কলকাতা, 25 এপ্রিল: বর্তমান পরিস্থিতিতে রাজ্যে নারী সুরক্ষা একটা বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। প্রথমে কালিয়াগঞ্জের পর মঙ্গলবার মালদার কালিয়াচকের ঘটনায় রাজ্য পুলিশ প্রশাসনকে একহাত নিলেন বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। একদিকে যখন নাবালিকার হত্যাকে কেন্দ্র করে জ্বলছে কালিয়াগঞ্জ তারই মধ্যে আজ মালদার কালিয়াচকে আবারও এক নাবালিকাকে ধর্ষণ এবং হত্যার ঘটনা প্রকাশ্যে এল। নাবালিকার মৃতদেহ উদ্ধার করা নিয়ে কালিয়াচকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলেন, "এই মুহূর্তে রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা আদৌ আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে । আসলে সমাজকে অপরাধমুক্ত করা সম্ভব নয়। দু'টো একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে কীভাবে শাসকদল তার প্রতিক্রিয়া দিচ্ছে। রাজ্য সরকার তো কোনও মানবিকতা বা সংবেদনশীলতা দেখলেন না, বরং বলে দিলেন এটা বিজেপির রাজনীতি। তার পরিবারের মতো বিজেপিও সিবিআই তদন্তের অনড় রয়েছে।" তিনি অভিযোগ করেন যে, কালিয়াগঞ্জের ঘটনার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার আগেই তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হল যে বিষক্রিয়ায় নাবালিকার মৃত্যু হয়েছে। তাহলে তার শরীরে ছোট ছোট ক্ষতের দাগ কোথা থেকে এল? এই নিয়েও সওয়াল করেন তিনি।
আরও পড়ুন: মমতার তৃণমূল উঠে গিয়ে নতুন তৃণমূল হয়েছে, অভিষেকের জনসংযোগ যাত্রাকে কটাক্ষ দিলীপের
আজ শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা। আর তিনি সভা থেকে বেরিয়ে যাওয়ার পরেই সিক্রেট ব্যালট পেপার লুটের ঘটনা প্রকাশ্যে এল। শমীকবাবু কটাক্ষের সুরে মন্তব্য করেন, পঞ্চায়েত নির্বাচনের আগেই সিক্রেট ব্যালট লুট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ যদি নেতার কোনও দায়বোধ না-থাকে তাহলে অনিবার্য কারণে এমনটাই হয়। আজ যদি পুলিশ না-থাকত তাহলে অনেকে মারা যেতেন। গ্রামের মানুষকে রাজনৈতিকভাবে এত অচেতন মনে করা উচিত নয়। রাজ্যে যে দুর্নীতি হয়েছে তা সম্বন্ধে মানুষ সচেতন। তবু লক্ষ লক্ষ টাকার ভ্যান ব্যবহার করে রাজকীয়ভাবে জনসংযোগ যাত্রা করা হচ্ছে।"