নয়াদিল্লি, 26 জুলাই: পঞ্চায়েত নির্বাচন চলাকালীন ও ভোট পরবর্তী পরিস্থিতিতে যে হিংসার অভিযোগ সামনে এসেছে, তা নিয়ে এবার সিবিআই ও এনআইএ তদন্তের দাবি তুলল বিজেপি ৷ বুধবার এই দাবি করেছেন বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদ ৷ এ দিন নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে তিনি এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই দাবি করেছেন ৷
পঞ্চায়েতে হিংসা নিয়ে যে অভিযোগ ওঠে, তা নিয়ে তথ্য অনুসন্ধানকারী দল পাঠিয়েছিল বিজেপি ৷ সেই দলের নেতৃত্বে ছিলেন রবিশংকর প্রসাদ ৷ তাঁরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নানা তথ্য সংগ্রহ করেন ৷ বুধবার সেই তথ্য অনুসন্ধানকারী দলের তরফে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়েছে ৷ এই রিপোর্ট দেখে পশ্চিমবঙ্গ সরকার ও এই রাজ্যের শাসক দলের সমালোচনা করেছেন জেপি নাড্ডাও ৷
বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, "রাজ্য সরকারের ঔদ্ধত্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণ অসম্মান হতাশাজনক । বিজেপি গণতান্ত্রিক উপায়ে পশ্চিমবঙ্গে জনগণের কণ্ঠস্বরের জন্য লড়াই চালিয়ে যাবে ।"
অন্যদিকে নাড্ডার কাছে রিপোর্ট জমা দেওয়ার পর রবিশংকর প্রসাদ ও তথ্য অনুসন্ধানকারী দলের অন্য সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানে তিনি অভিযোগ করেন, বাংলার নির্বাচনে ভয়ের পরিবেশ তৈরি হওয়া একটি বৈশিষ্ট্য হয়ে উঠেছে ৷ রিপোর্টে যে হত্যা, হিংসার ঘটনা এবং শুধু রাজনৈতিক কারণে কিছু পরিবারকে টার্গেট করার ঘটনার কথা উল্লেখ করা হয়েছে ৷ পঞ্চায়েতে বাংলায় এই হিংসাত্মক পরিস্থিতির দায় তিনি চাপিয়েছেন রাজ্য পুলিশ, রাজ্যের নির্বাচন কমিশনের উপর ৷ তাঁর দাবি, পুরো প্রশাসনই তৃণমূলের হয়ে কাজ করেছে ৷ আর বিরোধীদের আক্রমণ করেছে ৷
-
Received the report by the BJP Fact Finding Team, constituted to inquire about the incidents of violence during the Panchayat Election in West Bengal.
— Jagat Prakash Nadda (@JPNadda) July 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The state government's arrogance and utter disrespect for democratic processes are dismaying. The BJP will continue to fight… pic.twitter.com/Vl6wa7h4Wt
">Received the report by the BJP Fact Finding Team, constituted to inquire about the incidents of violence during the Panchayat Election in West Bengal.
— Jagat Prakash Nadda (@JPNadda) July 26, 2023
The state government's arrogance and utter disrespect for democratic processes are dismaying. The BJP will continue to fight… pic.twitter.com/Vl6wa7h4WtReceived the report by the BJP Fact Finding Team, constituted to inquire about the incidents of violence during the Panchayat Election in West Bengal.
— Jagat Prakash Nadda (@JPNadda) July 26, 2023
The state government's arrogance and utter disrespect for democratic processes are dismaying. The BJP will continue to fight… pic.twitter.com/Vl6wa7h4Wt
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ভালোর জন্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক, দিল্লি থেকে ফিরে জানালেন শুভেন্দু
তাই তাঁর নেতৃত্বাধীন কমিটির তরফে প্রস্তাব, পঞ্চায়েতে হিংসার সমস্ত অভিযোগের তদন্ত করুক সিবিআই ৷ কারণ, বাংলায় পুলিশ ও প্রশাসন পুরোপুরি পক্ষপাতদুষ্ট ৷ একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনাও সামনে এসেছে ৷ সেই ঘটনাগুলিতে এনআইএ-কে দিয়ে তদন্ত করানোর সুপারিশও করেছেন রবিশংকর প্রসাদ ৷
পঞ্চায়েতের হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় এসেও সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন বিজেপির এই বর্ষীয়ান সাংসদ ৷ এ দিনও একই কথা শোনা যায় তাঁর মুখে ৷ তিনি বলেন, ‘‘কী হচ্ছে মমতাজি ? এগুলো তো নিন্দনীয় ৷’’
-
The Fact-Finding Committee led by Shri Ravi Shankar Prasad formed to examine the West Bengal Panchayat Elections violence has submitted its Report to the BJP National President Shri JP Nadda.
— BJP (@BJP4India) July 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
➡️ Following are the five observations made by the Committee:
1. You will not be…
">The Fact-Finding Committee led by Shri Ravi Shankar Prasad formed to examine the West Bengal Panchayat Elections violence has submitted its Report to the BJP National President Shri JP Nadda.
— BJP (@BJP4India) July 26, 2023
➡️ Following are the five observations made by the Committee:
1. You will not be…The Fact-Finding Committee led by Shri Ravi Shankar Prasad formed to examine the West Bengal Panchayat Elections violence has submitted its Report to the BJP National President Shri JP Nadda.
— BJP (@BJP4India) July 26, 2023
➡️ Following are the five observations made by the Committee:
1. You will not be…
অন্যদিকে পঞ্চায়েতের ফল নিয়েও তিনি প্রতিক্রিয়া দেন ৷ তাঁর দাবি, পঞ্চায়েত ভোট যদি অবাধ ও শান্তিপূর্ণভাবে হত, তাহলে বিজেপি ব্যাপক সাফল্য পেত ৷ উল্লেখ্য, এবারের পঞ্চায়েত ভোট গ্রাম পঞ্চায়েত স্তরে বিজেপি 11 হাজার আসনে জিতেছে ৷ যা আগে কখনও হয়নি ৷
আরও পড়ুন: বাংলার জনগণের উপর তৃণমূলের অত্যাচার বিজেপি সহ্য করবে না, হুঁশিয়ারি নাড্ডার