ETV Bharat / state

প্রশাসনকে কাজে লাগিয়ে দলের উদ্দেশ্য সাধন করেছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ BJP-র - BJP leader manoj tigga

মুখ্যমন্ত্রী সফর করলেও শাসকদলের কোনও সুবিধা হবে না। উত্তরবঙ্গে ভালো ফল করবে BJP। মত বিধানসভায় BJP-র পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার ৷

মনোজ টিগ্গা
মনোজ টিগ্গা
author img

By

Published : Sep 30, 2020, 9:32 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর : রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রশাসনিক সফর করছেন বলে অভিযোগ করলেন বিধানসভায় BJP-র পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা। ETV ভারতকে তিনি বলেন, দলের কাজে প্রশাসনকে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে কাজে লাগিয়ে ধরে ধরে দলে যোগদান করাচ্ছেন।"


দু'দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। উত্তরকন্যাতে বসে উত্তরবঙ্গের পাঁচ জেলার সর্বস্তরের প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তাঁরা। খতিয়ে দেখছেন যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড। কোরোনা আবহে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে বাঁকা চোখে দেখছে BJP। উন্নয়ন কর্মসূচির আড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মসূচি সম্পন্ন করছেন বলে অভিযোগ তুললেন বিধানসভায় BJP-র পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা।

প্রশাসনকে কাজে লাগিয়ে দলীয় উদ্দেশ্য সাধন করেছেন মুখ্যমন্ত্রী

তিনি বলেন, "বিরোধীদের ধরে ধরে দলে যোগদান করানোর জন্য জেলাশাসক ও পুলিশ সুপার-সহ পুলিশ প্রশাসনকে দায়িত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে কাজে লাগিয়ে দলে যোগদান করাচ্ছেন তিনি। ওদের জেলা সভাপতি, ব্লক সভাপতির উপরে সাধারণ মানুষের কোনও আস্থা নেই। সে কারণে পুলিশ সুপারদের জেলা সভাপতি এবং IC-দের ব্লক সভাপতি হিসেবে কাজে লাগাচ্ছে।"

সেই সঙ্গে তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী সফর করলেও শাসকদলের কোনও সুবিধা হবে না। উত্তরবঙ্গে ভালো ফল করবে BJP। মানুষ মানসিকভাবে প্রস্তুত রয়েছে। তাঁরা দ্রুত ভোট চাইছেন। মানুষ সিন্ডিকেট, তোলাবাজি, খুন, ধর্ষণ থেকে নিস্তার চাইছে। কালকেই ভোট হলে মানুষ ভোট দিতে রাজি রয়েছেন।"

কলকাতা, 30 সেপ্টেম্বর : রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রশাসনিক সফর করছেন বলে অভিযোগ করলেন বিধানসভায় BJP-র পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা। ETV ভারতকে তিনি বলেন, দলের কাজে প্রশাসনকে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে কাজে লাগিয়ে ধরে ধরে দলে যোগদান করাচ্ছেন।"


দু'দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। উত্তরকন্যাতে বসে উত্তরবঙ্গের পাঁচ জেলার সর্বস্তরের প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তাঁরা। খতিয়ে দেখছেন যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড। কোরোনা আবহে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে বাঁকা চোখে দেখছে BJP। উন্নয়ন কর্মসূচির আড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মসূচি সম্পন্ন করছেন বলে অভিযোগ তুললেন বিধানসভায় BJP-র পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা।

প্রশাসনকে কাজে লাগিয়ে দলীয় উদ্দেশ্য সাধন করেছেন মুখ্যমন্ত্রী

তিনি বলেন, "বিরোধীদের ধরে ধরে দলে যোগদান করানোর জন্য জেলাশাসক ও পুলিশ সুপার-সহ পুলিশ প্রশাসনকে দায়িত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে কাজে লাগিয়ে দলে যোগদান করাচ্ছেন তিনি। ওদের জেলা সভাপতি, ব্লক সভাপতির উপরে সাধারণ মানুষের কোনও আস্থা নেই। সে কারণে পুলিশ সুপারদের জেলা সভাপতি এবং IC-দের ব্লক সভাপতি হিসেবে কাজে লাগাচ্ছে।"

সেই সঙ্গে তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী সফর করলেও শাসকদলের কোনও সুবিধা হবে না। উত্তরবঙ্গে ভালো ফল করবে BJP। মানুষ মানসিকভাবে প্রস্তুত রয়েছে। তাঁরা দ্রুত ভোট চাইছেন। মানুষ সিন্ডিকেট, তোলাবাজি, খুন, ধর্ষণ থেকে নিস্তার চাইছে। কালকেই ভোট হলে মানুষ ভোট দিতে রাজি রয়েছেন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.