ETV Bharat / state

Assembly Winter Session: রেশন দুর্নীতির আবহেই শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন

বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে 24 নভেম্বর ৷ 4 ডিসেম্বর থেকে অধিবেশন বসবে বলে জানানো হলেও তা এগিয়ে এনে 24 নভেম্বর করা হয়েছে ৷

Etv Bharat
বিধানসভা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 10:45 PM IST

কলকাতা, 7 নভেম্বর: রেশন দুর্নীতির আবহেই আগামী 24 নভেম্বর থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন । বিধানসভা সূত্রে এমনটাই খবর । চলতি মাসের শুরুতেই স্বল্পকালীন অধিবেশন বসতে পারে বলে শোনা যাচ্ছিল । কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি । তার বদলে একবারে শীতকালীন অধিবেশনে কিছুটা এগিয়ে এনে শুরু করা হচ্ছে বলে খবর ।

দুর্গাপুজোর আগেই বিধায়কদের ভাতাবৃদ্ধির বিল বিধানসভায় পাস করতে অধিবেশন ডেকেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । সেই সময় রাজভবন থেকে এই বিল পেশের অনুমতি না দেওয়ায় শেষ পর্যন্ত অধিবেশন ডেকেও বিল পেশ করা যায়নি তখনই শীতকালীন অধিবেশনের জন্য 4 ডিসেম্বর থেকে অধিবেশন বসবে এমনটাই জানানো হয়েছিল । তবে এদিন বিধানসভা সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে এই অধিবেশনে এগিয়ে 24 নভেম্বর থেকে বসতে চলেছে এবং তা চলতে পারে 7 ডিসেম্বর পর্যন্ত ।

এখনও পর্যন্ত বিধানসভায় মূলত দুটি বিল জমা পড়েছে ৷ এর মধ্যে যেমন বিধায়কদের ভাতা বৃদ্ধির বিল রয়েছে একইসঙ্গে কেন্দ্রের পাঠানো জিএসটি বিলও রয়েছে । আগামিকাল অর্থাৎ বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে আর কী কী বিল এই শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে । মূলত তার উপর নির্ভর করবে এই অধিবেশন কতদিন দীর্ঘ হবে ।

এদিকে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে । শীতকালীন অধিবেশনে প্রত্যেক বছর একটা গুরুত্বপূর্ণ সেশন হয় । এবারও বাড়তি গুরুত্ব থাকবে এই সেশনের । বিরোধী শিবিরের তরফ থেকে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, "এখনও আমাদের কাছে এই সংক্রান্ত কোনও চিঠি এসে পৌঁছয়নি । চিঠি এলে এই বিষয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানানো হবে । বিধানসভা অধিবেশনে সমসাময়িক ইস্যু তথা মানুষের দাবি-দাওয়া তুলে ধরার চেষ্টা করি আমরা । এবারও তার ব্যতিক্রম হবে না ।"

আরও পড়ুন : অধিবেশন ডেকে পাশ করানো যায়নি বিধায়ক-মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিল, পরদিনই অনুমোদন রাজ্যপালের

কলকাতা, 7 নভেম্বর: রেশন দুর্নীতির আবহেই আগামী 24 নভেম্বর থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন । বিধানসভা সূত্রে এমনটাই খবর । চলতি মাসের শুরুতেই স্বল্পকালীন অধিবেশন বসতে পারে বলে শোনা যাচ্ছিল । কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি । তার বদলে একবারে শীতকালীন অধিবেশনে কিছুটা এগিয়ে এনে শুরু করা হচ্ছে বলে খবর ।

দুর্গাপুজোর আগেই বিধায়কদের ভাতাবৃদ্ধির বিল বিধানসভায় পাস করতে অধিবেশন ডেকেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । সেই সময় রাজভবন থেকে এই বিল পেশের অনুমতি না দেওয়ায় শেষ পর্যন্ত অধিবেশন ডেকেও বিল পেশ করা যায়নি তখনই শীতকালীন অধিবেশনের জন্য 4 ডিসেম্বর থেকে অধিবেশন বসবে এমনটাই জানানো হয়েছিল । তবে এদিন বিধানসভা সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে এই অধিবেশনে এগিয়ে 24 নভেম্বর থেকে বসতে চলেছে এবং তা চলতে পারে 7 ডিসেম্বর পর্যন্ত ।

এখনও পর্যন্ত বিধানসভায় মূলত দুটি বিল জমা পড়েছে ৷ এর মধ্যে যেমন বিধায়কদের ভাতা বৃদ্ধির বিল রয়েছে একইসঙ্গে কেন্দ্রের পাঠানো জিএসটি বিলও রয়েছে । আগামিকাল অর্থাৎ বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে আর কী কী বিল এই শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে । মূলত তার উপর নির্ভর করবে এই অধিবেশন কতদিন দীর্ঘ হবে ।

এদিকে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে । শীতকালীন অধিবেশনে প্রত্যেক বছর একটা গুরুত্বপূর্ণ সেশন হয় । এবারও বাড়তি গুরুত্ব থাকবে এই সেশনের । বিরোধী শিবিরের তরফ থেকে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, "এখনও আমাদের কাছে এই সংক্রান্ত কোনও চিঠি এসে পৌঁছয়নি । চিঠি এলে এই বিষয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানানো হবে । বিধানসভা অধিবেশনে সমসাময়িক ইস্যু তথা মানুষের দাবি-দাওয়া তুলে ধরার চেষ্টা করি আমরা । এবারও তার ব্যতিক্রম হবে না ।"

আরও পড়ুন : অধিবেশন ডেকে পাশ করানো যায়নি বিধায়ক-মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিল, পরদিনই অনুমোদন রাজ্যপালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.