ETV Bharat / state

Panchayat Poll Violence: পঞ্চায়েতে হিংসা নিয়ে সিবিআই-এনআইএ তদন্তের দাবি বিজেপির

BJP on Bengal Panchayat Poll Violence: পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে বাংলায় এসেছিল বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল ৷ ওই দলের তরফে বুধবার রিপোর্ট জমা দেওয়া হয়েছে জেপি নাড্ডার কাছে ৷ তার পর ওই দলের প্রধান রবিশংকর প্রসাদ পঞ্চায়েতে হিংসা নিয়ে সিবিআই ও এনআইএ তদন্তের দাবি তুলেছেন ৷

Panchayat Poll Violence
Panchayat Poll Violence
author img

By

Published : Jul 26, 2023, 7:10 PM IST

নয়াদিল্লি, 26 জুলাই: পঞ্চায়েত নির্বাচন চলাকালীন ও ভোট পরবর্তী পরিস্থিতিতে যে হিংসার অভিযোগ সামনে এসেছে, তা নিয়ে এবার সিবিআই ও এনআইএ তদন্তের দাবি তুলল বিজেপি ৷ বুধবার এই দাবি করেছেন বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদ ৷ এ দিন নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে তিনি এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই দাবি করেছেন ৷

পঞ্চায়েতে হিংসা নিয়ে যে অভিযোগ ওঠে, তা নিয়ে তথ্য অনুসন্ধানকারী দল পাঠিয়েছিল বিজেপি ৷ সেই দলের নেতৃত্বে ছিলেন রবিশংকর প্রসাদ ৷ তাঁরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নানা তথ্য সংগ্রহ করেন ৷ বুধবার সেই তথ্য অনুসন্ধানকারী দলের তরফে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়েছে ৷ এই রিপোর্ট দেখে পশ্চিমবঙ্গ সরকার ও এই রাজ্যের শাসক দলের সমালোচনা করেছেন জেপি নাড্ডাও ৷

বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, "রাজ্য সরকারের ঔদ্ধত্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণ অসম্মান হতাশাজনক । বিজেপি গণতান্ত্রিক উপায়ে পশ্চিমবঙ্গে জনগণের কণ্ঠস্বরের জন্য লড়াই চালিয়ে যাবে ।"

অন্যদিকে নাড্ডার কাছে রিপোর্ট জমা দেওয়ার পর রবিশংকর প্রসাদ ও তথ্য অনুসন্ধানকারী দলের অন্য সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানে তিনি অভিযোগ করেন, বাংলার নির্বাচনে ভয়ের পরিবেশ তৈরি হওয়া একটি বৈশিষ্ট্য হয়ে উঠেছে ৷ রিপোর্টে যে হত্যা, হিংসার ঘটনা এবং শুধু রাজনৈতিক কারণে কিছু পরিবারকে টার্গেট করার ঘটনার কথা উল্লেখ করা হয়েছে ৷ পঞ্চায়েতে বাংলায় এই হিংসাত্মক পরিস্থিতির দায় তিনি চাপিয়েছেন রাজ্য পুলিশ, রাজ্যের নির্বাচন কমিশনের উপর ৷ তাঁর দাবি, পুরো প্রশাসনই তৃণমূলের হয়ে কাজ করেছে ৷ আর বিরোধীদের আক্রমণ করেছে ৷

  • Received the report by the BJP Fact Finding Team, constituted to inquire about the incidents of violence during the Panchayat Election in West Bengal.

    The state government's arrogance and utter disrespect for democratic processes are dismaying. The BJP will continue to fight… pic.twitter.com/Vl6wa7h4Wt

    — Jagat Prakash Nadda (@JPNadda) July 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ভালোর জন্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক, দিল্লি থেকে ফিরে জানালেন শুভেন্দু

তাই তাঁর নেতৃত্বাধীন কমিটির তরফে প্রস্তাব, পঞ্চায়েতে হিংসার সমস্ত অভিযোগের তদন্ত করুক সিবিআই ৷ কারণ, বাংলায় পুলিশ ও প্রশাসন পুরোপুরি পক্ষপাতদুষ্ট ৷ একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনাও সামনে এসেছে ৷ সেই ঘটনাগুলিতে এনআইএ-কে দিয়ে তদন্ত করানোর সুপারিশও করেছেন রবিশংকর প্রসাদ ৷

পঞ্চায়েতের হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় এসেও সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন বিজেপির এই বর্ষীয়ান সাংসদ ৷ এ দিনও একই কথা শোনা যায় তাঁর মুখে ৷ তিনি বলেন, ‘‘কী হচ্ছে মমতাজি ? এগুলো তো নিন্দনীয় ৷’’

  • The Fact-Finding Committee led by Shri Ravi Shankar Prasad formed to examine the West Bengal Panchayat Elections violence has submitted its Report to the BJP National President Shri JP Nadda.

    ➡️ Following are the five observations made by the Committee:

    1. You will not be…

    — BJP (@BJP4India) July 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে পঞ্চায়েতের ফল নিয়েও তিনি প্রতিক্রিয়া দেন ৷ তাঁর দাবি, পঞ্চায়েত ভোট যদি অবাধ ও শান্তিপূর্ণভাবে হত, তাহলে বিজেপি ব্যাপক সাফল্য পেত ৷ উল্লেখ্য, এবারের পঞ্চায়েত ভোট গ্রাম পঞ্চায়েত স্তরে বিজেপি 11 হাজার আসনে জিতেছে ৷ যা আগে কখনও হয়নি ৷

আরও পড়ুন: বাংলার জনগণের উপর তৃণমূলের অত্যাচার বিজেপি সহ্য করবে না, হুঁশিয়ারি নাড্ডার

নয়াদিল্লি, 26 জুলাই: পঞ্চায়েত নির্বাচন চলাকালীন ও ভোট পরবর্তী পরিস্থিতিতে যে হিংসার অভিযোগ সামনে এসেছে, তা নিয়ে এবার সিবিআই ও এনআইএ তদন্তের দাবি তুলল বিজেপি ৷ বুধবার এই দাবি করেছেন বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদ ৷ এ দিন নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে তিনি এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই দাবি করেছেন ৷

পঞ্চায়েতে হিংসা নিয়ে যে অভিযোগ ওঠে, তা নিয়ে তথ্য অনুসন্ধানকারী দল পাঠিয়েছিল বিজেপি ৷ সেই দলের নেতৃত্বে ছিলেন রবিশংকর প্রসাদ ৷ তাঁরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নানা তথ্য সংগ্রহ করেন ৷ বুধবার সেই তথ্য অনুসন্ধানকারী দলের তরফে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়েছে ৷ এই রিপোর্ট দেখে পশ্চিমবঙ্গ সরকার ও এই রাজ্যের শাসক দলের সমালোচনা করেছেন জেপি নাড্ডাও ৷

বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, "রাজ্য সরকারের ঔদ্ধত্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণ অসম্মান হতাশাজনক । বিজেপি গণতান্ত্রিক উপায়ে পশ্চিমবঙ্গে জনগণের কণ্ঠস্বরের জন্য লড়াই চালিয়ে যাবে ।"

অন্যদিকে নাড্ডার কাছে রিপোর্ট জমা দেওয়ার পর রবিশংকর প্রসাদ ও তথ্য অনুসন্ধানকারী দলের অন্য সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানে তিনি অভিযোগ করেন, বাংলার নির্বাচনে ভয়ের পরিবেশ তৈরি হওয়া একটি বৈশিষ্ট্য হয়ে উঠেছে ৷ রিপোর্টে যে হত্যা, হিংসার ঘটনা এবং শুধু রাজনৈতিক কারণে কিছু পরিবারকে টার্গেট করার ঘটনার কথা উল্লেখ করা হয়েছে ৷ পঞ্চায়েতে বাংলায় এই হিংসাত্মক পরিস্থিতির দায় তিনি চাপিয়েছেন রাজ্য পুলিশ, রাজ্যের নির্বাচন কমিশনের উপর ৷ তাঁর দাবি, পুরো প্রশাসনই তৃণমূলের হয়ে কাজ করেছে ৷ আর বিরোধীদের আক্রমণ করেছে ৷

  • Received the report by the BJP Fact Finding Team, constituted to inquire about the incidents of violence during the Panchayat Election in West Bengal.

    The state government's arrogance and utter disrespect for democratic processes are dismaying. The BJP will continue to fight… pic.twitter.com/Vl6wa7h4Wt

    — Jagat Prakash Nadda (@JPNadda) July 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ভালোর জন্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক, দিল্লি থেকে ফিরে জানালেন শুভেন্দু

তাই তাঁর নেতৃত্বাধীন কমিটির তরফে প্রস্তাব, পঞ্চায়েতে হিংসার সমস্ত অভিযোগের তদন্ত করুক সিবিআই ৷ কারণ, বাংলায় পুলিশ ও প্রশাসন পুরোপুরি পক্ষপাতদুষ্ট ৷ একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনাও সামনে এসেছে ৷ সেই ঘটনাগুলিতে এনআইএ-কে দিয়ে তদন্ত করানোর সুপারিশও করেছেন রবিশংকর প্রসাদ ৷

পঞ্চায়েতের হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় এসেও সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন বিজেপির এই বর্ষীয়ান সাংসদ ৷ এ দিনও একই কথা শোনা যায় তাঁর মুখে ৷ তিনি বলেন, ‘‘কী হচ্ছে মমতাজি ? এগুলো তো নিন্দনীয় ৷’’

  • The Fact-Finding Committee led by Shri Ravi Shankar Prasad formed to examine the West Bengal Panchayat Elections violence has submitted its Report to the BJP National President Shri JP Nadda.

    ➡️ Following are the five observations made by the Committee:

    1. You will not be…

    — BJP (@BJP4India) July 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে পঞ্চায়েতের ফল নিয়েও তিনি প্রতিক্রিয়া দেন ৷ তাঁর দাবি, পঞ্চায়েত ভোট যদি অবাধ ও শান্তিপূর্ণভাবে হত, তাহলে বিজেপি ব্যাপক সাফল্য পেত ৷ উল্লেখ্য, এবারের পঞ্চায়েত ভোট গ্রাম পঞ্চায়েত স্তরে বিজেপি 11 হাজার আসনে জিতেছে ৷ যা আগে কখনও হয়নি ৷

আরও পড়ুন: বাংলার জনগণের উপর তৃণমূলের অত্যাচার বিজেপি সহ্য করবে না, হুঁশিয়ারি নাড্ডার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.