ETV Bharat / state

বাংলার ভোটের ময়দানে এবার মমতার পাশে অমিতাভ-ঘরণী জয়া - ‘‘বাংলার মেয়ে’’-র পাশে এবার ‘‘ধন্যি মেয়ে’’

তৃণমূলের তরফে আরও জানানো হয়েছে, সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনও করবেন জয়া বচ্চন । সেখানে তৃণমূলের সংসদীয় দল তাঁকে সংবর্ধনা জানাবে । সেখানেই তিনি জানাবেন, কেন বাংলায় এসেছেন, কেন তিনি মমতা তথা তৃণমূলের পাশে দাঁড়াতে চাইছেন। আগামী তিন-চারদিন কলকাতাতেই থাকবেন জয়া।

ভোটের ময়দানে এবার মমতার পাশে অমিতাভ ঘরণী জয়া
ভোটের ময়দানে এবার মমতার পাশে অমিতাভ ঘরণী জয়া
author img

By

Published : Apr 4, 2021, 8:55 PM IST

কলকাতা, 4 এপ্রিল : ‘‘বাংলার মেয়ে’’-র পাশে এবার ‘‘ধন্যি মেয়ে’’ । মমতার হাত শক্ত করতে তৃণমূলের হয়ে প্রচারে এবার আসছেন জয়া বচ্চন । রবিবার সন্ধেয় কলকাতা পৌঁছেছেন তিনি। সোমবার নির্বাচনী প্রচারের ময়দানে দেখা যাবে তাঁকে ।

বর্তমানে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া । রাজনীতি দীর্ঘদিনের বিচরণক্ষেত্র তাঁর । মমতার সঙ্গে সুসম্পর্কও বহুদিনের । কর্মসূত্রে অমিতাভ-ঘরণী মুম্বইয়ে থাকলেও মমতার ডাক পেয়ে বারবার ছুটে এসেছেন বাংলায় । তৃণমূলের তরফে আজ জানানো হয়েছে, ''মমতাদির পাশে দাঁড়াতে আসছেন বিশিষ্ট অভিনেত্রী জয়া বচ্চন । আমরা তাঁর কাছে কৃতজ্ঞ । কেন তিনি বাংলায় আসছেন, কেন বাংলার মেয়ে মমতাদির পাশে দাঁড়াচ্ছেন। তা নিজেই সাংবাদিক বৈঠক করে জানাবেন । ''

দলের তরফে আরও জানানো হয়েছে সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনও করবেন তিনি । সেখানে তৃণমূলের সংসদীয় দল তাঁকে সংবর্ধনা জানাবে । সেখানেই তিনি জানাবেন, কেন বাংলায় এসেছেন, কেন তিনি মমতা তথা তৃণমূলের পাশে দাঁড়াতে চাইছেন। আগামী তিন-চারদিন কলকাতাতেই থাকবেন জয়া। মমতার হয়ে প্রতিদিন দু'টি করে বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন তিনি । তবে তার আগে সোমবার টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে অরূপ বিশ্বাসের হয়ে প্রচার করবেন ।

আরও পড়ুন : কয়লা পাচারের 900 কোটি গিয়েছে ভাইপোর কাছে, অভিযোগ শুভেন্দুর

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি-র প্রার্থী বাবুল সুপ্রিয় । জয়ার মতোই বাবুলও বলিউড ইন্ডাস্ট্রির সদস্য । দলের তরফে বলা হয়েছে, আগামী 7 এপ্রিল পর্যন্ত কলকাতাতেই থাকবেন জয়া । আর 5, 6, 7 এই তিনদিনই তৃণমূলের হয়ে প্রচারে দেখা যাবে ধন্যি মেয়েকে ।

কলকাতা, 4 এপ্রিল : ‘‘বাংলার মেয়ে’’-র পাশে এবার ‘‘ধন্যি মেয়ে’’ । মমতার হাত শক্ত করতে তৃণমূলের হয়ে প্রচারে এবার আসছেন জয়া বচ্চন । রবিবার সন্ধেয় কলকাতা পৌঁছেছেন তিনি। সোমবার নির্বাচনী প্রচারের ময়দানে দেখা যাবে তাঁকে ।

বর্তমানে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া । রাজনীতি দীর্ঘদিনের বিচরণক্ষেত্র তাঁর । মমতার সঙ্গে সুসম্পর্কও বহুদিনের । কর্মসূত্রে অমিতাভ-ঘরণী মুম্বইয়ে থাকলেও মমতার ডাক পেয়ে বারবার ছুটে এসেছেন বাংলায় । তৃণমূলের তরফে আজ জানানো হয়েছে, ''মমতাদির পাশে দাঁড়াতে আসছেন বিশিষ্ট অভিনেত্রী জয়া বচ্চন । আমরা তাঁর কাছে কৃতজ্ঞ । কেন তিনি বাংলায় আসছেন, কেন বাংলার মেয়ে মমতাদির পাশে দাঁড়াচ্ছেন। তা নিজেই সাংবাদিক বৈঠক করে জানাবেন । ''

দলের তরফে আরও জানানো হয়েছে সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনও করবেন তিনি । সেখানে তৃণমূলের সংসদীয় দল তাঁকে সংবর্ধনা জানাবে । সেখানেই তিনি জানাবেন, কেন বাংলায় এসেছেন, কেন তিনি মমতা তথা তৃণমূলের পাশে দাঁড়াতে চাইছেন। আগামী তিন-চারদিন কলকাতাতেই থাকবেন জয়া। মমতার হয়ে প্রতিদিন দু'টি করে বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন তিনি । তবে তার আগে সোমবার টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে অরূপ বিশ্বাসের হয়ে প্রচার করবেন ।

আরও পড়ুন : কয়লা পাচারের 900 কোটি গিয়েছে ভাইপোর কাছে, অভিযোগ শুভেন্দুর

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি-র প্রার্থী বাবুল সুপ্রিয় । জয়ার মতোই বাবুলও বলিউড ইন্ডাস্ট্রির সদস্য । দলের তরফে বলা হয়েছে, আগামী 7 এপ্রিল পর্যন্ত কলকাতাতেই থাকবেন জয়া । আর 5, 6, 7 এই তিনদিনই তৃণমূলের হয়ে প্রচারে দেখা যাবে ধন্যি মেয়েকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.