কলকাতা, 30 অক্টোবর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয় । কর্মবিরতির ডাক দিলেন অধ্যাপকরা । কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরও দাবি একই । অবিলম্বে সপ্তম পে কমিশন লাগু করতে হবে রাজ্য সরকারকে । আগামী 19 নভেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন CUTA একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে ।
25 অক্টোবর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন JUTA ও অল বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের (ABUTA) যাদবপুর শাখা । সেই বৈঠকের পরই একটি বিবৃতি দেয় JUTA। বিবৃতি অনুযায়ী, আগামী 19 ও 20 নভেম্বর কর্মবিরতিতে সামিল হবে JUTA, WBCUTA ও ABUTA-র যাদবপুর শাখা । তাদের দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন পে-কমিশন অর্থাৎ সপ্তম পে কমিশন লাগু করতে হবে রাজ্যে ।
আজ একটি বিবৃতি দিয়ে CUTA-র সাধারণ সম্পাদক পার্থিব বসু বলেন, "আজ কলকাতা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের (CUTA) এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক হয় । সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 19 নভেম্বর কর্মবিরতি করা হবে । আমাদের দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত সংশোধিত বেতন কাঠামো অবিলম্বে লাগু করতে হবে । আমরা কর্মবিরতি করতে বাধ্য হচ্ছি কারণ, পশ্চিমবঙ্গ-সহ চারটি দেশ বাদে দেশের সব রাজ্যে ইতিমধ্যেই UGC-র নতুন বেতন কাঠামো লাগু হয়ে গেছে । পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের জন্য 2020 সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামো দেওয়া কথা ঘোষণা করে দিয়েছে । আমরা UGC-র নতুন বেতন কাঠামো লাগু না করাকে শুধু আর্থিক ইশু হিসেবে দেখছি না । আমরা এটাকে শিক্ষক সমাজের সম্মান হারানো হিসেবে দেখছি ।"
এ বিষয়ে ইতিমধ্যেই CUTA-র তরফ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে । পার্থিব বসু জানান, আগামী 19 নভেম্বর কর্মবিরতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে অবস্থান করা হবে । বিকেলে কেন্দ্রীয়ভাবে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে জমায়েত করা হবে । তবে, কর্মবিরতি চললেও পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব তাঁরা পালন করবেন বলে জানাচ্ছেন ।