কলকাতা, 23 ডিসেম্বর : তৃণমূলের ঘর ফাঁকা হয়ে যাবে । কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আজ তার জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "দিলীপ ঘোষ কী বলল তাতে কিছু এসে যায় না । অন্য দল থেকে লোক এনে নিজেদের দল ভরাচ্ছে । জঞ্জাল দিয়ে ভরাট করছে নাকি ভালো লোক দিয়ে ভরাচ্ছে তা মানুষ বলবে ।"
কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী । তাঁর সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূলের একাধিক বিধায়ক ও এক সাংসদ । এরপর একাধিক জেলার অনেক তৃণমূল নেতা-কর্মীই দল ছাড়েন । এই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছিলেন, নতুন বছরের আগেই তৃণমূলের ঘর ফাঁকা হয়ে যাবে । এনিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "নিজেদের সংগঠনের কোনও জোর নেই । বিজেপি সংগঠন থাকলে অপরের ঘরের দিকে তাকিয়ে থাকে না ।"
বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, "প্রতিদিন একটা না একটা কিছু বলেই যাচ্ছে । আমার তো কিছু নেই অন্যের ঘর থেকে আনতে চাই । এখন তো নিজেদের মধ্যে যা লড়াই লেগেছে অন্যের ঘরে তাকাবে কী । আগে নিজের ঘর সামলাক তারপরে অন্যের ঘরে তাকাবে ।"