কলকাতা, 17 এপ্রিল: ফের কংগ্রেসের ঘরে ভাঙন ধরাল তৃণমূল । সুস্মিতা দেবের পর কংগ্রেস ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগ দিলেন অসমের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা (Ripun Bora Joined TMC) ।
কয়েকদিন ধরেই খবর ছড়িয়েছিল যে রিপুন আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন। তবে অরবিন্দ কেজরিওয়ালের দল অসম নয়, গুজরাত এবং হিমাচল নিয়ে ঝাঁপাচ্ছে । অন্যদিকে ইতিমধ্যেই অসম ও মেঘালয়ে ঘাঁটি গেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সুস্মিতা দেব কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছেন । তাই সেসব বিবেচনা করেই রিপুন তৃণমূলে যোগ দিলেন। রবিবার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করেছেন । এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম, ত্রিপুরা এবং উত্তর-পূর্বে তৃণমূল কংগ্রেসের অন্যতম পর্যবেক্ষক সুস্মিতা দেব, তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন।
আরও পড়ুন : Babul on Asansol Victory : "আসানসোল প্রমাণ করল, তারা আমাকেই ভোট দিত", মন্তব্য বাবুলের
রিপুন বোরা অসমের একজন ওজনদার নেতা। আগে শুধু সাংসদ হিসাবে তিনি তার দায়িত্ব সামলাননি। ছিলেন প্রাক্তন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী ৷ এমনকি শিক্ষামন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। রিপুন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় অসমে তৃণমূল যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির চেষ্টা করছে, তাতে বাড়তি অক্সিজেন যোগ হল বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই গোয়া, ত্রিপুরা এবং মেঘালয় তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক শক্তি বিস্তারের জন্য চেষ্টা চালাচ্ছে । গোয়ায় গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লড়াই করে কোনও আসন জিততে না পারলেও এ রাজ্যের শাসকদলের দাবি, গোয়াতে যেভাবে তাদের ভোট বৃদ্ধি হয়েছে তা যথেষ্ট আশাব্যঞ্জক। ত্রিপুরার ক্ষেত্রেও তারা সংগঠন বিস্তারের যথেষ্ট আশাবাদী । আগামিদিনে তৃণমূল মেঘালয় এবং অসমেও নিজেদের সাংগঠনিক শক্তি বিস্তারের চেষ্টা করছে ।
বিধানসভা নির্বাচনে বিজেপির পাঁচ রাজ্যের ভাল ফলের পর তৃণমূলের সাংগঠনিক শক্তি বিস্তারের প্রয়াস কিছুটা হলেও থমকে গিয়েছিল ৷ তবে রিপুন বোরার তৃণমূলে সংযুক্তিকরণ নতুন করে উত্তর-পূর্বের রাজনীতিতে ঘাসফুলের শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে ।