কলকাতা, 1 নভেম্বর: হাতিবাগান নবীন পল্লির (Hati Bagan Nabinpally) এবছরের বিজয়া সম্মিলনী ও আগামী বছরের থিম শিল্পীর নাম ঘোষণা অনুষ্ঠানে সোমবার হাজির হন স্থানীয় কাউন্সিলর ও ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh) ।
অতীন ঘোষ কাশিপুর-বেলগাছিয়ার বিধায়কও বটে । ক্লাব সদস্যদের নানা ধরনের পারফরম্যান্সে জমজমাট হয়ে ওঠে এদিনের অনুষ্ঠান । তার মধ্যেই পরিবার নিয়ে হাজির হন অতীন ঘোষও। সঙ্গে ছিলেন স্ত্রী ঝুমা ঘোষ ও কন্যা প্রিয়দর্শনী । তাঁর উপস্থিতিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত সকলেই দর্শক ও সমর্থকরা। হাতিবাগান নবীন পল্লি ক্লাবের অন্যতম কর্তা অবশ্য অতীনবাবু নিজেই । ফলে নিজের ক্লাবের বিজয়ার অনুষ্ঠানে বিধায়ক, ডেপুটি মেয়র বা কাউন্সিলর এসব পিছনে ফেলে এক্কেবারে অন্য রকম মুডে নিজেকে উপস্থিত করলেন তিনি ।
জানা যায়, আগামী বছরের থিম শিল্পীর নাম ঘোষণার পরেই সঞ্চালক অতীন ঘোষকে কিছু বলার আবেদন করেন । তিনি সংক্ষিপ্তভাবে দু-চার কথা বলে নেমে যাচ্ছিলেন, ঠিক সেই সময় উপস্থিত বাকি সদস্যের তরফে আবদার আসে গান গাইতে হবে দাদাকে । দিনভর ছটপুজো উপলক্ষে নিজের বিধানসভা এলাকায় ঘুরতে হয়েছে, বক্তব্য রাখতে হয়েছে তাই গলার অবস্থা ভালো নয় এমন জানালেও কোনওমতেই তাঁকে ছাড়তে রাজি ছিলেন না অনুরাগীরা ৷
আরও পড়ুন: নির্বাচনে কাজ করতে প্যারা মিলিটারিদের আলাদা কোর্স করানো উচিত, মত অতীন ঘোষের
এরপর সদস্যরা তাঁদের দাবিতে অনড় থাকলে শেষমেষ তিনি রাজি হন ৷ জমে ওঠে এদিনের গানের আসর । কফি হাউজের আড্ডা থেকে শুরু করে বাংলাদেশের হাওয়া সিনেমার তুমি বন্ধু কালা পাখি, এই পথ যদি না শেষ হয় এমন একের পর এক গান গেয়ে মাতিয়ে দেন মঞ্চ অতীন ঘোষ (Atin Ghosh) । আর কলকাতার উপমহানগরিক অতীন ঘোষের সেই গান গাওয়ার মুহূর্ত ধরা পড়ে ইটিভি ভারতের ক্যামেরায় ।