ETV Bharat / state

Biswa Bangla Business Summit: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এবার শুধু শিক্ষাক্ষেত্রেই হতে পারে 62 নতুন চুক্তি - শিক্ষাক্ষেত্রে চুক্তি

Biswa Bangla Business Summit: এ বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শুধু শিক্ষাক্ষেত্রেই 62টি নতুন চুক্তি সম্পন্ন হতে পারে ৷ চলতি মাসের 21 এবং 22 তারিখ কলকাতায় হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷

Biswa Bangla Business Summit
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 5:29 PM IST

কলকাতা, 5 নভেম্বর: এ বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে শিক্ষাক্ষেত্রে ব্যাপক অগ্রগতি আশা করছে রাজ্য সরকার । শুধু শিক্ষাক্ষেত্রেই 62টি নতুন চুক্তি সম্পন্ন হতে পারে এ বার ।

পূর্ব ঘোষণা মতো চলতি মাসের 21 এবং 22 তারিখ এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায় । রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, এ বার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মূল লক্ষ্যই হতে চলেছে এমএসএমই সেক্টর । সে দিকে এখন থেকেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে । যেটা সরকারি স্তরে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, এ বার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য হতে চলেছে শিক্ষাক্ষেত্র । এ বার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিক্ষাক্ষেত্রে একাধিক মউ চুক্তি সম্পন্ন হতে পারে বলে খবর । ফলে এই শিল্প সম্মেলনকে সামনে রেখেই আশায় বুক বাঁধতে শুরু করেছে শিক্ষা দফতর ।

প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, 2021-22-এ শেষ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে একাধিক ক্ষেত্রে দেশি-বিদেশি শিল্প সংস্থার সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর হয়েছিল রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের তথা শিক্ষা দফতরের । ইতিমধ্যেই রাজ্য সরকার এই ধরনের 46টি দেশের সঙ্গে প্রায় 400-র বেশি চুক্তি কার্যকর করেছে । যতদূর জানা যাচ্ছে, এ বার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও এই ধরনের প্রায় 62টি চুক্তি সম্পন্ন হতে পারে ।

আরও পড়ুন: 21-23 নভেম্বর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, বিভিন্ন রাজ্যে প্রচারে হবে রোড শো

রাজ্যের শিক্ষা দফতরের এক আধিকারিকের কথায়, গত এক দশকে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে । 11টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এই সময়েই । একইসঙ্গে রাজ্যের অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে 12 থেকে হয়েছে 31 । এখানেই শেষ নয়, এ বছর সেপ্টেম্বর মাসে রাজ্য সরকার নিজস্ব শিক্ষা নীতি চালু করেছে । যেখানে দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বেশকিছু পরিবর্তন এসেছে শিক্ষা ক্ষেত্রে । আর এর সুফল অবশ্যই আগামী দিনে মিলবে বলে আশাবাদী ওই আধিকারিক । তিনি আরও বলেন, এ বার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিক্ষাক্ষেত্রই হতে চলেছে অন্যতম প্রধান বিনিয়োগের লক্ষ্যক্ষেত্র ।

কলকাতা, 5 নভেম্বর: এ বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে শিক্ষাক্ষেত্রে ব্যাপক অগ্রগতি আশা করছে রাজ্য সরকার । শুধু শিক্ষাক্ষেত্রেই 62টি নতুন চুক্তি সম্পন্ন হতে পারে এ বার ।

পূর্ব ঘোষণা মতো চলতি মাসের 21 এবং 22 তারিখ এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায় । রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, এ বার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মূল লক্ষ্যই হতে চলেছে এমএসএমই সেক্টর । সে দিকে এখন থেকেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে । যেটা সরকারি স্তরে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, এ বার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য হতে চলেছে শিক্ষাক্ষেত্র । এ বার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিক্ষাক্ষেত্রে একাধিক মউ চুক্তি সম্পন্ন হতে পারে বলে খবর । ফলে এই শিল্প সম্মেলনকে সামনে রেখেই আশায় বুক বাঁধতে শুরু করেছে শিক্ষা দফতর ।

প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, 2021-22-এ শেষ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে একাধিক ক্ষেত্রে দেশি-বিদেশি শিল্প সংস্থার সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর হয়েছিল রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের তথা শিক্ষা দফতরের । ইতিমধ্যেই রাজ্য সরকার এই ধরনের 46টি দেশের সঙ্গে প্রায় 400-র বেশি চুক্তি কার্যকর করেছে । যতদূর জানা যাচ্ছে, এ বার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও এই ধরনের প্রায় 62টি চুক্তি সম্পন্ন হতে পারে ।

আরও পড়ুন: 21-23 নভেম্বর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, বিভিন্ন রাজ্যে প্রচারে হবে রোড শো

রাজ্যের শিক্ষা দফতরের এক আধিকারিকের কথায়, গত এক দশকে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে । 11টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এই সময়েই । একইসঙ্গে রাজ্যের অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে 12 থেকে হয়েছে 31 । এখানেই শেষ নয়, এ বছর সেপ্টেম্বর মাসে রাজ্য সরকার নিজস্ব শিক্ষা নীতি চালু করেছে । যেখানে দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বেশকিছু পরিবর্তন এসেছে শিক্ষা ক্ষেত্রে । আর এর সুফল অবশ্যই আগামী দিনে মিলবে বলে আশাবাদী ওই আধিকারিক । তিনি আরও বলেন, এ বার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিক্ষাক্ষেত্রই হতে চলেছে অন্যতম প্রধান বিনিয়োগের লক্ষ্যক্ষেত্র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.