কলকাতা, 22 নভেম্বর : একাধিক দাবিদাওয়া নিয়ে রাস্তায় নামল অ্যাপ ক্যাব মালিক সংগঠন । গতকাল CITU অনুমোদিত কলকাতা ওলা উবের অ্যাপ অপারেটরস অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের পক্ষ থেকে মিছিল করা হয় । পাশাপাশি 26 নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনেও মিছিল করে তারা ।
অ্যাপ ক্যাব চালকদের দাবি, কোনও কারণ ছাড়াই চালকদের ID ব্লক করা যাবে না । বুকিং ফি বন্ধ করতে হবে । নয়তো চালকদের বুকিং ফি থেকে টাকা দিতে হবে । বাড়তি অ্যাডমিশন ফি মকুব করতে হবে । সংস্থাগুলির চালকদের ইনসেনটিভ অনিয়মিতভাবে দেওয়া যাবে না ।
লকডাউনে একটানা দীর্ঘদিন অ্যাপ ক্যাব চালক ও মালিকদের রোজগার বন্ধ ছিল । আনলক পর্ব শুরু হতেই অ্যাপ ক্যাবগুলি চালু হয়েছে । কিন্তু যাত্রী সংখ্যা আগের মতো হচ্ছে না । এর জেরে চালক ও মালিকদের সমস্যা থেকেই গিয়েছে ।
সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "সম্প্রতি উবার-অ্যাপ ক্যাব সংস্থা যাত্রীদের থেকে 6 টাকা প্রতি কিমি বুকিং ফি নিচ্ছে । যেটা আগে নেওয়া হত না । আমাদের দাবি এই বুকিং ফি অবিলম্বে বন্ধ করা হোক । নাহলে 6 টাকা থেকে 3 টাকা চালকদের দেওয়া হোক ।"
তিনি আরও বলেন, "উবার গাড়ি চালাতে গেলে প্রথমে অ্যাডমিশন ফি দিতে হয় । আগে অ্যাডমিশন ফি ছিল 295 টাকা । বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 1440 টাকা । এই বাড়তি অ্যাডমিশন ফি মকুব করা হোক । সংস্থাগুলির চালকদের অনিয়মিত ইনসেনটিভ মিলছে । কাউকে দিচ্ছে, আবার কাউকে দিচ্ছে না । আমাদের দাবি সবাইকে ইনসেেনটিভ দেওয়া হোক ।"
মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অসংখ্য চালকের ID ব্লক করে দেওয়া হয়েছে । ব্লক করে দেওয়া IDগুলি অবিলম্বে খুলে দেওয়া হোক । এর সঙ্গে চালকদের কোভিড স্বাস্থ্যবিমা চালু করা হোক । উপরোক্ত বিষয়ে স্থানীয় ম্যানেজমেন্ট একমত হয়েছেন । ইতিমধ্যে 22 জনের ID খুলে দেওয়া হয়েছে । মঙ্গলবারের মধ্যে বাকিদের ID খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে ।