কলকাতা, 13 ডিসেম্বর : রাজ্যের যুবকদের চাকরির প্রতিশ্রুতি কার্ড দেবে বিজেপি । সাংবাদিক বৈঠক থেকে আজ এই ঘোষণা করেন সৌমিত্র খাঁ ৷
তিনি বলেন, "5 বছরে 75 লাখ যুবকের কাছে যাব ৷ বেকারদের নাম, ঠিকানা লিখে নিয়ে আসব ৷ চাকরির প্রতিশ্রুতি কার্ড দেব ৷ বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৷"
সাংবাদিক বৈঠকে ছিলেন মুকুল রায়ও । বলেন, "সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দেওয়াটা বড় ভুল ।" শিল্প সম্মেলনের খরচ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "9টা মেলা হয়েছে কিন্তু সেই হিসেবে বিনিয়োগ হয়নি । শিল্প সম্মেলন হলেও বিনিয়োগ হয়নি । শিল্প সম্মেলনে কত খরচ হয়েছে, শ্বেতপত্র দিয়ে তা জানাক রাজ্য সরকার ।"
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মুকুল রায় বলেন, "বাংলার যুব সমাজকে মুখ্যমন্ত্রী বলছেন চপ ভাজতে ৷ বর্তমানে বাংলায় বেকারত্বের হার প্রায় 18 শতাংশ ৷ বেকার যুবকদের ভবিষ্যত নিয়ে রাজনীতি করবেন না ৷" এদিকে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতির অভিযোগও তুলেন তিনি । আবারও রাষ্ট্রপতি শাসনের দাবি জানান । বলেন, "এখনই রাজ্যে ৩৫৬ লাগু হওয়া উচিত ।"
রাজ্যে প্রাথমিকে নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন সৌমিত্র খাঁ ।
আরও পড়ুন : বাইরে থেকে লোক এসে খুন করেছে, সৈকত ভাওয়াল খুনের ঘটনায় দাবি মুকুলের