ETV Bharat / state

NRC ও CAB কী তা মমতার জানা নেই : মুকুল - CAB

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মুকুল রায় বলেন, "মমতাকে ঢেকে রেখে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম । তা না হলে যে মুখ্যমন্ত্রী বলেন, এই বিধানসভার সদস্য ছিলেন রামমোহন রায়, গান্ধিজিকে ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়েছিল, তাঁর জ্ঞানের পরিধি কতখানি তা বলার অপেক্ষা রাখে না ৷"

Mukul roy attacked Mamta banerjee
মুকুল রায়
author img

By

Published : Dec 7, 2019, 8:36 PM IST

কলকাতা 7 ডিসেম্বর : NRC (National Register of Citizens of India) ও CAB (Citizenship Amendment Bill) ইশুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ মুকুল রায়ের । তাঁর মতে NRC ও CAB ঠিক কী তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণা নেই ৷ তাঁর কথায়, "NRC ও CAB কী সেটা উনি জানেন না । CAB ও NRC নিয়ে ওঁর কোনও ধারণা নেই ।" গতকাল বিধাননগরের প্রাক্তন মেয়র তথা BJP-নেতা সব্যসাচী দত্তকে পাশে নিয়ে একথা বলেন মুকুল ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি আরও বলেন, "মমতাকে ঢেকে রেখে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম । তা না হলে যে মুখ্যমন্ত্রী বলেন, এই বিধানসভার সদস্য ছিলেন রামমোহন রায়, গান্ধিজিকে ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়েছিল, তাঁর জ্ঞানের পরিধি কতখানি তা বলার অপেক্ষা রাখে না ৷ তাঁর জ্ঞান কতখানি তার ব্যাখ্যা দেওয়ার জন্যই এগুলি বললাম ।" মুকুল রায় জানান, সংসদে পাশ হবে নাগরিকত্ব সংশোধনী বিল । ভারতবর্ষের কয়েকটি রাজ্য বাদ দিয়ে সব তা রাজ্যেই লাগু হবে ।

দেখুন ভিডিয়ো

2011 সালে তৃণমূলে থাকাকালীন মমতার ছায়াসঙ্গী ছিলেন মুকুল রায় । তৃণমূলের দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড । গতকাল নির্বাচন কমিশনে গিয়ে দ্রুত পৌরভোট করার দাবি জানায় রাজ্য BJP । তাঁদের দাবি, বিগত এক বছরের বেশি সময় ধরে পৌরভোট হয়নি । পৌরসভা ও পৌরনিগম মিলিয়ে 17 টা বাকি আছে । তবে বিধাননগর পৌরনিগম ও আসানসোল পৌরনিগম বাদ দিয়ে পশ্চিমবাংলার আর বাদবাকি পৌরসভা ও পৌরনিগম (কলকাতা পৌরনিগমকে ধরে) নির্বাচন এপ্রিল, মে মাসের মধ্যে হবে ৷

কলকাতা 7 ডিসেম্বর : NRC (National Register of Citizens of India) ও CAB (Citizenship Amendment Bill) ইশুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ মুকুল রায়ের । তাঁর মতে NRC ও CAB ঠিক কী তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণা নেই ৷ তাঁর কথায়, "NRC ও CAB কী সেটা উনি জানেন না । CAB ও NRC নিয়ে ওঁর কোনও ধারণা নেই ।" গতকাল বিধাননগরের প্রাক্তন মেয়র তথা BJP-নেতা সব্যসাচী দত্তকে পাশে নিয়ে একথা বলেন মুকুল ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি আরও বলেন, "মমতাকে ঢেকে রেখে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম । তা না হলে যে মুখ্যমন্ত্রী বলেন, এই বিধানসভার সদস্য ছিলেন রামমোহন রায়, গান্ধিজিকে ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়েছিল, তাঁর জ্ঞানের পরিধি কতখানি তা বলার অপেক্ষা রাখে না ৷ তাঁর জ্ঞান কতখানি তার ব্যাখ্যা দেওয়ার জন্যই এগুলি বললাম ।" মুকুল রায় জানান, সংসদে পাশ হবে নাগরিকত্ব সংশোধনী বিল । ভারতবর্ষের কয়েকটি রাজ্য বাদ দিয়ে সব তা রাজ্যেই লাগু হবে ।

দেখুন ভিডিয়ো

2011 সালে তৃণমূলে থাকাকালীন মমতার ছায়াসঙ্গী ছিলেন মুকুল রায় । তৃণমূলের দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড । গতকাল নির্বাচন কমিশনে গিয়ে দ্রুত পৌরভোট করার দাবি জানায় রাজ্য BJP । তাঁদের দাবি, বিগত এক বছরের বেশি সময় ধরে পৌরভোট হয়নি । পৌরসভা ও পৌরনিগম মিলিয়ে 17 টা বাকি আছে । তবে বিধাননগর পৌরনিগম ও আসানসোল পৌরনিগম বাদ দিয়ে পশ্চিমবাংলার আর বাদবাকি পৌরসভা ও পৌরনিগম (কলকাতা পৌরনিগমকে ধরে) নির্বাচন এপ্রিল, মে মাসের মধ্যে হবে ৷

Intro:কলকাতা, 7 ডিসেম্বর: ফের বিস্ফোরক মুকুল রায়। আজ তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রেখে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। উনি আজেবাজে বকেন। অর্থাৎ উপনির্বাচনে খারাপ ফলের পর এবার মমতাকেই আক্রমণের পাখির চোখ করতে চলেছে বিজেপি। তার ইঙ্গিত দিলেন বিজেপির নির্বাচন কমিটির চেয়ারম্যান মুকুল।



Body:আজ বিজেপির প্রতিনিধি দল যায় রাজ্য নির্বাচন কমিশনে। বাদ সঙ্গে ছিলেন সব্যসাচী রায়, জয়প্রকাশ ব্যানার্জিরা। সেখানে তিনি সময়ে নির্বাচনের দাবি জানান। বিজেপির প্রতিনিধি দল দেখা করে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। সূত্র যাচ্ছে সেখানে, হাওড়া পৌরনিগমের সঙ্গে বাকি নির্বাচনের দাবি জানান। যেখানে ছিল আরো কয়েকটি বিষয়। মুকুলের বক্তব্য, “ আগামী বছর নির্বাচন হবে। আশা করবো বিষয়টি পক্ষপাত শুন‍্য হবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.