ETV Bharat / state

আমফান : বইপাড়ার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে গঠন স্ক্রুটিনি কমিটি - গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়

আনুমানিক কত টাকার লোকসান হল কলেজ স্ট্রিট বই বিক্রেতা ও প্রকাশকদের তা খতিয়ে দেখা হবে । সেই কাজের জন্য গঠন করা হয়েছে একটি কমিটি ।

clg st
clg st
author img

By

Published : May 30, 2020, 5:27 PM IST

Updated : May 30, 2020, 7:52 PM IST

কলকাতা, 30 মে : দীর্ঘ সময়ের লকডাউনে বই বিক্রেতাদের রোজগার প্রায় বন্ধ । বন্ধ কলেজ স্ট্রিট । এরপর আমফান । বড়সড় ক্ষতির মুখে দাঁড়িয়ে বইপাড়া । এই পরিস্থিতিতে বই বিক্রেতাদের পাশে দাঁড়ানোর আর্জি জানাল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড । পাশাপাশি লকডাউন এবং আমফানের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি পর্যবেক্ষণ বা স্ক্রুটিনি কমিটি ।

লকডাউনে বইয়ের হোম ডেলিভারি চলছিল । তখনও প্রাণ ছিল বইপাড়ায় । ব্যবসা সেভাবে না চললেও কোনওভাবে চলে যাচ্ছিল বই বিক্রেতাদের । কিন্তু আমফান কলেজ স্ট্রিটের ছোটো-বড় বই বিক্রেতাদের প্রায় নিঃস্ব করে দিয়েছে । লোকসান হয়েছে কয়েক কোটি টাকার ।

আনুমানিক কত টাকার লোকসান হল কলেজ স্ট্রিট বই বিক্রেতা ও প্রকাশকদের তা খতিয়ে দেখা হবে । সেই কাজের জন্য গঠন করা হয়েছে একটি কমিটি । গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল । কয়েক কোটি টাকা । তবে এখন তার হিসেব করে ওঠা যায়নি । স্ক্রুটিনি কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবে । এই কমিটিতে থাকছেন বিশিষ্ট ব্যক্তিরা যেমন - প্রাক্তন বিচারপতি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, প্রাক্তন অ্যাডভোকেট এবং বিভিন্ন ব্যাংকের অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আধিকারিক, প্রকাশক, লেখক, বুদ্ধিজীবীসহ আরও অনেকেই ।”

ত্রিদিববাবু আরও বলেন, "এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন রাস্তার উপরের ছোটো হকার ও পুস্তক বিক্রেতারা । রাস্তার উপর যে ছোটো দোকানগুলি ছিল সেগুলি একেবারেই শেষ হয়ে গিয়েছে । বহু দোকানের টিনের চাল উড়ে গিয়েছে । কোনও দোকানের আবার কিছুই অবশিষ্ট নেই । এছাড়াও ছাপাখানা, লাখ লাখ টাকার যন্ত্রেরও ক্ষতি হয়েছে । তাই যাতে কিছুটা হলেও বইপাড়া আবার ঘুরে দাঁড়াতে পারে তাই আমরা বইপ্রেমীদের আর্জি জানাচ্ছি, তাঁরা যেন তাঁদের যথা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেন । গিল্ড থেকে ফান্ডে ইতিমধ্যেই পাঁচ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে ।”

আগামী এক মাসে যা টাকা উঠবে তা ক্ষতিগ্রস্ত বই বিক্রেতাদের মধ্যে বিতরণ করা হবে । তবে তার জন্য পুস্তক বিক্রেতা ও প্রকাশকদের আবেদন করতে হবে ।অন্যদিকে গিল্ডের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে ।



( যাঁরা সহায়তা করতে চান তাঁরা এখানে সাহায্য পাঠাতে পারেন :

Account name- PUBLISHERS & BOOK SELLERS GUILD

Account number - 39351948153

BANK NAME- STATE BANK OF INDIA

Branch- AMHERST STREET

IFSC Code- SBIN0001800 )

কলকাতা, 30 মে : দীর্ঘ সময়ের লকডাউনে বই বিক্রেতাদের রোজগার প্রায় বন্ধ । বন্ধ কলেজ স্ট্রিট । এরপর আমফান । বড়সড় ক্ষতির মুখে দাঁড়িয়ে বইপাড়া । এই পরিস্থিতিতে বই বিক্রেতাদের পাশে দাঁড়ানোর আর্জি জানাল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড । পাশাপাশি লকডাউন এবং আমফানের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি পর্যবেক্ষণ বা স্ক্রুটিনি কমিটি ।

লকডাউনে বইয়ের হোম ডেলিভারি চলছিল । তখনও প্রাণ ছিল বইপাড়ায় । ব্যবসা সেভাবে না চললেও কোনওভাবে চলে যাচ্ছিল বই বিক্রেতাদের । কিন্তু আমফান কলেজ স্ট্রিটের ছোটো-বড় বই বিক্রেতাদের প্রায় নিঃস্ব করে দিয়েছে । লোকসান হয়েছে কয়েক কোটি টাকার ।

আনুমানিক কত টাকার লোকসান হল কলেজ স্ট্রিট বই বিক্রেতা ও প্রকাশকদের তা খতিয়ে দেখা হবে । সেই কাজের জন্য গঠন করা হয়েছে একটি কমিটি । গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল । কয়েক কোটি টাকা । তবে এখন তার হিসেব করে ওঠা যায়নি । স্ক্রুটিনি কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবে । এই কমিটিতে থাকছেন বিশিষ্ট ব্যক্তিরা যেমন - প্রাক্তন বিচারপতি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, প্রাক্তন অ্যাডভোকেট এবং বিভিন্ন ব্যাংকের অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আধিকারিক, প্রকাশক, লেখক, বুদ্ধিজীবীসহ আরও অনেকেই ।”

ত্রিদিববাবু আরও বলেন, "এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন রাস্তার উপরের ছোটো হকার ও পুস্তক বিক্রেতারা । রাস্তার উপর যে ছোটো দোকানগুলি ছিল সেগুলি একেবারেই শেষ হয়ে গিয়েছে । বহু দোকানের টিনের চাল উড়ে গিয়েছে । কোনও দোকানের আবার কিছুই অবশিষ্ট নেই । এছাড়াও ছাপাখানা, লাখ লাখ টাকার যন্ত্রেরও ক্ষতি হয়েছে । তাই যাতে কিছুটা হলেও বইপাড়া আবার ঘুরে দাঁড়াতে পারে তাই আমরা বইপ্রেমীদের আর্জি জানাচ্ছি, তাঁরা যেন তাঁদের যথা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেন । গিল্ড থেকে ফান্ডে ইতিমধ্যেই পাঁচ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে ।”

আগামী এক মাসে যা টাকা উঠবে তা ক্ষতিগ্রস্ত বই বিক্রেতাদের মধ্যে বিতরণ করা হবে । তবে তার জন্য পুস্তক বিক্রেতা ও প্রকাশকদের আবেদন করতে হবে ।অন্যদিকে গিল্ডের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে ।



( যাঁরা সহায়তা করতে চান তাঁরা এখানে সাহায্য পাঠাতে পারেন :

Account name- PUBLISHERS & BOOK SELLERS GUILD

Account number - 39351948153

BANK NAME- STATE BANK OF INDIA

Branch- AMHERST STREET

IFSC Code- SBIN0001800 )

Last Updated : May 30, 2020, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.