কলকাতা, 10 এপ্রিল : চতুর্থ দফার ভোটগ্রহণ পর্বের শুরুতেই কসবায় বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁকে ঘিরে বিক্ষোভ ৷ বিক্ষোভকারীরা তৃণমূলের সমর্থক ৷ কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ডের ঘটনা । অভিযোগ, তিনি টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ইন্দ্রনীল খাঁ ৷
সকাল 7 টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ তৃণমূলের অভিযোগ, ভোটের দিনেও সকালে এলাকার বস্তিতে প্রচার সারছিলেন ইন্দ্রনীল ৷ বিজেপি প্রার্থী বেশ কয়েকজনের হাতে হাজার টাকা গুঁজে দিচ্ছিলেন বলেও অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল ৷
আরও পড়ুন : নির্বাচনের আগে কসবায় টাকা বিলি ? ভাইরাল ভিডিয়ো
স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, তাঁরা ইন্দ্রনীল খাঁকে বাধা দিতে গেলেই বচসা শুরু হয় ৷ তেড়ে আসেন বিজেপি প্রার্থী ৷ যদিও এই গোটা অভিযোগ অস্বীকার করেছেন ইন্দ্রনীল খাঁ ৷ উল্টে তাঁর দাবি, তৃণমূলের কর্মীরাই ভোটারদের ভয় দেখাচ্ছে ৷