ETV Bharat / state

Pawan Singh: ছত্তীশগড়ের প্রচারে অর্জুন-পুত্রের উপর ভরসা রাখছে বিজেপি, পবনকে প্রস্তুত থাকতে বললেন শুভেন্দু - তৃণমূল কংগ্রেস

চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন হবে ছত্তীশগড়ে ৷ ওই রাজ্যে প্রচারে যাবেন বিজেপির বেশ কয়েকজন বিধায়ক ৷ সেই তালিকায় নাম থাকতে পারে বিজেপি থেকে তৃণমূলে যাওয়া সাংসদ অর্জুন সিংয়ের বিধায়ক পুত্র পবন সিং ৷ তাঁকে প্রস্তুত থাকতে বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Pawan Singh
Pawan Singh
author img

By

Published : Jul 18, 2023, 3:40 PM IST

কলকাতা, 18 জুলাই: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও, গেরুয়া শিবিরের উপরই ভরসা রেখেছিলেন তাঁর পুত্র পবন সিং । অবশেষে এই ভরসার মূল্য পেতে চলেছেন তিনি । তিনি জায়গা পেতে পারেন ছত্তীশগড় বিধানসভা নির্বাচনের প্রচারকদের তালিকায় ৷ স্বয়ং বিরোধী দলেনেতা শুভেন্দু অধিকারী তাঁকে এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছেন ভাটপাড়ার বিধায়ক ৷

পবন সিং ইটিভি ভারতকে বলেন, ‘‘এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রাথমিক একটা কথাবার্তা হয়েছে । গতকাল আমি যখন বিধানসভায় গিয়েছিলাম ৷ তিনি আমাকে ছত্তীশগড়ে প্রচারে যাওয়ার কথা বলেন । আমি তাঁকে জানিয়েছি, দলের অনুগত সৈনিক হিসাবে যেখানে আমাকে দল দায়িত্ব দেবে, আমি তা পালন করব । এখনও কীভাবে প্রচার হবে, কবে থেকে প্রচারে যেতে হবে, সে বিষয়ে আমার ধারণা নেই ৷ দল যা জানাবে, আমি সেই নির্দেশ মেনে চলব ।’’

প্রসঙ্গত, চলতি বছরের শেষে ছত্তীশগড়ে বিধানসভা নির্বাচন । ইতিমধ্যেই এই বিধানসভা নির্বাচনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির । ওই রাজ্যে প্রচারের জন্য পাঠানো হবে পশ্চিমবঙ্গের বিধায়কদেরও । শুভেন্দু অধিকারী নিজে তো থাকবেনই । এবার সেই তালিকায় নাম থাকছে অর্জুন সিং-এর ছেলে পবন সিংয়ের ।

বিজেপি সূত্রে খবর, সামগ্রিকভাবে ছত্তীশগড়ে বিজেপির হয়ে প্রচারের জন্য যে বিধায়কদের তালিকা তৈরি করা হচ্ছে, তার দায়িত্ব দেওয়া হয়েছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে । তিনি এই তালিকা তৈরি করে শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেবেন । তাঁর নির্দেশ মতোই আগামীতে প্রচার হবে । তালিকায় পবন ছাড়াও থাকতে পারে অগ্নিমিত্রা পাল, অসীম সরকার, বিমান ঘোষ-সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ বিজেপি বিধায়কের নাম ৷

আরও পড়ুন: বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি, সিপিএম ও কংগ্রেসকে নিশানা শুভেন্দুর

কলকাতা, 18 জুলাই: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও, গেরুয়া শিবিরের উপরই ভরসা রেখেছিলেন তাঁর পুত্র পবন সিং । অবশেষে এই ভরসার মূল্য পেতে চলেছেন তিনি । তিনি জায়গা পেতে পারেন ছত্তীশগড় বিধানসভা নির্বাচনের প্রচারকদের তালিকায় ৷ স্বয়ং বিরোধী দলেনেতা শুভেন্দু অধিকারী তাঁকে এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছেন ভাটপাড়ার বিধায়ক ৷

পবন সিং ইটিভি ভারতকে বলেন, ‘‘এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রাথমিক একটা কথাবার্তা হয়েছে । গতকাল আমি যখন বিধানসভায় গিয়েছিলাম ৷ তিনি আমাকে ছত্তীশগড়ে প্রচারে যাওয়ার কথা বলেন । আমি তাঁকে জানিয়েছি, দলের অনুগত সৈনিক হিসাবে যেখানে আমাকে দল দায়িত্ব দেবে, আমি তা পালন করব । এখনও কীভাবে প্রচার হবে, কবে থেকে প্রচারে যেতে হবে, সে বিষয়ে আমার ধারণা নেই ৷ দল যা জানাবে, আমি সেই নির্দেশ মেনে চলব ।’’

প্রসঙ্গত, চলতি বছরের শেষে ছত্তীশগড়ে বিধানসভা নির্বাচন । ইতিমধ্যেই এই বিধানসভা নির্বাচনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির । ওই রাজ্যে প্রচারের জন্য পাঠানো হবে পশ্চিমবঙ্গের বিধায়কদেরও । শুভেন্দু অধিকারী নিজে তো থাকবেনই । এবার সেই তালিকায় নাম থাকছে অর্জুন সিং-এর ছেলে পবন সিংয়ের ।

বিজেপি সূত্রে খবর, সামগ্রিকভাবে ছত্তীশগড়ে বিজেপির হয়ে প্রচারের জন্য যে বিধায়কদের তালিকা তৈরি করা হচ্ছে, তার দায়িত্ব দেওয়া হয়েছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে । তিনি এই তালিকা তৈরি করে শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেবেন । তাঁর নির্দেশ মতোই আগামীতে প্রচার হবে । তালিকায় পবন ছাড়াও থাকতে পারে অগ্নিমিত্রা পাল, অসীম সরকার, বিমান ঘোষ-সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ বিজেপি বিধায়কের নাম ৷

আরও পড়ুন: বাংলায় কুস্তি বেঙ্গালুরুতে দোস্তি, সিপিএম ও কংগ্রেসকে নিশানা শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.