ETV Bharat / state

ভোটারদের প্রভাবিত করছে নির্বাচন কমিশন, অভিযোগ পূর্ণেন্দুর

author img

By

Published : Apr 6, 2021, 7:23 PM IST

সাংবাদিক বৈঠকে এসে ভোটারদের প্রভাবিত করার দায় চাপান নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর উপর । তৃতীয় দফায় 31টি আসনেই তৃণমূল জয়লাভ করবে বলে দাবি করেন তিনি ৷

পুর্ণেন্দু বসু
পুর্ণেন্দু বসু

কলকাতা, ৬ এপ্রিল : চলতি নির্বাচনে প্রথম থেকেই উত্তপ্ত রাজ্য় রাজ্য়নীতি ৷ বিজেপি -তৃণমূল তরজা চলছে প্রতিনিয়ত ৷ এবার একে অপরকে ছেড়ে সরাসরি কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের দিকে আঙুল তুললেন রাজ্য়ের বিদায়ী কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু ৷

এদিন সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন , "কেন্দ্রীয় বাহিনী ভোটারদের নির্দিষ্ট একটি দলের জন্য় ভোট দিতে বাধ্য় করছে ৷ কেন্দ্রীয় বাহিনী কীভাবে একজন ভোটারকে প্রভাবিত করতে পারে ? এর আমি কড়া সমালোচনা করি ৷ বরাবরই এদের ভোটারদের প্রভাবিত করার একটি প্রবণতা থাকে ৷ যার আমি তীব্র নিন্দা করি ৷ "

ভোটারদের প্রভাবিত করছে নির্বাচন কমিশন , কটাক্ষ পুর্ণেন্দুর

সিপিআইএম ও বিজেপির পক্ষ থেকে বিভিন্ন বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে ৷ সে প্রসঙ্গে পুর্ণেন্দু বসু বলেন , " বিরোধীরা তো মন্তব্য় করবেই ৷ প্রথম দফা ও দ্বিতীয় দফা ভোটের মতো তৃতীয় দফা ভোটেও তৃণমূল 31টি আসনে জয়লাভ করবে ৷" পাশাপাশি নির্বাচন কমিশনের দিকে তিনি আঙুল তুলে বলেন, " নির্বাচন কমিশন বিধিভঙ্গ করছে ৷ একপক্ষের হয়ে কাজ করছে ৷ ভোটারদের প্রভাবিত করছে ৷ যা একেবারেই নিয়মবিরুদ্ধ ও গণতন্ত্রবিরুদ্ধ ৷ "

কলকাতা, ৬ এপ্রিল : চলতি নির্বাচনে প্রথম থেকেই উত্তপ্ত রাজ্য় রাজ্য়নীতি ৷ বিজেপি -তৃণমূল তরজা চলছে প্রতিনিয়ত ৷ এবার একে অপরকে ছেড়ে সরাসরি কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের দিকে আঙুল তুললেন রাজ্য়ের বিদায়ী কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু ৷

এদিন সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন , "কেন্দ্রীয় বাহিনী ভোটারদের নির্দিষ্ট একটি দলের জন্য় ভোট দিতে বাধ্য় করছে ৷ কেন্দ্রীয় বাহিনী কীভাবে একজন ভোটারকে প্রভাবিত করতে পারে ? এর আমি কড়া সমালোচনা করি ৷ বরাবরই এদের ভোটারদের প্রভাবিত করার একটি প্রবণতা থাকে ৷ যার আমি তীব্র নিন্দা করি ৷ "

ভোটারদের প্রভাবিত করছে নির্বাচন কমিশন , কটাক্ষ পুর্ণেন্দুর

সিপিআইএম ও বিজেপির পক্ষ থেকে বিভিন্ন বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে ৷ সে প্রসঙ্গে পুর্ণেন্দু বসু বলেন , " বিরোধীরা তো মন্তব্য় করবেই ৷ প্রথম দফা ও দ্বিতীয় দফা ভোটের মতো তৃতীয় দফা ভোটেও তৃণমূল 31টি আসনে জয়লাভ করবে ৷" পাশাপাশি নির্বাচন কমিশনের দিকে তিনি আঙুল তুলে বলেন, " নির্বাচন কমিশন বিধিভঙ্গ করছে ৷ একপক্ষের হয়ে কাজ করছে ৷ ভোটারদের প্রভাবিত করছে ৷ যা একেবারেই নিয়মবিরুদ্ধ ও গণতন্ত্রবিরুদ্ধ ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.