কলকাতা, 9 জানুয়ারি : আবারও মিমে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস । মিমের রাজ্যের কার্যকারী সভাপতি শেখ আবদুল কালাম আজ যোগ দিলেন তৃণমূলে । রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং চিকিৎসক সংগঠনের নেতা ও সাংসদ শান্তনু সেন হাতে পতাকা তুলে দিয়ে যোগদান করান । কার্যকরী সভাপতির সঙ্গে মিমের বিভিন্ন জেলার বহু সদস্য যোগ দেন তৃণমূলে ।
বিধানসভা নির্বাচনের আগে হায়দরাবাদের আসাদউদ্দিন ওয়েইসির দল "মিম"কে নিয়ে চাপের মধ্যে রয়েছে রাজ্যের শাসক দল । এবারে সর্বত্র প্রার্থী দিয়ে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাঙ্কে মিম থাবা বসাতে পারে বলে তৈরি হয়েছে আশঙ্কা । এমতাবস্থায় মিমের সংগঠনকে দুর্বল করতে তৎপর হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ।
আরও পড়ুন : একের পর এক ভাঙন, রাজ্য়ে কি তবে "ফণা" তোলার আগেই নির্বিষ মিম !
বেশ কিছুদিন আগেও মিমের পশ্চিমবঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের অনেকেই যোগ দিয়েছিলেন তৃণমূলে । সেদিন ফিরহাদ হাকিম তাঁদের হাতে পতাকা তুলে দিয়ে বরণ করে নিয়েছিলেন । আজ আবারও বহু সদস্য সঙ্গে নিয়ে মিমের এক রাজ্য নেতা শেখ আবদুল কালাম তৃণমূলে যোগ দিলেন । এর ফলে এ রাজ্যে আরও মিম দুর্বল হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।