কলকাতা, 25 নভেম্বর : ট্রেড ইউনিয়নগুলোর ডাকা বনধে আগামীকাল রাজ্যের সমস্ত সরকারি অফিস খোলা থাকবে । কর্মচারীদের অফিসে আসার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার । নির্দেশিকা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার অফিসে না এলে কাটা যাবে বেতন । এমনকী ছুটিও কাটা যাবে ।
আর পাঁচটা বনধের মতো আগামীকাল ট্রেড ইউনিয়ন গুলোর ডাকা ধর্মঘটের বিরোধিতা জানাল রাজ্য সরকার । রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হল, সাধারণ মানুষের কথা মাথায় রেখে বনধ চাইছে না সরকার । কাল রাজ্যের সমস্ত সরকারি, আধা-সরকারি অফিস খোলা থাকবে । কোনও প্রকার ক্যাজ়ুয়াল লিভ নেওয়া যাবে না । এমনকী প্রথম অর্ধ বা দ্বিতীয় অর্ধেও ছুটি নেওয়া যাবে না । এছাড়া এই দিন অফিস করার জন্য অন্য কোনও দিন ছুটি দেওয়া যাবে না ।
অন্যদিকে, বনধে সবকিছু সচল রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে আগামীকাল পথে থাকবে অতিরিক্ত মাত্রায় সরকারি বাস । অন্যান্য দিনের মতো বেসরকারি বাস ও অটো রাস্তায় নামানোর জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে । সে কারণে বাস ও অটোরিকশার জন্য বিমার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার । পরিবহনের পাশাপাশি, বনধ মোকাবিলার জন্য পথে থাকবে পুলিশ - প্রশাসন ।
জানা গেছে, অতিরিক্ত ৪৫০০ পুলিশ পথে থাকবে । বহাল থাকবে কুইক রেসপন্স টিমও । সবকিছু মিলিয়ে আগামীকালের ধর্মঘট রুখতে যাবতীয় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।