রশ্ন মমতার

মমতাকে আক্রমণ শুভেন্দুর: এ দিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী দাবি করেন, নন্দীগ্রামে তিনি জিতেছেন বলেই মমতা ‘কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার’ ৷ মমতার লোডশেডিং করে ভোটের জেতার অভিযোগ নিয়ে শুভেন্দুর দাবি, যে ভবনে নন্দীগামের গণনা হয়েছিল, সেখানে আরও দু’টি বিধানসভার গণনা হয় ৷ সেই দু’টি আসনের মধ্যে একটিতে তৃণমূল কীভাবে জিতল, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷

তাঁর আরও বক্তব্য, 2021 সালে ভোটের পর বিধানসভা থেকে নন্দীগ্রামের মানুষকে তিনি ধন্যবাদ জানাতে চেয়েছিলেন ৷ কিন্তু বিচারাধীন বিষয় বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার কার্যবিবরণী থেকে তা বাদ দিয়েছিলেন ৷ অথচ এখন মমতা বন্দ্যোপাধ্য়ায় নন্দীগ্রাম নিয়ে বললেন, সেই বক্তব্যকে বাদ দেওয়া হল না ৷

বিরোধী দলনেতার দাবি, তাঁরা এই বিষয়টি নিয়ে বিধানসভায় হইচই করেন ৷ কিন্তু অধ্যক্ষ মানেননি ৷ তাই তাঁরা বিক্ষোভ দেখিয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করেন ৷ তার পর সাংবাদিক বৈঠকে বসে একের পর আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে ৷

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ! সুপ্রিম কোর্টে শুভেন্দু

সেখানেই পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগের তুলে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ‘বাংলার লজ্জা বলে তিনি কটাক্ষ করেন ৷ পাশাপাশি হুঁশিয়ারি দেন, সিপিএম-কংগ্রেসকে ফিশফ্রাই করে ম্যানেজ করে রেখেছিলেন ৷ বিজেপিকে ম্যানেজ করতে পারছেন না ৷ তাই হতাশার বহিঃপ্রকাশ ৷

কলকাতা, 27 জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটে হিংসা ও নারী নির্যাতনের অভিযোগ নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রীকে তিনি বাংলার লজ্জা বলে কটাক্ষ করেন ৷

শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কালো ছাড়া আর কোনও রং নেই ৷ এই বাংলার লজ্জা মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বাংলার গর্ব নয়, বাংলার লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংসদীয় গণতন্ত্রের কলঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় ৷’’

বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পঞ্চায়েত নির্বাচনের সময় হওয়া হিংসা নিয়ে মুলতুবি প্রস্তাব আনা হয় ৷ সেই প্রস্তাব গৃহীত হয় ৷ পরে তা নিয়ে বিধানসভায় আলোচনা হয় ৷

সেই আলোচনার সময় নন্দীগ্রাম ইস্যুতে বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী বন্দ্য়োপাধ্যায় ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী কারচুপি করে তাঁকে হারিয়েছেন বলেও অভিযোগ করেন মমতা ৷ পরে সাংবাদিক বৈঠকে এসে মমতার বিরুদ্ধে এই নিয়ে তোপ দাগেন শুভেন্দু অধিকারী ৷ সেই সময়ই তিনি মুখ্যমন্ত্রীকে বাংলার লজ্জা বলে উল্লেখ করেন ৷

আরও পড়ুন: নন্দীগ্রামে 2 ঘণ্টা 'লাইট অফ' থাকার পর কীভাবে বদলে গেল ফল ? বিধানসভায় প্রশ্ন মমতার

মমতাকে আক্রমণ শুভেন্দুর: এ দিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী দাবি করেন, নন্দীগ্রামে তিনি জিতেছেন বলেই মমতা ‘কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার’ ৷ মমতার লোডশেডিং করে ভোটের জেতার অভিযোগ নিয়ে শুভেন্দুর দাবি, যে ভবনে নন্দীগামের গণনা হয়েছিল, সেখানে আরও দু’টি বিধানসভার গণনা হয় ৷ সেই দু’টি আসনের মধ্যে একটিতে তৃণমূল কীভাবে জিতল, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷

তাঁর আরও বক্তব্য, 2021 সালে ভোটের পর বিধানসভা থেকে নন্দীগ্রামের মানুষকে তিনি ধন্যবাদ জানাতে চেয়েছিলেন ৷ কিন্তু বিচারাধীন বিষয় বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার কার্যবিবরণী থেকে তা বাদ দিয়েছিলেন ৷ অথচ এখন মমতা বন্দ্যোপাধ্য়ায় নন্দীগ্রাম নিয়ে বললেন, সেই বক্তব্যকে বাদ দেওয়া হল না ৷

বিরোধী দলনেতার দাবি, তাঁরা এই বিষয়টি নিয়ে বিধানসভায় হইচই করেন ৷ কিন্তু অধ্যক্ষ মানেননি ৷ তাই তাঁরা বিক্ষোভ দেখিয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করেন ৷ তার পর সাংবাদিক বৈঠকে বসে একের পর আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে ৷

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ! সুপ্রিম কোর্টে শুভেন্দু

সেখানেই পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগের তুলে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ‘বাংলার লজ্জা বলে তিনি কটাক্ষ করেন ৷ পাশাপাশি হুঁশিয়ারি দেন, সিপিএম-কংগ্রেসকে ফিশফ্রাই করে ম্যানেজ করে রেখেছিলেন ৷ বিজেপিকে ম্যানেজ করতে পারছেন না ৷ তাই হতাশার বহিঃপ্রকাশ ৷

Last Updated : Jul 27, 2023, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.