ETV Bharat / state

অ্যাম্বুলেন্স নেই, বন্ধুদের নিয়ে অটোতেই হাসপাতালে কোভিড রোগী পৌঁছালেন রানা

author img

By

Published : May 10, 2021, 11:10 PM IST

Updated : May 19, 2021, 6:40 PM IST

বেহালা ম্যানটনে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এক করোনা রোগী ৷ খবর পেয়ে কিছু না ভেবেই ছুটে যায় রানা ৷ অ্যাম্বুলেন্সের অভাবে নিজের অটো নিয়েই যান রানা ৷

বন্ধুদের নিয়ে অটোতেই হাসপাতালে কোভিড রোগী পৌঁছালেন রানা
বন্ধুদের নিয়ে অটোতেই হাসপাতালে কোভিড রোগী পৌঁছালেন রানা

বেহালা, 10 মে : বেহালার ঠাকুরপুকুর রোডে অটো চালায় রানা ৷ পাশাপাশি রেড ভলেন্টিয়ারের সদস্য তিনি । গতকাল রাতে রেড ভলেন্টিয়ারদের তরফ থেকে রানা নাথের কাছে একটা ফোন আসে, অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না ৷

বেহালা ম্যানটনে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এক করোনা রোগী ৷ তাঁর ছেলে এবং মেয়ে দুজনেই কর্মসূত্রে বাইরে থাকেন । রোগীর অবস্থা আশঙ্কাজনক ৷ ভর্তি করতে হবে হাসপাতালে ৷ খবর পেয়ে কোনও কিছু না ভেবেই নিজের অটো নিয়েই যান রানা ৷ সঙ্গে নেন দুই বন্ধুকে ৷ জোগাড় করেন তিনটি পিপিই কিট ৷ ম্যানটনের বহুতলের চার তলায় উঠে যায় তিন বন্ধু ৷ বিছানার চাদরে করে রোগীকে নামিয়ে আনেন তাঁরা ৷ অটো করেই রোগীকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে ৷ সেখানেই ভর্তি করা হয় তাঁকে ৷

আরও পড়ুন : কীভাবে বুঝবেন আপনার মিউকরমাইকোসিস হয়েছে ?

এবিষয়ে রানার বক্তব্য, তাঁর পক্ষে যতটা সম্ভব, তিনি করেছেন ৷ পরবর্তীকালে এই পরিস্থিতিতে মানুষের জন্য আরও যা যা করার তিনি করবেন ৷

বেহালা, 10 মে : বেহালার ঠাকুরপুকুর রোডে অটো চালায় রানা ৷ পাশাপাশি রেড ভলেন্টিয়ারের সদস্য তিনি । গতকাল রাতে রেড ভলেন্টিয়ারদের তরফ থেকে রানা নাথের কাছে একটা ফোন আসে, অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না ৷

বেহালা ম্যানটনে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এক করোনা রোগী ৷ তাঁর ছেলে এবং মেয়ে দুজনেই কর্মসূত্রে বাইরে থাকেন । রোগীর অবস্থা আশঙ্কাজনক ৷ ভর্তি করতে হবে হাসপাতালে ৷ খবর পেয়ে কোনও কিছু না ভেবেই নিজের অটো নিয়েই যান রানা ৷ সঙ্গে নেন দুই বন্ধুকে ৷ জোগাড় করেন তিনটি পিপিই কিট ৷ ম্যানটনের বহুতলের চার তলায় উঠে যায় তিন বন্ধু ৷ বিছানার চাদরে করে রোগীকে নামিয়ে আনেন তাঁরা ৷ অটো করেই রোগীকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে ৷ সেখানেই ভর্তি করা হয় তাঁকে ৷

আরও পড়ুন : কীভাবে বুঝবেন আপনার মিউকরমাইকোসিস হয়েছে ?

এবিষয়ে রানার বক্তব্য, তাঁর পক্ষে যতটা সম্ভব, তিনি করেছেন ৷ পরবর্তীকালে এই পরিস্থিতিতে মানুষের জন্য আরও যা যা করার তিনি করবেন ৷

Last Updated : May 19, 2021, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.