ETV Bharat / state

নজর ডার্বিতে, রবিবার বিশ্রামে রয় কৃষ্ণ - jamshedpur fc

আইএসএলের বাকি ম্যাচের কথা চিন্তা করে রয় কৃষ্ণকে সামলে রাখতে চান হাবাস । একই সঙ্গে তাকে তরতাজা রাখার ভাবনা রয়েছে । তিনি বলেছেন, "আইএসএলে সেরা স্ট্রাইকার রয় কৃষ্ণ । তাঁকে রক্ষা কথা মাথায় রাখতে হবে । কোনও ফুটবলারের পক্ষে প্রতিটি ম্যাচ নব্বই মিনিট খেলা যথেষ্ঠ পরিশ্রমের । তাই রবিবারের ম্যাচে রয় কৃষ্ণকে সম্ভবত বিশ্রাম দেওয়া হবে ।"

roy krishna
roy krishna
author img

By

Published : Feb 13, 2021, 10:54 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি : রয় কৃষ্ণকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত আন্তেনিও লোপেজ হাবাসের । রবিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ফিজিয়ান স্ট্রাইকারকে প্রথম একাদশের বাইরে রেখে নামতে পারে এটিকে মোহনবাগান ।

দলের জয়ের হ্যাটট্রিকের অন্যতম কারিগর রয় কৃষ্ণ । আইএসএলের শীর্ষ গোলদাতার দৌড়েও রয়েছেন তিনি । স্বাভাবিক ভাবেই তাঁকে আটকানোই প্রতিটি প্রতিপক্ষের প্রধান এজেন্ডা ।

আইএসএলের বাকি ম্যাচের কথা চিন্তা করে রয় কৃষ্ণকে সামলে রাখতে চান হাবাস । একই সঙ্গে তাকে তরতাজা রাখার ভাবনা রয়েছে । তিনি বলেছেন, "আইএসএলে সেরা স্ট্রাইকার রয় কৃষ্ণ । তাকে রক্ষা কথা মাথায় রাখতে হবে । কোনও ফুটবলারের পক্ষে প্রতিটি ম্যাচ নব্বই মিনিট খেলা যযেষ্ঠ পরিশ্রমের । তাই রবিবারের ম্যাচে রয় কৃষ্ণ কে সম্ভবত বিশ্রাম দেওয়া হবে ।"

জানিয়েছেন হাবাস। মার্সেলিনহোর যোগদানে দলের আক্রমনভাগের শক্তি বেড়েছে । তাঁর খেলায় খুশি সবুজ মেরুন চাণক্য । তবে আক্রমণাত্মক ফুটবল পছন্দ করলেও হাবাস আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভারসাম্য চান ।

তাঁর মতে পরিকল্পনার সঠিক রূপায়নে দলের প্রত্যাশা পূরন সম্ভব।চোট সারিয়ে মাঠে ফিরে ভালো খেলছেন ডেভিড উইলিয়ামস। তার ওপর ভরসার কথা বলেছেন স্প্যানিশ কোচ । রবিবার তিনি হয়তো প্রথম একাদশে থাকবেন ।

অন্য দলের বিরুদ্ধে জামশেদপুর এফসির পারফরম্যান্স দেখে কোনও ধারণা করতে রাজি নন আন্তোনিও লোপেজ হাবাস । তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ইস্পাত নগরীর ক্লাবের পরাজয় দেখে কোনও সিদ্ধান্ত নিতে রাজি নন ।

প্রতিপক্ষ সম্বন্ধে আগে থেকেই একটা ধারণা এটিকে-মোহনবাগান কোচের রয়েছে।এবং তার ওপরে ভিত্তি করেই কৌশল সাজাতে চান । প্লে অফে জায়গা পাকা হলেও আত্মতুষ্টি র কোনও জায়গা নেই সবুজ মেরুন সাজঘরে।বরং আরও শক্ত করে দলের হাল ধরার ইঙ্গিত ।

আরও পড়ুন : বার্ষিক সভার আগে মোহনবাগানে বিক্ষোভ

"জামশেদপুর দলের প্রতিটি বিভাগে একাধিক ভালো ফুটবলার রয়েছেন । ডিফেন্স, মিডফিল্ড,অ্যাটাক সব বিভাগে ওরা শক্তিশালী।সম্ভবত রবিবার ডেভিড গ্রানাডে,ভালকিসকে আক্রমনভাগে খেলাবে।কারন ওদের সামনে প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে," প্রতিপক্ষ বিশ্লেষণ এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচের।

রবিবারের ম্যাচের পরেই প্রতিক্ষিত ডার্বি। সে সম্বন্ধে কোনও কথা সরাসরি না বললেও সবুজ মেরুন হেডস্যার বলছেন,"দল এখন আত্মবিশ্বাসী । এখন আমরা লিগ জয়ের জন্য শক্তি বাড়ানোর দিকে চেষ্টা করব।তবে এখন আমাদের চোখ শুধুই রবিবারের ম্যাচ।"

আরও পড়ুন : রোহিতের দুরন্ত শতরান, প্রথম দিনের শেষে 6 উইকেটে 300 ভারত

ইতিমধ্যে ফের জয়ের হ্যাটট্রিক করেছে এটিকে-মোহনবাগান । তবে তা নিয়ে কোনও আলোচনা চান না। লিগের শেষ চারটে ম্যাচ জয় পাখির চোখ গঙ্গাপাড়ের ক্লাবের । প্রতিটি ম্যাচের প্রতিপক্ষ যেমন আলাদা তাদের প্রস্তুতি ভিন্ন বলে জানিয়েছে সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক । চোট সারিয়ে এডু গার্সিয়ার প্রত্যাবর্তনে আরও দশদিন দরকার ।

কলকাতা, 13 ফেব্রুয়ারি : রয় কৃষ্ণকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত আন্তেনিও লোপেজ হাবাসের । রবিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ফিজিয়ান স্ট্রাইকারকে প্রথম একাদশের বাইরে রেখে নামতে পারে এটিকে মোহনবাগান ।

দলের জয়ের হ্যাটট্রিকের অন্যতম কারিগর রয় কৃষ্ণ । আইএসএলের শীর্ষ গোলদাতার দৌড়েও রয়েছেন তিনি । স্বাভাবিক ভাবেই তাঁকে আটকানোই প্রতিটি প্রতিপক্ষের প্রধান এজেন্ডা ।

আইএসএলের বাকি ম্যাচের কথা চিন্তা করে রয় কৃষ্ণকে সামলে রাখতে চান হাবাস । একই সঙ্গে তাকে তরতাজা রাখার ভাবনা রয়েছে । তিনি বলেছেন, "আইএসএলে সেরা স্ট্রাইকার রয় কৃষ্ণ । তাকে রক্ষা কথা মাথায় রাখতে হবে । কোনও ফুটবলারের পক্ষে প্রতিটি ম্যাচ নব্বই মিনিট খেলা যযেষ্ঠ পরিশ্রমের । তাই রবিবারের ম্যাচে রয় কৃষ্ণ কে সম্ভবত বিশ্রাম দেওয়া হবে ।"

জানিয়েছেন হাবাস। মার্সেলিনহোর যোগদানে দলের আক্রমনভাগের শক্তি বেড়েছে । তাঁর খেলায় খুশি সবুজ মেরুন চাণক্য । তবে আক্রমণাত্মক ফুটবল পছন্দ করলেও হাবাস আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভারসাম্য চান ।

তাঁর মতে পরিকল্পনার সঠিক রূপায়নে দলের প্রত্যাশা পূরন সম্ভব।চোট সারিয়ে মাঠে ফিরে ভালো খেলছেন ডেভিড উইলিয়ামস। তার ওপর ভরসার কথা বলেছেন স্প্যানিশ কোচ । রবিবার তিনি হয়তো প্রথম একাদশে থাকবেন ।

অন্য দলের বিরুদ্ধে জামশেদপুর এফসির পারফরম্যান্স দেখে কোনও ধারণা করতে রাজি নন আন্তোনিও লোপেজ হাবাস । তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ইস্পাত নগরীর ক্লাবের পরাজয় দেখে কোনও সিদ্ধান্ত নিতে রাজি নন ।

প্রতিপক্ষ সম্বন্ধে আগে থেকেই একটা ধারণা এটিকে-মোহনবাগান কোচের রয়েছে।এবং তার ওপরে ভিত্তি করেই কৌশল সাজাতে চান । প্লে অফে জায়গা পাকা হলেও আত্মতুষ্টি র কোনও জায়গা নেই সবুজ মেরুন সাজঘরে।বরং আরও শক্ত করে দলের হাল ধরার ইঙ্গিত ।

আরও পড়ুন : বার্ষিক সভার আগে মোহনবাগানে বিক্ষোভ

"জামশেদপুর দলের প্রতিটি বিভাগে একাধিক ভালো ফুটবলার রয়েছেন । ডিফেন্স, মিডফিল্ড,অ্যাটাক সব বিভাগে ওরা শক্তিশালী।সম্ভবত রবিবার ডেভিড গ্রানাডে,ভালকিসকে আক্রমনভাগে খেলাবে।কারন ওদের সামনে প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে," প্রতিপক্ষ বিশ্লেষণ এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচের।

রবিবারের ম্যাচের পরেই প্রতিক্ষিত ডার্বি। সে সম্বন্ধে কোনও কথা সরাসরি না বললেও সবুজ মেরুন হেডস্যার বলছেন,"দল এখন আত্মবিশ্বাসী । এখন আমরা লিগ জয়ের জন্য শক্তি বাড়ানোর দিকে চেষ্টা করব।তবে এখন আমাদের চোখ শুধুই রবিবারের ম্যাচ।"

আরও পড়ুন : রোহিতের দুরন্ত শতরান, প্রথম দিনের শেষে 6 উইকেটে 300 ভারত

ইতিমধ্যে ফের জয়ের হ্যাটট্রিক করেছে এটিকে-মোহনবাগান । তবে তা নিয়ে কোনও আলোচনা চান না। লিগের শেষ চারটে ম্যাচ জয় পাখির চোখ গঙ্গাপাড়ের ক্লাবের । প্রতিটি ম্যাচের প্রতিপক্ষ যেমন আলাদা তাদের প্রস্তুতি ভিন্ন বলে জানিয়েছে সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক । চোট সারিয়ে এডু গার্সিয়ার প্রত্যাবর্তনে আরও দশদিন দরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.