ETV Bharat / state

Anubrata Mandal Health Problem: বুকে ব্যথা কিছুতেই কমছে না অনুব্রতর, পাঠানো হল রামরিক হাসপাতালে - এসএসকেএম থেকে সামরিক হাসপাতালে অনুব্রত মণ্ডল

এসএসকেএম থেকে অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Health Problem) । চিকিৎসকেরা জানালেন, তাঁর বুকের ব্যথা এখনও কমছে না ৷

Anubrata Mondal Health Problem
অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হল অনুব্রত মণ্ডলকে
author img

By

Published : Apr 20, 2022, 5:38 PM IST

Updated : Apr 20, 2022, 6:56 PM IST

বীরভূম, 20 এপ্রিল: সিটি অ্যাঞ্জিও করতে এসএসকেএম থেকে অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হল অনুব্রত মণ্ডলকে । 6 এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । এখনও পর্যন্ত তাঁর বুকের ব্যথা কমছে না এমনটাই জানা গিয়েছে এসএসকেএম সূত্রে (Anubrata Health Problem) ৷

সিবিআইয়ের তলবে গত 6 এপ্রিল গরু পাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের । সেই মতো কলকাতার ফ্ল্যাট থেকে বের হয়েছিলেন অনুব্রত ৷ কিন্তু দেখা যায়, নিজাম প্যালেসে না গিয়ে সোজা এসএসকেওএমে চলে যান তিনি ৷ শারীরিক অসুস্থতার জন্য ভর্তি নেওয়া হয় তাঁকে ৷

আরও পড়ুন : Anubrata Mandal : আজ সিবিআই দফতরে হাজিরা অনুব্রতর, নিজাম প্যালেসে কড়া নিরাপত্তা

বুধবার এসএসকেএম- উডবার্ন থেকে বের করা হয় অনুব্রতবাবুকে ৷ সিটি অ্য়াঞ্জিও করাতে অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হল ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের বুকের ব্যথা কিছুতেই কমছে না ৷ হৃদযন্ত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে । তাই আরও ভাল চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছেন চিকিৎসকেরা ৷

হাসপাতাল থেকে আগেই জানানো হয়েছিল, তাঁর গোপনাঙ্গেও গুরুতর সমস্যা রয়েছে ৷ এগুলোর পাশাপাশি সেটারও চিকিৎসা চলছে ৷ এমনকী, তাঁর ফুসফুস পরীক্ষার রিপোর্টও খুব একটা ভাল আসেনি ৷ ফুসফুসে জল জমে রয়েছে ৷ সব মিলিয়ে অসুস্থ অনুব্রতবাবু প্রায় 15 দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

বীরভূম, 20 এপ্রিল: সিটি অ্যাঞ্জিও করতে এসএসকেএম থেকে অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হল অনুব্রত মণ্ডলকে । 6 এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । এখনও পর্যন্ত তাঁর বুকের ব্যথা কমছে না এমনটাই জানা গিয়েছে এসএসকেএম সূত্রে (Anubrata Health Problem) ৷

সিবিআইয়ের তলবে গত 6 এপ্রিল গরু পাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের । সেই মতো কলকাতার ফ্ল্যাট থেকে বের হয়েছিলেন অনুব্রত ৷ কিন্তু দেখা যায়, নিজাম প্যালেসে না গিয়ে সোজা এসএসকেওএমে চলে যান তিনি ৷ শারীরিক অসুস্থতার জন্য ভর্তি নেওয়া হয় তাঁকে ৷

আরও পড়ুন : Anubrata Mandal : আজ সিবিআই দফতরে হাজিরা অনুব্রতর, নিজাম প্যালেসে কড়া নিরাপত্তা

বুধবার এসএসকেএম- উডবার্ন থেকে বের করা হয় অনুব্রতবাবুকে ৷ সিটি অ্য়াঞ্জিও করাতে অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হল ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের বুকের ব্যথা কিছুতেই কমছে না ৷ হৃদযন্ত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে । তাই আরও ভাল চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছেন চিকিৎসকেরা ৷

হাসপাতাল থেকে আগেই জানানো হয়েছিল, তাঁর গোপনাঙ্গেও গুরুতর সমস্যা রয়েছে ৷ এগুলোর পাশাপাশি সেটারও চিকিৎসা চলছে ৷ এমনকী, তাঁর ফুসফুস পরীক্ষার রিপোর্টও খুব একটা ভাল আসেনি ৷ ফুসফুসে জল জমে রয়েছে ৷ সব মিলিয়ে অসুস্থ অনুব্রতবাবু প্রায় 15 দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

Last Updated : Apr 20, 2022, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.