কলকাতা, 30 অক্টোবর: আগের বছর দুর্গাপুজোয় মা দুর্গার পায়ের নীচে মহিষাসুরের মুখের বদলে মহাত্মা গান্ধির মুখ বসিয়ে বিতর্ক ও চর্চা এই দুয়ের মুখেই পড়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা। এই বছর আরও এক অভিনব পদক্ষেপ গ্রহণ করল তাঁরা। এক রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে চাইল হিন্দু মহাসভা ৷ এবার ইডি-সিবিআই থেকে শুরু করে সবকটি রাজনৈতিক দলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে মিষ্টি দিল হিন্দু মহাসভা ৷ শুধু তাই নয়, সঙ্গে তাঁদের তরফ থেকে বার্তাও দেওয়া হয়েছে।
সবেমাত্র রেশন দুর্নীতির অভিযোগে ইডি'র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই শিক্ষা, কয়লা ও গরু পাচার দুর্নীতিতে গ্রেফতার হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। বিজেপির অঙ্গুলিহেলনেই কেন্দ্রীয় এজেন্সিগুলি কাজ করছে বলে তৃণমূলের পক্ষ থেকে বারে বারেই অভিযোগ তোলা হয়েছে।
এবার এই বার্তা নিয়েই ইডি ও সিবিআই-এর দফতরে হাজির হয় অখিল ভারত হিন্দু মহাসভা। সঙ্গে অবশ্যই ছিল মিষ্টি এবং একটি কার্ড। সেই কার্ডেই লেখা হয়েছে বার্তা। সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, "দুর্ভাগ্যজনক হলেও বাংলায় ইডি ও সিবিআই-এর ভূমিকা অনেকটা রাজনৈতিক দলের মতোই। তাঁরা নিরপেক্ষ নয়। ওনারা সোনার খাঁচায় বন্দি তোতা পাখির মত আচরণ করছেন। কারণ ওরা নিজেদের রাজনৈতিক প্রভুদের খুশি করতে ব্যস্ত থাকে বলে মনে হয়। আমরা ইডি ও সিবিআই-এর কয়েকজন আধিকারিককে শুভেন্দু অধিকারীর বাড়ি ঠিকানা দিয়েছি ৷ শুভেন্দু অধিকারীর বাড়ি চেনে না বলেই হয়তো যেতে পারছেন না। আমরা চাই লড়াইটা হোক যুক্তিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে। রাজনৈতিক হিংসার বলি হয়ে আর যেন বাংলার কোনও মায়ের কোল খালি না হয় বা সিঁথির সিঁদুর না মুছে যায়।"
ইডি-সিবিআই-এর দফতরের পাশাপাশি এদিন নবান্ন প্রশাসনিক ভবন, রাজভবন, আরএসএস-এর কেশব ভবন, স্বস্তিক ভবনেও মিষ্টি ও শুভেচ্ছা বার্তা নিয়ে যায় সংগঠন। মঙ্গলবার তারা রাজ্য বিজেপি অফিস, তৃণমূল ভবন, সিপিএম-এর দফতর, প্রদেশ কংগ্রেস অফিস ও মতুয়া তীর্থ ঠাকুরনগর যাবে বলেও জানিয়েছে।
আরও পড়ুন: আবাস যোজনার বঞ্চিতদের নিয়ে কলকাতায় পালটা সমাবেশের পরিকল্পনা বিজেপির
প্রসঙ্গত বিজেপির সজল ঘোষ অখিল ভারত হিন্দু মহাসভার এই বছরের 'রাম মন্দির' পুজোর থিম চুরি করেছে বলে অভিযোগ তোলে। এমনকী এর আগেও একাধিকবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছেন চন্দ্রচূড় গোস্বামী। বিজেপি যে দেশভাগের রাজনীতি করছে সেই অভিযোগও শোনা গিয়েছে মহাসভার গলায়।
Hindu Mahasabha on ED-CBI: ইডি-সিবিআইকে মিষ্টি দিয়ে শুভেন্দুর ঠিকানা দিয়ে এল অখিল ভারত হিন্দু মহাসভা - গরু পাচার দুর্নীতি
রেশন দুর্নীতির অভিযোগে ইডি'র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই শিক্ষা, কয়লা ও গরু পাচার দুর্নীতিতে গ্রেফতার হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। বিজেপির অঙ্গুলিহেলনেই কেন্দ্রীয় এজেন্সিগুলি কাজ করছে বলে তৃণমূলের পক্ষ থেকে বারে বারেই অভিযোগ তোলা হয়েছে।
Published : Oct 30, 2023, 7:48 PM IST
কলকাতা, 30 অক্টোবর: আগের বছর দুর্গাপুজোয় মা দুর্গার পায়ের নীচে মহিষাসুরের মুখের বদলে মহাত্মা গান্ধির মুখ বসিয়ে বিতর্ক ও চর্চা এই দুয়ের মুখেই পড়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা। এই বছর আরও এক অভিনব পদক্ষেপ গ্রহণ করল তাঁরা। এক রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে চাইল হিন্দু মহাসভা ৷ এবার ইডি-সিবিআই থেকে শুরু করে সবকটি রাজনৈতিক দলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে মিষ্টি দিল হিন্দু মহাসভা ৷ শুধু তাই নয়, সঙ্গে তাঁদের তরফ থেকে বার্তাও দেওয়া হয়েছে।
সবেমাত্র রেশন দুর্নীতির অভিযোগে ইডি'র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই শিক্ষা, কয়লা ও গরু পাচার দুর্নীতিতে গ্রেফতার হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। বিজেপির অঙ্গুলিহেলনেই কেন্দ্রীয় এজেন্সিগুলি কাজ করছে বলে তৃণমূলের পক্ষ থেকে বারে বারেই অভিযোগ তোলা হয়েছে।
এবার এই বার্তা নিয়েই ইডি ও সিবিআই-এর দফতরে হাজির হয় অখিল ভারত হিন্দু মহাসভা। সঙ্গে অবশ্যই ছিল মিষ্টি এবং একটি কার্ড। সেই কার্ডেই লেখা হয়েছে বার্তা। সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, "দুর্ভাগ্যজনক হলেও বাংলায় ইডি ও সিবিআই-এর ভূমিকা অনেকটা রাজনৈতিক দলের মতোই। তাঁরা নিরপেক্ষ নয়। ওনারা সোনার খাঁচায় বন্দি তোতা পাখির মত আচরণ করছেন। কারণ ওরা নিজেদের রাজনৈতিক প্রভুদের খুশি করতে ব্যস্ত থাকে বলে মনে হয়। আমরা ইডি ও সিবিআই-এর কয়েকজন আধিকারিককে শুভেন্দু অধিকারীর বাড়ি ঠিকানা দিয়েছি ৷ শুভেন্দু অধিকারীর বাড়ি চেনে না বলেই হয়তো যেতে পারছেন না। আমরা চাই লড়াইটা হোক যুক্তিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে। রাজনৈতিক হিংসার বলি হয়ে আর যেন বাংলার কোনও মায়ের কোল খালি না হয় বা সিঁথির সিঁদুর না মুছে যায়।"
ইডি-সিবিআই-এর দফতরের পাশাপাশি এদিন নবান্ন প্রশাসনিক ভবন, রাজভবন, আরএসএস-এর কেশব ভবন, স্বস্তিক ভবনেও মিষ্টি ও শুভেচ্ছা বার্তা নিয়ে যায় সংগঠন। মঙ্গলবার তারা রাজ্য বিজেপি অফিস, তৃণমূল ভবন, সিপিএম-এর দফতর, প্রদেশ কংগ্রেস অফিস ও মতুয়া তীর্থ ঠাকুরনগর যাবে বলেও জানিয়েছে।
আরও পড়ুন: আবাস যোজনার বঞ্চিতদের নিয়ে কলকাতায় পালটা সমাবেশের পরিকল্পনা বিজেপির
প্রসঙ্গত বিজেপির সজল ঘোষ অখিল ভারত হিন্দু মহাসভার এই বছরের 'রাম মন্দির' পুজোর থিম চুরি করেছে বলে অভিযোগ তোলে। এমনকী এর আগেও একাধিকবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছেন চন্দ্রচূড় গোস্বামী। বিজেপি যে দেশভাগের রাজনীতি করছে সেই অভিযোগও শোনা গিয়েছে মহাসভার গলায়।