ETV Bharat / state

ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের বাড়ি পৌঁছাতে সাহায্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের - বিকাশ রঞ্জন ভট্টাচার্য

ভিন রাজ্য থেকে আসা প্রায় 150 জন শ্রমিককে মুর্শিদাবাদ পৌঁছে দিলেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য । এছাড়াও শিক্ষকদের সঙ্গে হাত মিলিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন দুস্থদের কাছে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 13, 2020, 9:43 AM IST

কলকাতা, 13 এপ্রিল : কেরালা, কর্নাটক এবং বিহার থেকে আসা 4টি বাসের প্রায় 150 জন আটকে পড়া শ্রমিককে মুর্শিদাবাদে পৌঁছে দিলেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য । যদিও এখন তাঁদের আস্তানা আপাতত হাসপাতাল । সেখানে তাঁদের আইসোলেশনে রাখা হবে । বর্তমানে কোরোনা সংক্রান্ত বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে তাঁদের ।

এছাড়াও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন সরকারি আর্ট কলেজের অধ্যাপিকা দীপালি ভট্টাচার্য । তাঁর সঙ্গে রয়েছেন CPI(M) -এর মহিলা গণতান্ত্রিক সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ । তাঁরা কয়েকজন শিক্ষক এবং অধ্যাপক মিলে হেল্পলাইন খুলেছেন দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের জন্য । লকডাউনের সময় শ্রমিকদের মনোবল ফিরিয়ে আনাকেই তাঁরা বড় সাফল্য মনে করছেন । অন্যদিকে, নানান রকম আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার মূল কাজটি করলেন আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য । তিনি জানান, "সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে বিপর্যয় । তাকে সামাল দিতেই এই কাজ তিনি করেছেন ।"

এদিকে গতকাল ধোবি ঘাটের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে 100 টি মাস্ক, 100 জোড়া গ্লাভস । রাজ্যের সর্বত্র অধ্যাপকদের সঙ্গে হাত মিলিয়ে বিকাশবাবু ত্রাণের খাদ্যদ্রব্য সহ অত্যাবশ্যকীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিপর্যস্ত মানুষের কাছে । CPI(M)মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ পাতিপুকুরের দুটি বস্তিতে দরিদ্র মানুষের কাছে পর্যাপ্ত মুড়ি , বিস্কুট গতকাল পৌঁছে দিয়েছেন । এছাড়াও দরিদ্র মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিলি করেছেন তিনি ।

এই বিষয়ে সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, দীর্ঘদিন লকডাউন চলতে থাকলে, দেশ এবং রাজ্যের সরকারের আরও বেশি সদর্থক ভূমিকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত । এছাড়ও গণবণ্টন ব্যবস্থায় সরলীকরণ এবং প্রত্যেক মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেন বিকাশবাবু । তিনি জানিয়েছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিয়মিত ত্রাণসামগ্রী দিতে পারবে না । একমাত্র সরকারই পারে দেশের মানুষের জন্য খাদ্য সুরক্ষা দিতে ।


কলকাতা, 13 এপ্রিল : কেরালা, কর্নাটক এবং বিহার থেকে আসা 4টি বাসের প্রায় 150 জন আটকে পড়া শ্রমিককে মুর্শিদাবাদে পৌঁছে দিলেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য । যদিও এখন তাঁদের আস্তানা আপাতত হাসপাতাল । সেখানে তাঁদের আইসোলেশনে রাখা হবে । বর্তমানে কোরোনা সংক্রান্ত বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে তাঁদের ।

এছাড়াও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন সরকারি আর্ট কলেজের অধ্যাপিকা দীপালি ভট্টাচার্য । তাঁর সঙ্গে রয়েছেন CPI(M) -এর মহিলা গণতান্ত্রিক সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ । তাঁরা কয়েকজন শিক্ষক এবং অধ্যাপক মিলে হেল্পলাইন খুলেছেন দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের জন্য । লকডাউনের সময় শ্রমিকদের মনোবল ফিরিয়ে আনাকেই তাঁরা বড় সাফল্য মনে করছেন । অন্যদিকে, নানান রকম আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার মূল কাজটি করলেন আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য । তিনি জানান, "সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে বিপর্যয় । তাকে সামাল দিতেই এই কাজ তিনি করেছেন ।"

এদিকে গতকাল ধোবি ঘাটের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে 100 টি মাস্ক, 100 জোড়া গ্লাভস । রাজ্যের সর্বত্র অধ্যাপকদের সঙ্গে হাত মিলিয়ে বিকাশবাবু ত্রাণের খাদ্যদ্রব্য সহ অত্যাবশ্যকীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিপর্যস্ত মানুষের কাছে । CPI(M)মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ পাতিপুকুরের দুটি বস্তিতে দরিদ্র মানুষের কাছে পর্যাপ্ত মুড়ি , বিস্কুট গতকাল পৌঁছে দিয়েছেন । এছাড়াও দরিদ্র মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিলি করেছেন তিনি ।

এই বিষয়ে সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, দীর্ঘদিন লকডাউন চলতে থাকলে, দেশ এবং রাজ্যের সরকারের আরও বেশি সদর্থক ভূমিকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত । এছাড়ও গণবণ্টন ব্যবস্থায় সরলীকরণ এবং প্রত্যেক মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেন বিকাশবাবু । তিনি জানিয়েছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিয়মিত ত্রাণসামগ্রী দিতে পারবে না । একমাত্র সরকারই পারে দেশের মানুষের জন্য খাদ্য সুরক্ষা দিতে ।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.