কলকাতা, 19 সেপ্টেম্বর : আল কায়দা জঙ্গি গ্রেপ্তারির পরই বাংলার আইন-প্রশাসন নিয়ে আবার সরব রাজ্যপাল । বেআইনিভাবে বোমা তৈরির আড়ত হয়ে উঠেছে বাংলা । আইন শৃঙ্খলার এই পরিস্থিতির জন্য জবাবদিহি এড়াতে পারবে না রাজ্য সরকার । ঠিক এই ভাষাতেই প্রশাসনিক ব্যবস্থার কড়া সমালোচনা করলেন জগদীপ ধনকড় ।
আজ ভোর রাতে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় ছয়জনকে । তারা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে অভিযোগ তাদের বিরুদ্ধে । তাদের গ্রেপ্তারির পরে রাজ্য প্রশাসনের সমালোচনা করতে ছাড়েননি রাজ্যপাল । আগেও তিনি শান্তিনিকেতনে বলেছিলেন, রাজ্যে বেআইনি বোমা তৈরির কারখানা চলছে । আজ সেই কথাই আবার উঠল ।
জগদীপ ধনকড় টুইট করেন, "রাজ্য বেআইনিভাবে বোমা তৈরির আড়ত হয়ে উঠেছে । যার জন্য রাজ্যে গণতন্ত্র সংকটে । এইদিকে পুলিশ রাজনৈতিক কাজে ব্যস্ত । এখন রাজ্য পুলিশকে এই পরিস্থিতির জন্য জবাবদিহি করতেই হবে । তারা এড়াতে পারবে না । "
-
State has become home to illegal bomb making that has potential to unsettle democracy.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Police @MamataOfficial busy in carrying out political errands and taking on opposition.
Those at helm @WBPolice cannot escape their accountability for this alarming decline in law and order.
">State has become home to illegal bomb making that has potential to unsettle democracy.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 19, 2020
Police @MamataOfficial busy in carrying out political errands and taking on opposition.
Those at helm @WBPolice cannot escape their accountability for this alarming decline in law and order.State has become home to illegal bomb making that has potential to unsettle democracy.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 19, 2020
Police @MamataOfficial busy in carrying out political errands and taking on opposition.
Those at helm @WBPolice cannot escape their accountability for this alarming decline in law and order.
ধনকড় আরও অভিযোগ করেন, DGP বাস্তব থেকে অনেক দূরে । যা যথেষ্ট বিরক্তিকর । সাধারণত পুলিশ যে কোনও কঠিন পরিস্থিতিতে কাজ করেন । কিন্তু এই ক্ষেত্রে তারা রাজনৈতিকভাবে নির্দেশিত ।
বরাবরই রাজ্যের আইন প্রশাসন নিয়ে প্রশ্ন তুলেছেন ধনকড় । রাজ্যে গণতন্ত্র সংকটে বলেও সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছেন তিনি । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন । জঙ্গি গ্রেপ্তারি নিয়ে এখনও প্রকাশ্যে কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী । এইদিকে তাঁর প্রশাসন ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুললেন রাজ্যপাল । যা তাঁদের মধ্যে সংঘাত আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।