ETV Bharat / state

Dilip Ghosh on Tableau Rejection : তৃণমূল সরকারের গাফিলতিতে বাতিল বাংলার ট্যাবলো, আক্রমণ দিলীপের

সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে নেতাজি সুভাষ চন্দ্র বোসের উপর বাংলার ট্যাবলো বাতিল করে দিয়েছে কেন্দ্র ৷ এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন বিজেপির তথাগত রায় ৷ কিন্তু কী বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh on Tableau Rejection) ?

Dilip Ghosh comment on Tableau issue
ট্যাবলো নিয়ে মন্তব্য দিলীপ ঘোষ
author img

By

Published : Jan 18, 2022, 8:49 AM IST

Updated : Jan 18, 2022, 10:18 AM IST

কলকাতা, 18 জানুয়ারি : "ট্যাবলোর চাইতে বিতর্ক বেশি চাইলে, কিছু বলার নেই", বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ এ বছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান পায়নি বাংলার ট্যাবলো ৷ এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ এমনকি মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়েছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় । আর দিলীপ ঘোষ তিনি তোপ দেগেছেন, রাজ্যের ট্যাবলো বাতিল হলে সেই ব্যর্থতা রাজ্যের (BJP Leader Dilip Ghosh alleges Mamata Banerjee negligence over Tableau rejection) ।

এ বছর নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ একাধিক স্বাধীনতা সংগ্রামী ও তাঁদের সংগ্রামকে থিম করে বানানো ট্যাবলো বাতিল করেছে মোদি সরকার । কেন্দ্রের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সোমবার বিজেপি রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ ট্যাবলো নিয়ে তিনি বলেন, 'প্রত্যেক বছর ট্যাবলো নিয়ে বিতর্ক হয় ৷" তাঁর প্রশ্ন ইচ্ছে করে কি এখান থেকে এই বিতর্ক করা হয় ? তিনি বলেন, "অন্য রাজ্যের ক্ষেত্রে হয় বলে তো জানি না ৷"

সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে বাতিল বাংলার ট্যাবলো, রাজ্যকে দায়ী করলেন দিলীপ ঘোষ

আরও পড়ুন : Tathagata On Republic Day Parade 2022 : সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো রাখা হোক, মোদিকে আর্জি তথাগতের

ট্যাবলো নির্বাচন প্রক্রিয়ার কথা জানিয়ে দিলীপ ঘোষ জানান, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের থিম বা বিষয়বস্তু সম্পর্কে একটি কমিটি সিদ্ধান্ত নেয় । তাদের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যগুলিকে ট্যাবলোর বিষয়বস্তু জানিয়ে আবেদন করতে হয় । রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, "নেতাজি আছেন কি অন্য কিছু আছে, তা জানি না ৷ কেন আজ বাতিল হওয়ার পর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন ? আগের থেকে কেন যোগাযোগ করা হয়নি ? বিষয়, থিম জানানো হয় না ?"

পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, "তারা ট্যাবলোর চাইতে বিতর্ক বেশি চান, তাই কিছু বলার নেই ৷ যদি ট্যাবলো না যায়, তাহলে সাড়ে দশ কোটি লোক হতাশ হবে ৷ এর জন্য তৃণমূল সরকারের গাফিলতি দায়ী ৷ এটা এই সরকারের অযোগ্যতার প্রমাণ ৷"

ট্যাবলো বিতর্কের পাশাপাশি ফের মতুয়া ক্ষোভে প্রলেপ দিলেন দিলীপ ঘোষ বললেন, "মতুয়াদের নাগরিকত্বের দাবি অযৌক্তিক নয় । মতুয়ারা পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা নির্বাচনে আমাদের ভোট দিয়েছে । মতুয়াদের নাগরিকত্বের অধিকার আমরা নিশ্চিতভাবেই দেব । তবে শুধু মতুয়ারাই নন, আদিবাসী, রাজবংশী সবার অধিকার রক্ষা করব ।" রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে সোমবার শহর জুড়ে কিছু আপত্তিকর পোস্টার দেখা যায় । রাজ্য বিজেপির বিক্ষুব্ধদের সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির বক্তব্য, "দলের মধ্যে কিছু অতি বিপ্লবী এমনটা করছেন । দলের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ থাকতেই পারে । আলাপ আলোচনার মাধ্যমে মিটে যাবে ।"

আরও পড়ুন : Mamata writes to Modi : দুঃখিত এবং বিস্মিত, বাংলার ট্যাবলো বাতিল নিয়ে মোদিকে চিঠি মমতার

কলকাতা, 18 জানুয়ারি : "ট্যাবলোর চাইতে বিতর্ক বেশি চাইলে, কিছু বলার নেই", বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ এ বছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান পায়নি বাংলার ট্যাবলো ৷ এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ এমনকি মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়েছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় । আর দিলীপ ঘোষ তিনি তোপ দেগেছেন, রাজ্যের ট্যাবলো বাতিল হলে সেই ব্যর্থতা রাজ্যের (BJP Leader Dilip Ghosh alleges Mamata Banerjee negligence over Tableau rejection) ।

এ বছর নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ একাধিক স্বাধীনতা সংগ্রামী ও তাঁদের সংগ্রামকে থিম করে বানানো ট্যাবলো বাতিল করেছে মোদি সরকার । কেন্দ্রের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সোমবার বিজেপি রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ ট্যাবলো নিয়ে তিনি বলেন, 'প্রত্যেক বছর ট্যাবলো নিয়ে বিতর্ক হয় ৷" তাঁর প্রশ্ন ইচ্ছে করে কি এখান থেকে এই বিতর্ক করা হয় ? তিনি বলেন, "অন্য রাজ্যের ক্ষেত্রে হয় বলে তো জানি না ৷"

সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে বাতিল বাংলার ট্যাবলো, রাজ্যকে দায়ী করলেন দিলীপ ঘোষ

আরও পড়ুন : Tathagata On Republic Day Parade 2022 : সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো রাখা হোক, মোদিকে আর্জি তথাগতের

ট্যাবলো নির্বাচন প্রক্রিয়ার কথা জানিয়ে দিলীপ ঘোষ জানান, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের থিম বা বিষয়বস্তু সম্পর্কে একটি কমিটি সিদ্ধান্ত নেয় । তাদের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যগুলিকে ট্যাবলোর বিষয়বস্তু জানিয়ে আবেদন করতে হয় । রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, "নেতাজি আছেন কি অন্য কিছু আছে, তা জানি না ৷ কেন আজ বাতিল হওয়ার পর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন ? আগের থেকে কেন যোগাযোগ করা হয়নি ? বিষয়, থিম জানানো হয় না ?"

পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, "তারা ট্যাবলোর চাইতে বিতর্ক বেশি চান, তাই কিছু বলার নেই ৷ যদি ট্যাবলো না যায়, তাহলে সাড়ে দশ কোটি লোক হতাশ হবে ৷ এর জন্য তৃণমূল সরকারের গাফিলতি দায়ী ৷ এটা এই সরকারের অযোগ্যতার প্রমাণ ৷"

ট্যাবলো বিতর্কের পাশাপাশি ফের মতুয়া ক্ষোভে প্রলেপ দিলেন দিলীপ ঘোষ বললেন, "মতুয়াদের নাগরিকত্বের দাবি অযৌক্তিক নয় । মতুয়ারা পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা নির্বাচনে আমাদের ভোট দিয়েছে । মতুয়াদের নাগরিকত্বের অধিকার আমরা নিশ্চিতভাবেই দেব । তবে শুধু মতুয়ারাই নন, আদিবাসী, রাজবংশী সবার অধিকার রক্ষা করব ।" রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে সোমবার শহর জুড়ে কিছু আপত্তিকর পোস্টার দেখা যায় । রাজ্য বিজেপির বিক্ষুব্ধদের সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির বক্তব্য, "দলের মধ্যে কিছু অতি বিপ্লবী এমনটা করছেন । দলের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ থাকতেই পারে । আলাপ আলোচনার মাধ্যমে মিটে যাবে ।"

আরও পড়ুন : Mamata writes to Modi : দুঃখিত এবং বিস্মিত, বাংলার ট্যাবলো বাতিল নিয়ে মোদিকে চিঠি মমতার

Last Updated : Jan 18, 2022, 10:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.