কলকাতা, 13 জুলাই : লেখক ও সাহিত্যিকদের নিয়ে তৈরি হল অথরস অ্যান্ড পোয়েটস গিল্ড । বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের পর লেখক ও সাহিত্যিকদের স্বার্থ রক্ষার জন্যই এই নতুন গিল্ড তৈরি করা হল । রাজ্যে লেখক থেকে শুরু করে সাহিত্যিক ও কবিদের লেখনীর জন্য অনেক সময় রাজরোষের মুখে পড়তে হয় ৷ লেখক, সাহিত্যিক ও কবিদের আর্থিক স্বাচ্ছন্দের দিকে লক্ষ্য রাখবে এই গিল্ড ।
লেখা বা বই প্রকাশিত হওয়ার পর যাতে লেখক যাতে তার ন্যায্য মূল্য পান সেই বিষয়ে নজর দেবে গিল্ড । সেই সঙ্গে লেখার জন্য রাজরোষের মুখে পড়লে সংশ্লিষ্ট লেখকের পাশে দাঁড়াবে অথরস অ্যান্ড পোয়েটস গিল্ড । সোমবার প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে গিল্ডের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ ও অন্যান্যরা ।
আরও পড়ুন : ট্রেলারেই বাজিমাৎ ভূজের, অজয়ের ফিল্ম শোনাবে 71-এর যুদ্ধজয়ের গল্প
নতুন এই গিল্ডের সভাপতির পদে রয়েছেন নির্বেদ রায়, সহ সভাপতির দায়িত্ব সামলাবেন তপন বন্দ্যোপাধ্যায় ও স্বপ্নময় চক্রবর্তী । এছাড়াও গিল্ডের সদস্য পদে রয়েছেন ত্রিদিব চট্টোপাধ্যায়, সৈকত মুখোপাধ্যায়, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, দীপান্বিতা রায়, জয়দীপ চক্রবর্তী ৷
উদ্বোধন করতে এসে ফিরহাদ হাকিম জানান, আমাদের দেশে লেখক, সাহিত্যিক ও কবিদের আর্থিক মন্দার মধ্যে জীবন কাটাতে হয় । এই নতুন তৈরি হওয়া গিল্ডের প্রধান কাজ হবে লেখক, সাহিত্যিক ও কবিদের আর্থিক স্বাচ্ছন্দের দিকে লক্ষ্য রাখা । গণতন্ত্র রক্ষা করতে লেখক ও সাহিত্যিকদের স্বাধীনতা দিতে হবে ।