ETV Bharat / state

Teesta Setalvad and Mohammed Zubair: তিস্তা সেতলওয়াড় ও মহম্মদ জুবেরের মুক্তির দাবিতে আইনজীবীদের প্রতিবাদ

author img

By

Published : Jul 5, 2022, 9:58 PM IST

তিস্তা সেতলওয়াড় ও মহম্মদ জুবের-সহ অন্যান্য মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল আইনজীবীদের (Agitation Lawyers Demanding Release of Teesta Setalvad and Mohammed Zubair)৷

Teesta Setalvad and Mohammed Zubair
আইনজীবীদের প্রতিবাদ

কলকাতা, 5 জুলাই: মানবাধিকার কর্মী ও আইনজীবী তিস্তা সেতলওয়াড় অবিলম্বে মুক্তির দাবিতে কলকাতা হাইকোর্টে প্রতিবাদ মিছিলে সামিল হলেন আইনজীবীরা (Agitation Lawyers Demanding Release of Teesta Setalvad and Mohammed Zubair)। এছাড়াও সাংবাদিক মহম্মদ জুবের অন্যান্য মানবাধিকার কর্মীদেরকে অবিলম্বে মুক্তির দাবিতে কলকাতা হাইকোর্ট থেকে ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হলেন কয়েকশো আইনজীবী।

এ বিষয়ে সিপিআইএম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "গোটা দেশ জুড়ে বিরোধী কণ্ঠস্বরকে রোধ করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে ৷ তার বিরুদ্ধেই আমরা আজ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। অবিলম্বে এদের মুক্তির দাবি জানাচ্ছি আমরা ৷" মানবাধিকার কর্মী তিস্তা সেতলওয়াড়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গুজরাত পুলিশ।

আইনজীবীদের প্রতিবাদ

আরও পড়ুন : মা সারদার সঙ্গে মমতার তুলনা, নির্মল মাজিকে ক্ষমা চাওয়ার দাবিতে জনস্বার্থ মামলা

উল্লেখ্য, গুজরাত দাঙ্গা মামলায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পুনরায় তদন্ত করা রাজ্যের সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পরেই তিস্তা সেতলওয়াড়কে গ্রেফতার করে গুজরাত পুলিশ। তিস্তার গ্রেফতারের বিরুদ্ধে গোটা দেশ তো বটেই রাষ্ট্রসংঘ পর্যন্ত উদ্যোগ প্রকাশ করেছে । অন্যদিকে, একটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট এর প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেরকে গ্রেফতার করেছে পুলিশ। 2018 সালে টুইটারে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷

কলকাতা, 5 জুলাই: মানবাধিকার কর্মী ও আইনজীবী তিস্তা সেতলওয়াড় অবিলম্বে মুক্তির দাবিতে কলকাতা হাইকোর্টে প্রতিবাদ মিছিলে সামিল হলেন আইনজীবীরা (Agitation Lawyers Demanding Release of Teesta Setalvad and Mohammed Zubair)। এছাড়াও সাংবাদিক মহম্মদ জুবের অন্যান্য মানবাধিকার কর্মীদেরকে অবিলম্বে মুক্তির দাবিতে কলকাতা হাইকোর্ট থেকে ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হলেন কয়েকশো আইনজীবী।

এ বিষয়ে সিপিআইএম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "গোটা দেশ জুড়ে বিরোধী কণ্ঠস্বরকে রোধ করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে ৷ তার বিরুদ্ধেই আমরা আজ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। অবিলম্বে এদের মুক্তির দাবি জানাচ্ছি আমরা ৷" মানবাধিকার কর্মী তিস্তা সেতলওয়াড়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গুজরাত পুলিশ।

আইনজীবীদের প্রতিবাদ

আরও পড়ুন : মা সারদার সঙ্গে মমতার তুলনা, নির্মল মাজিকে ক্ষমা চাওয়ার দাবিতে জনস্বার্থ মামলা

উল্লেখ্য, গুজরাত দাঙ্গা মামলায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পুনরায় তদন্ত করা রাজ্যের সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পরেই তিস্তা সেতলওয়াড়কে গ্রেফতার করে গুজরাত পুলিশ। তিস্তার গ্রেফতারের বিরুদ্ধে গোটা দেশ তো বটেই রাষ্ট্রসংঘ পর্যন্ত উদ্যোগ প্রকাশ করেছে । অন্যদিকে, একটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট এর প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেরকে গ্রেফতার করেছে পুলিশ। 2018 সালে টুইটারে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.