কলকাতা, 27 ডিসেম্বর: তৃণমূলকে হারিয়ে 50 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিজেপির সজল ঘোষ (Sajal Ghosh Meets With LF) ৷ আজ শপথ নিতে কলকাতা পৌরসভায় এসে প্রথম দেখা করলেন র্নির্বাচিত হওয়া দুই বাম কাউন্সিলরয়ের সঙ্গে ৷ এই দেখা করাটা নিছকই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন সজল ঘোষ ৷
এই প্রসঙ্গে সজল ঘোষ বলেন, " আমি এই বছর নতুন জিতে এসেছি ৷ বামেদের যাঁরা এবারে জয়লাভ করেছেন, তাঁরা বহু বছরের কাউন্সিলর ৷ তাই তাঁদের অভিজ্ঞতা অনেক ৷ আগামীদিনে কাউন্সিলর হিসেবে কি কি করণীয়, তা তাঁদের থেকে জানার ও শেখার চেষ্টা করব ৷ " একই সঙ্গে তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, "তোয়ালে মুড়ে যারা টাকা নেয় সেই দলের থেকে কিছু শেখার নেই ৷ " এই সৌজন্য সাক্ষাৎকে শাসকদলের তরফে পাল্টা কটাক্ষ করে বলা হয় বাম-রাম যোগাযোগ গোপন থেকে প্রকাশ্যে আসছে ৷
এদিন সজল ঘোষকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব ৷ তিনি বলেন, "উনি যে দলেরই হোক না কেন পৌরসভার কাজ জানতে চাইলে অথবা পরিষেবা সংক্রান্ত কোনও সমস্যায় পড়লে কীভাবে সুরাহা পাবেন, তা বলে দিয়ে সজল ঘোষকে সাহায্য করব ৷ এটা সিনিয়র হিসেবে আমার কর্তব্য ৷ "