ETV Bharat / state

Nadda to Visit Bengal: বিজেপির জেলা সংগঠনকে মজবুত করতে জুনে বঙ্গ সফরে নাড্ডা - BJP president J P Nadda

বঙ্গ বিজেপির অন্তর্দন্দ্ব মেটাতে ও জেলা সংগঠনকে চাঙ্গা করতে আগামী মাসেই রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ যাবেন বিভিন্ন জেলায় ৷ বৈঠক করবেন জেলা বিজেপি নেতৃত্বদের সঙ্গে ৷

J P Nadda
জেপি নাড্ডা
author img

By

Published : May 30, 2023, 10:41 PM IST

কলকাতা, 30 মে: রাজ্য সফরে আসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । আগামী মাসেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । এমনটাই খবর বিজেপি সূত্রে । বঙ্গে সামনেই পঞ্চায়েত ভোট । আর আগামী বছর দেশের 18তম লোকসভা নির্বাচন । হাতে সময় খুবই কম । পঞ্চায়েত ভোট না হলেও বিজেপির এখন পাখির চোখ আগামী লোকসভা নির্বাচন । তাই বঙ্গে বিজেপিকে সাংগঠনিকভাবে আরও মজবুত করতে একের পর এক কেন্দ্রের হেভিওয়েট নেতা মন্ত্রীরা আসছেন বাংলা সফরে । আর এবার সেই তালিকায় নাম জুড়ল জগৎ প্রকাশ নাড্ডার ।

খবর অনুসারে, আগামী মাসেই তিনি আসতে চলেছেন রাজ্যে । তবে ঠিক কোন তারিখে তিনি আসবেন সেটা এখনও চূড়ান্তভাবে কিছু জানা যায়নি বিজেপির তরফে । তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, তিনি দুটি সভা করতে পারেন । এমনকী 9 বছরের মোদি সরকারের মেরিট লিস্ট নিয়ে রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে ৷ সেই কর্মসূচির মধ্যে কোন একটিতে উপস্থিত থাকতে পারেন তিনিও । এই কর্মসূচিতে মূলত জেলায় জেলায় সভা করা হবে । তেমনই একটি সভায় থাকতে পারেন নাড্ডা । রাজ্যে জেপি নাড্ডার এই কর্মসূচিতে তাঁর সঙ্গে থাকতে পারেন কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে-সহ আরও অনেকেই ।

এর আগে সম্প্রতি দু'বার রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । মূলত 2024 এর লোকসভা নির্বাচনকেই মাথায় রেখে এগোচ্ছে বিজেপি । তাই একেবারে সময় নষ্ট না করে সলতে পাকানো শুরু করে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব । অমিত শাহ তাঁর বীরভূমের জনসভা থেকে আগামী লোকসভায় 35টি আসনের টার্গেটও বেধে দিয়ে যান । অন্যদিকে গত বিধানসভায় আশানুরূপ ফল করতে পারেনি । এরপর থেকেই বঙ্গ বিজেপির মধ্যে ধীরে ধীরে অন্তর্দ্বন্দ্ব সামনে আসতে থাকে ।

আরও পড়ুন: 'গেরুয়া ঝড় আসছে তেড়ে, ভাগ তৃণমূল বাংলা ছেড়ে !' নাড্ডার নিশানায় শাসক

সাংগঠনিকভাবে যে এখনও একজোট হতে পারেনি বিজেপি তা বেশ স্পষ্ট । তাই জেলা সংগঠনকে চাঙ্গা করতে জেপি নাড্ডার এই বঙ্গ সফর বলে মনে করছে ওয়াকিবহাল মহল । সূত্রের খবর, তিনি বঙ্গে এসে বেশ কয়েকটি জেলায় যাবেন । মূলত শ্রীরামপুর, আরামবাগ, কৃষ্ণনগর, মালদা, নদিয়া -সহ আরও বেশ কয়েকটি জেলা রয়েছে তাঁর সফর তালিকায় ৷ যেখানে বিজেপির ঘাঁটি দুর্বল সেই সব জায়গায় গিয়ে নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

কলকাতা, 30 মে: রাজ্য সফরে আসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । আগামী মাসেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । এমনটাই খবর বিজেপি সূত্রে । বঙ্গে সামনেই পঞ্চায়েত ভোট । আর আগামী বছর দেশের 18তম লোকসভা নির্বাচন । হাতে সময় খুবই কম । পঞ্চায়েত ভোট না হলেও বিজেপির এখন পাখির চোখ আগামী লোকসভা নির্বাচন । তাই বঙ্গে বিজেপিকে সাংগঠনিকভাবে আরও মজবুত করতে একের পর এক কেন্দ্রের হেভিওয়েট নেতা মন্ত্রীরা আসছেন বাংলা সফরে । আর এবার সেই তালিকায় নাম জুড়ল জগৎ প্রকাশ নাড্ডার ।

খবর অনুসারে, আগামী মাসেই তিনি আসতে চলেছেন রাজ্যে । তবে ঠিক কোন তারিখে তিনি আসবেন সেটা এখনও চূড়ান্তভাবে কিছু জানা যায়নি বিজেপির তরফে । তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, তিনি দুটি সভা করতে পারেন । এমনকী 9 বছরের মোদি সরকারের মেরিট লিস্ট নিয়ে রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে ৷ সেই কর্মসূচির মধ্যে কোন একটিতে উপস্থিত থাকতে পারেন তিনিও । এই কর্মসূচিতে মূলত জেলায় জেলায় সভা করা হবে । তেমনই একটি সভায় থাকতে পারেন নাড্ডা । রাজ্যে জেপি নাড্ডার এই কর্মসূচিতে তাঁর সঙ্গে থাকতে পারেন কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে-সহ আরও অনেকেই ।

এর আগে সম্প্রতি দু'বার রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । মূলত 2024 এর লোকসভা নির্বাচনকেই মাথায় রেখে এগোচ্ছে বিজেপি । তাই একেবারে সময় নষ্ট না করে সলতে পাকানো শুরু করে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব । অমিত শাহ তাঁর বীরভূমের জনসভা থেকে আগামী লোকসভায় 35টি আসনের টার্গেটও বেধে দিয়ে যান । অন্যদিকে গত বিধানসভায় আশানুরূপ ফল করতে পারেনি । এরপর থেকেই বঙ্গ বিজেপির মধ্যে ধীরে ধীরে অন্তর্দ্বন্দ্ব সামনে আসতে থাকে ।

আরও পড়ুন: 'গেরুয়া ঝড় আসছে তেড়ে, ভাগ তৃণমূল বাংলা ছেড়ে !' নাড্ডার নিশানায় শাসক

সাংগঠনিকভাবে যে এখনও একজোট হতে পারেনি বিজেপি তা বেশ স্পষ্ট । তাই জেলা সংগঠনকে চাঙ্গা করতে জেপি নাড্ডার এই বঙ্গ সফর বলে মনে করছে ওয়াকিবহাল মহল । সূত্রের খবর, তিনি বঙ্গে এসে বেশ কয়েকটি জেলায় যাবেন । মূলত শ্রীরামপুর, আরামবাগ, কৃষ্ণনগর, মালদা, নদিয়া -সহ আরও বেশ কয়েকটি জেলা রয়েছে তাঁর সফর তালিকায় ৷ যেখানে বিজেপির ঘাঁটি দুর্বল সেই সব জায়গায় গিয়ে নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.