ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত হয়ে দিল্লির বাঘিনীর মৃত্যু হয়নি, স্বস্তি আলিপুর চিড়িয়াখানায়

শুক্রবার খবর আসে যে দিল্লির সেন্ট্রাল চিড়িয়াখানায় কল্পনা নামে এক বাঘিনীর মৃত্যু হয়েছে । ওই বাঘিনীর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । সেই খবর পেতেই চিন্তিত হয়ে পড়েছিল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ।

দিল্লির বাঘিনীর মৃত্যু কোরোনায় নয়, স্বস্তি আলিপুর চিড়িয়াখানায়
দিল্লির বাঘিনীর মৃত্যু কোরোনায় নয়, স্বস্তি আলিপুর চিড়িয়াখানায়
author img

By

Published : Apr 25, 2020, 1:02 AM IST

কলকাতা, 24 এপ্রিল: দিল্লির সেন্ট্রাল চিড়িয়াখানায় এক বাঘিনীর মৃত্যুতে রীতিমতো শোরগোল পড়ে যায় দেশে । তবে কি নিউইয়র্কের মতো ঘটনা ঘটল এদেশেও! চিন্তায় পড়ে যান আলিপুর চিড়িয়াখানার কর্তারাও । কিন্তু দিনের শেষে যে রিপোর্ট এল তাতে হাঁফ ছেড়ে বাঁচলেন তাঁরা । জানা গেছে, ওই বাঘিনীর মৃত্যু হয়েছে অ্যাকিউট রেনাল ফেলিওরে ।

নিউইয়র্কের ব্রংক্স নামে এক চিড়িয়াখানায় বাঘের শরীরে মিলেছে কোরোনা ভাইরাসের সন্ধান । বাঘটির নাম নাদিয়া । এই ঘটনার পর ওই চিড়িয়াখানার আরও 6টি বাঘ এবং সিংহ অসুস্থ হয়ে পড়ে । প্রাথমিকভাবে অনুমান ছিল চিড়িয়াখানার এক কেয়ারটেকারের মাধ্যমে সংক্রমণ ছড়িয়েছে । এই খবর সামনে আসতেই সতর্ক হয় আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ । তার মাঝে শুক্রবার খবর আসে যে দিল্লির সেন্ট্রাল চিড়িয়াখানায় কল্পনা নামে এক বাঘিনীর মৃত্যু হয়েছে । তারপরই সেন্ট্রাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ জারি করে অ্যাডভাইসরি । ওই বাঘিনীর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । সেই খবর পেতেই চিন্তিত হয়ে পড়েছিল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ । যদিও দিল্লির চিড়িয়াখানার বাঘিনীর রিপোর্ট নেগেটিভ এসেছে । চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত বলেন, "কিছুটা স্বস্তি এলেও আমরা সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা জারি রাখছি।"

আশিসবাবু আরও জানান, "গত ফেব্রুয়ারি থেকেই পশুপাখিদের উপর বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে । নিয়মিত অ্যান্টিভাইরাল ওষুধ স্প্রে করা হচ্ছে । অ্যামেরিকার ঘটনা সামনে আসার পর থেকেই বাড়ানো হয় নজরদারি । দিল্লির বাঘিনীর মৃত্যুর খবর সামনে আসার পরই কেয়ারটেকার, চিকিৎসক ও কর্মীদের উপর স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে । বাঘেদের রোজ শারীরিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

আলিপুর চিড়িয়াখানায় বাঘ সহ অন্যান্য পশুদের পরিচর্যা করার সময় মাস্ক এবং গ্লাভস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে কর্মীদের । পাশাপাশি স্যানিটাইজ়ার ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে ।

কলকাতা, 24 এপ্রিল: দিল্লির সেন্ট্রাল চিড়িয়াখানায় এক বাঘিনীর মৃত্যুতে রীতিমতো শোরগোল পড়ে যায় দেশে । তবে কি নিউইয়র্কের মতো ঘটনা ঘটল এদেশেও! চিন্তায় পড়ে যান আলিপুর চিড়িয়াখানার কর্তারাও । কিন্তু দিনের শেষে যে রিপোর্ট এল তাতে হাঁফ ছেড়ে বাঁচলেন তাঁরা । জানা গেছে, ওই বাঘিনীর মৃত্যু হয়েছে অ্যাকিউট রেনাল ফেলিওরে ।

নিউইয়র্কের ব্রংক্স নামে এক চিড়িয়াখানায় বাঘের শরীরে মিলেছে কোরোনা ভাইরাসের সন্ধান । বাঘটির নাম নাদিয়া । এই ঘটনার পর ওই চিড়িয়াখানার আরও 6টি বাঘ এবং সিংহ অসুস্থ হয়ে পড়ে । প্রাথমিকভাবে অনুমান ছিল চিড়িয়াখানার এক কেয়ারটেকারের মাধ্যমে সংক্রমণ ছড়িয়েছে । এই খবর সামনে আসতেই সতর্ক হয় আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ । তার মাঝে শুক্রবার খবর আসে যে দিল্লির সেন্ট্রাল চিড়িয়াখানায় কল্পনা নামে এক বাঘিনীর মৃত্যু হয়েছে । তারপরই সেন্ট্রাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ জারি করে অ্যাডভাইসরি । ওই বাঘিনীর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । সেই খবর পেতেই চিন্তিত হয়ে পড়েছিল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ । যদিও দিল্লির চিড়িয়াখানার বাঘিনীর রিপোর্ট নেগেটিভ এসেছে । চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত বলেন, "কিছুটা স্বস্তি এলেও আমরা সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা জারি রাখছি।"

আশিসবাবু আরও জানান, "গত ফেব্রুয়ারি থেকেই পশুপাখিদের উপর বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে । নিয়মিত অ্যান্টিভাইরাল ওষুধ স্প্রে করা হচ্ছে । অ্যামেরিকার ঘটনা সামনে আসার পর থেকেই বাড়ানো হয় নজরদারি । দিল্লির বাঘিনীর মৃত্যুর খবর সামনে আসার পরই কেয়ারটেকার, চিকিৎসক ও কর্মীদের উপর স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে । বাঘেদের রোজ শারীরিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

আলিপুর চিড়িয়াখানায় বাঘ সহ অন্যান্য পশুদের পরিচর্যা করার সময় মাস্ক এবং গ্লাভস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে কর্মীদের । পাশাপাশি স্যানিটাইজ়ার ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.