ETV Bharat / state

Panchayat Elections 2023: বাংলায় আসছে বিজেপি প্রতিনিধি দল, হিংসার ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট নাড্ডাকে - বাংলায় বিজেপি প্রতিনিধি দল

নির্বাচনে সন্ত্রাস কবলিত এলাকাগুলি ঘুরে দেখে জেপি নাড্ডাকে রিপোর্ট করবে সংশ্লিষ্ট কমিটি ৷ যে কমিটিতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ, মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং, সাংসদ রাজদীপ রায় এবং দলের সহসভাপতি রেখা বর্মা ৷

Panchayat Elections 2023
ফলাফলের দিন বাংলায় বিজেপি প্রতিনিধি দল
author img

By

Published : Jul 10, 2023, 5:51 PM IST

Updated : Jul 10, 2023, 11:01 PM IST

কলকাতা, 10 জুলাই: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় দেদার হিংসায় মৃত্যু হয়েছে প্রায় 20 জনের ৷ সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে ফলাফলের দিন রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার নির্দেশে গঠিত সেই কমিটিতে রয়েছেন চার সদস্য ৷ বাংলার পরিস্থিতি খতিয়ে দেখে সর্বভারতীয় সভাপতিকে তা রিপোর্ট করবে সংশ্লিষ্ট কমিটি ৷ যে কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ, মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং, সাংসদ ডঃ রাজদীপ রায় এবং দলের সর্বভারতীয় সহসভাপতি রেখা বর্মা ৷

জানা গিয়েছে, নির্বাচনে বাংলার হিংসা কবলিত এলাকা ঘুরে দেখবে ওই 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল ৷ তারপর সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সেই রিপোর্ট পেশ করা হবে জাতীয় সভাপতিকে ৷ সোমবার বিকেলে টুইট করে বিষয়টি জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের দিনই রাজ্যের সার্বিক পরিস্থিতি জানতে সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। রাজ্যে নির্বাচন নিয়ে রিপোর্টও চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতি জে পি নাড্ডা একটি কমিটি গঠন করেন। রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখার পরে সেই রিপোর্ট তাঁরা তুলে দেবেন স্বয়ং নাড্ডাকে। প্রতিনিধি দল কবে বাংলায় আসবেন তা স্পষ্ট জানা না-গেলেও বিজেপির অন্দরমহলের খবর, আগামিকাল অর্থাৎ, ফলাফলের দিনই আসছেন তাঁরা ৷ সোমবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী এই খবর প্রথম সামনে আনেন।

  • Thank BJP National President Shri @JPNadda ji to form a 4 member facts finding committee to visit the violence affected areas of the West Bengal. pic.twitter.com/Ao08rzrxNX

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হুমায়ুন কবির 'ঘরশত্রু বিভীষণ', কটাক্ষ তৃণমূল সাংসদ অপরূপার

পঞ্চায়েত নির্বাচনে হিংসায় রাজ্যে বলি হয়েছেন প্রায় 20 জন। বহু জায়গায় ভুয়ো ভোটার থেকে শুরু করে ব্যালট লুঠের বিভিন্ন ছবি দেখা গিয়েছে। এই সবকিছুর প্রতিবাদে আগামিকাল কলকাতার হাইকোর্টে যাবেন বিধানসভার বিরোধী দলনেতা। একাধিক অভিযোগ তিনি তুলেছেন। মূলত সিসিটিভি বা ভিডিয়োগ্রাফির প্রশ্ন তুলে বিজেপি দারস্থ হচ্ছে আদালতে। তবে এসবের মাঝেই রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার খবর বাড়তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল।

কলকাতা, 10 জুলাই: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় দেদার হিংসায় মৃত্যু হয়েছে প্রায় 20 জনের ৷ সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে ফলাফলের দিন রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার নির্দেশে গঠিত সেই কমিটিতে রয়েছেন চার সদস্য ৷ বাংলার পরিস্থিতি খতিয়ে দেখে সর্বভারতীয় সভাপতিকে তা রিপোর্ট করবে সংশ্লিষ্ট কমিটি ৷ যে কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ, মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং, সাংসদ ডঃ রাজদীপ রায় এবং দলের সর্বভারতীয় সহসভাপতি রেখা বর্মা ৷

জানা গিয়েছে, নির্বাচনে বাংলার হিংসা কবলিত এলাকা ঘুরে দেখবে ওই 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল ৷ তারপর সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সেই রিপোর্ট পেশ করা হবে জাতীয় সভাপতিকে ৷ সোমবার বিকেলে টুইট করে বিষয়টি জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের দিনই রাজ্যের সার্বিক পরিস্থিতি জানতে সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। রাজ্যে নির্বাচন নিয়ে রিপোর্টও চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতি জে পি নাড্ডা একটি কমিটি গঠন করেন। রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখার পরে সেই রিপোর্ট তাঁরা তুলে দেবেন স্বয়ং নাড্ডাকে। প্রতিনিধি দল কবে বাংলায় আসবেন তা স্পষ্ট জানা না-গেলেও বিজেপির অন্দরমহলের খবর, আগামিকাল অর্থাৎ, ফলাফলের দিনই আসছেন তাঁরা ৷ সোমবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী এই খবর প্রথম সামনে আনেন।

  • Thank BJP National President Shri @JPNadda ji to form a 4 member facts finding committee to visit the violence affected areas of the West Bengal. pic.twitter.com/Ao08rzrxNX

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হুমায়ুন কবির 'ঘরশত্রু বিভীষণ', কটাক্ষ তৃণমূল সাংসদ অপরূপার

পঞ্চায়েত নির্বাচনে হিংসায় রাজ্যে বলি হয়েছেন প্রায় 20 জন। বহু জায়গায় ভুয়ো ভোটার থেকে শুরু করে ব্যালট লুঠের বিভিন্ন ছবি দেখা গিয়েছে। এই সবকিছুর প্রতিবাদে আগামিকাল কলকাতার হাইকোর্টে যাবেন বিধানসভার বিরোধী দলনেতা। একাধিক অভিযোগ তিনি তুলেছেন। মূলত সিসিটিভি বা ভিডিয়োগ্রাফির প্রশ্ন তুলে বিজেপি দারস্থ হচ্ছে আদালতে। তবে এসবের মাঝেই রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার খবর বাড়তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল।

Last Updated : Jul 10, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.