ETV Bharat / state

Suvendu Adhikari: বাজেয়াপ্ত করা বিস্ফোরক পদার্থ চালান করছে পুলিশ, দাবি শুভেন্দুর - বাজেয়াপ্ত করা বিস্ফোরক পদার্থ

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে তোলপাড় রাজ্য ৷ ওই এলাকা থেকে পুলিশ বাজি, বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করেছে ৷ শুভেন্দু অধিকারীর অভিযোগ, পুলিশ এই সব বিস্ফোরক পদার্থগুলি অন্যত্র পাচার করছে ৷

ETV Bharat
দত্তপুকুর বিস্ফোরণ নিয়ে শুভেন্দু অধিকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 1:22 PM IST

কলকাতা, 30 অগস্ট: বাজেয়াপ্ত করা বিস্ফোরক পদার্থ নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার সকালে তিনি টুইটারে লেখেন, বাজেয়াপ্ত করা বাজি, বিস্ফোরক পদার্থ- সবকিছু পুলিশ নষ্ট করে দেবে নিয়ে এসেছে ৷ কিন্তু তিনি খবর পেয়েছেন, এই দাহ্য পদার্থগুলি অন্যত্র পাচার করা হচ্ছে ৷ আর সেই কাজে জড়িত খোদ পুলিশই ৷ সামাজিক মাধ্যমে এই পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷

ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, থানা চত্বরে স্তূপাকৃতি হয়ে পড়ে রয়েছে বাজি, বিস্ফোরক পদার্থ ৷ আর সেইসবকিছুতে জল ঢালছে পুলিশ ৷ এদিক ওদিক বাজির বাক্স ছড়িয়ে রয়েছে ৷ 27 অগস্ট, রবিবার সকালে দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, মানুষের দেহের বিভিন্ন অংশ এদিক ওদিক ছিটকে যায় ৷ পাশের বাড়ির চাল থেকে ছিন্ন ভিন্ন দেহের টুকরো পাওয়া গিয়েছে ৷

  • Heaps of Explosives; raw materials for manufacturing fire crackers/crude bombs and other inflammable substances seized from the vicinity of Nilgunj's Moshpole locality within the Duttapukur Police Station area, were brought to the premises of Office of the Deputy Superintendent… pic.twitter.com/RINQtVXxa7

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন সকালে শুভেন্দু লেখেন, "নীলগঞ্জের মোচপোল এলাকা থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক, বাজি বানানোর কাঁচা মাল, অপরিশোধিত বোম এবং অন্য সব দাহ্য পদার্থ বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ এটি দত্তপুকুর থানার এলাকার আওতাধীন ৷ সেগুলি বারাসত পুলিশ জেলার ডিএসপি-র (ট্রাফিক) অফিস চত্বরে মজুত করা হয়েছে ৷"

আরও পড়ুন: মোচপোল যেন জতুগৃহ! কেরামতের আরও একটি রাসায়নিক ভর্তি গুদামের হদিশ মিলল

তিনি আরও লেখেন, পুলিশ দাবি করবে এই সবকিছু নষ্ট করে ফেলা হবে ৷ কিন্তু এবিষয়ে তাঁর কতগুলি প্রশ্ন রয়েছে ৷ শুভেন্দু নিশ্চিত যে এই মালমশলাগুলি শুধুমাত্র চোখে ধুলো দেওয়ার জন্য ৷ বিজেপি বিধায়কের দাবি, এই বাজেয়াপ্ত করা জিনিসগুলি বিভিন্ন গাড়িতে বিভিন্ন জায়গায় পাচার করছে পুলিশ ৷ এর সঙ্গে একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি ৷

কলকাতা, 30 অগস্ট: বাজেয়াপ্ত করা বিস্ফোরক পদার্থ নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার সকালে তিনি টুইটারে লেখেন, বাজেয়াপ্ত করা বাজি, বিস্ফোরক পদার্থ- সবকিছু পুলিশ নষ্ট করে দেবে নিয়ে এসেছে ৷ কিন্তু তিনি খবর পেয়েছেন, এই দাহ্য পদার্থগুলি অন্যত্র পাচার করা হচ্ছে ৷ আর সেই কাজে জড়িত খোদ পুলিশই ৷ সামাজিক মাধ্যমে এই পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷

ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, থানা চত্বরে স্তূপাকৃতি হয়ে পড়ে রয়েছে বাজি, বিস্ফোরক পদার্থ ৷ আর সেইসবকিছুতে জল ঢালছে পুলিশ ৷ এদিক ওদিক বাজির বাক্স ছড়িয়ে রয়েছে ৷ 27 অগস্ট, রবিবার সকালে দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, মানুষের দেহের বিভিন্ন অংশ এদিক ওদিক ছিটকে যায় ৷ পাশের বাড়ির চাল থেকে ছিন্ন ভিন্ন দেহের টুকরো পাওয়া গিয়েছে ৷

  • Heaps of Explosives; raw materials for manufacturing fire crackers/crude bombs and other inflammable substances seized from the vicinity of Nilgunj's Moshpole locality within the Duttapukur Police Station area, were brought to the premises of Office of the Deputy Superintendent… pic.twitter.com/RINQtVXxa7

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন সকালে শুভেন্দু লেখেন, "নীলগঞ্জের মোচপোল এলাকা থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক, বাজি বানানোর কাঁচা মাল, অপরিশোধিত বোম এবং অন্য সব দাহ্য পদার্থ বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ এটি দত্তপুকুর থানার এলাকার আওতাধীন ৷ সেগুলি বারাসত পুলিশ জেলার ডিএসপি-র (ট্রাফিক) অফিস চত্বরে মজুত করা হয়েছে ৷"

আরও পড়ুন: মোচপোল যেন জতুগৃহ! কেরামতের আরও একটি রাসায়নিক ভর্তি গুদামের হদিশ মিলল

তিনি আরও লেখেন, পুলিশ দাবি করবে এই সবকিছু নষ্ট করে ফেলা হবে ৷ কিন্তু এবিষয়ে তাঁর কতগুলি প্রশ্ন রয়েছে ৷ শুভেন্দু নিশ্চিত যে এই মালমশলাগুলি শুধুমাত্র চোখে ধুলো দেওয়ার জন্য ৷ বিজেপি বিধায়কের দাবি, এই বাজেয়াপ্ত করা জিনিসগুলি বিভিন্ন গাড়িতে বিভিন্ন জায়গায় পাচার করছে পুলিশ ৷ এর সঙ্গে একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.