ETV Bharat / state

যাদবপুরের পর কলকাতা, কর্মবিরতির ডাক অধ্যাপকদের - Jadavpur University JUTA

আগামী 19 ও 20 নভেম্বর কর্মবিরতিতে সামিল হবে JUTA, WBCUTA ও ABTUA-র যাদবপুর শাখা । তাদের দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন পে-কমিশন অর্থাৎ সপ্তম পে কমিশন লাগু করতে হবে রাজ্যে ।

cu
author img

By

Published : Oct 30, 2019, 11:53 PM IST

Updated : Oct 31, 2019, 11:53 AM IST

কলকাতা, 30 অক্টোবর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয় । কর্মবিরতির ডাক দিলেন অধ্যাপকরা । কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরও দাবি একই । অবিলম্বে সপ্তম পে কমিশন লাগু করতে হবে রাজ্য সরকারকে । আগামী 19 নভেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন CUTA একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে ।

25 অক্টোবর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন JUTA ও অল বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের (ABUTA) যাদবপুর শাখা । সেই বৈঠকের পরই একটি বিবৃতি দেয় JUTA। বিবৃতি অনুযায়ী, আগামী 19 ও 20 নভেম্বর কর্মবিরতিতে সামিল হবে JUTA, WBCUTA ও ABUTA-র যাদবপুর শাখা । তাদের দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন পে-কমিশন অর্থাৎ সপ্তম পে কমিশন লাগু করতে হবে রাজ্যে ।

আজ একটি বিবৃতি দিয়ে CUTA-র সাধারণ সম্পাদক পার্থিব বসু বলেন, "আজ কলকাতা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের (CUTA) এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক হয় । সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 19 নভেম্বর কর্মবিরতি করা হবে । আমাদের দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত সংশোধিত বেতন কাঠামো অবিলম্বে লাগু করতে হবে । আমরা কর্মবিরতি করতে বাধ্য হচ্ছি কারণ, পশ্চিমবঙ্গ-সহ চারটি দেশ বাদে দেশের সব রাজ্যে ইতিমধ্যেই UGC-র নতুন বেতন কাঠামো লাগু হয়ে গেছে । পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের জন্য 2020 সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামো দেওয়া কথা ঘোষণা করে দিয়েছে । আমরা UGC-র নতুন বেতন কাঠামো লাগু না করাকে শুধু আর্থিক ইশু হিসেবে দেখছি না । আমরা এটাকে শিক্ষক সমাজের সম্মান হারানো হিসেবে দেখছি ।"

এ বিষয়ে ইতিমধ্যেই CUTA-র তরফ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে । পার্থিব বসু জানান, আগামী 19 নভেম্বর কর্মবিরতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে অবস্থান করা হবে । বিকেলে কেন্দ্রীয়ভাবে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে জমায়েত করা হবে । তবে, কর্মবিরতি চললেও পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব তাঁরা পালন করবেন বলে জানাচ্ছেন ।

কলকাতা, 30 অক্টোবর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয় । কর্মবিরতির ডাক দিলেন অধ্যাপকরা । কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরও দাবি একই । অবিলম্বে সপ্তম পে কমিশন লাগু করতে হবে রাজ্য সরকারকে । আগামী 19 নভেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন CUTA একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে ।

25 অক্টোবর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন JUTA ও অল বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের (ABUTA) যাদবপুর শাখা । সেই বৈঠকের পরই একটি বিবৃতি দেয় JUTA। বিবৃতি অনুযায়ী, আগামী 19 ও 20 নভেম্বর কর্মবিরতিতে সামিল হবে JUTA, WBCUTA ও ABUTA-র যাদবপুর শাখা । তাদের দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন পে-কমিশন অর্থাৎ সপ্তম পে কমিশন লাগু করতে হবে রাজ্যে ।

আজ একটি বিবৃতি দিয়ে CUTA-র সাধারণ সম্পাদক পার্থিব বসু বলেন, "আজ কলকাতা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের (CUTA) এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক হয় । সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 19 নভেম্বর কর্মবিরতি করা হবে । আমাদের দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত সংশোধিত বেতন কাঠামো অবিলম্বে লাগু করতে হবে । আমরা কর্মবিরতি করতে বাধ্য হচ্ছি কারণ, পশ্চিমবঙ্গ-সহ চারটি দেশ বাদে দেশের সব রাজ্যে ইতিমধ্যেই UGC-র নতুন বেতন কাঠামো লাগু হয়ে গেছে । পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের জন্য 2020 সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামো দেওয়া কথা ঘোষণা করে দিয়েছে । আমরা UGC-র নতুন বেতন কাঠামো লাগু না করাকে শুধু আর্থিক ইশু হিসেবে দেখছি না । আমরা এটাকে শিক্ষক সমাজের সম্মান হারানো হিসেবে দেখছি ।"

এ বিষয়ে ইতিমধ্যেই CUTA-র তরফ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে । পার্থিব বসু জানান, আগামী 19 নভেম্বর কর্মবিরতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে অবস্থান করা হবে । বিকেলে কেন্দ্রীয়ভাবে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে জমায়েত করা হবে । তবে, কর্মবিরতি চললেও পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব তাঁরা পালন করবেন বলে জানাচ্ছেন ।

Intro:কলকাতা, ৩০ অক্টোবর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়। কর্মবিরতির ডাক দিলেন অধ্যাপকরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরও দাবি একই। অবিলম্বে সপ্তম পে কমিশন লাগু করতে হবে রাজ্য সরকারকে। আগামী ১৯ নভেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন CUTA একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে।
Body:গত ২৫ অক্টোবর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন JUTA ও অল বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের (ABUTA) যাদবপুর শাখা। সেই বৈঠকের পরই একটি বিবৃতি দেয় JUTA। বিবৃতি অনুযায়ী, আগামী ২৯ ও ২০ নভেম্বর কর্মবিরতিতে সামিল হবে JUTA, WBCUTA ও ABUTA-র যাদবপুর শাখা। তাদের দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন পে-কমিশন অর্থাৎ সপ্তম পে কমিশন লাগু করতে হবে রাজ্যে।

আজ একটি বিবৃতি দিয়ে CUTA-র সাধারণ সম্পাদক পার্থিব বসু বলেন, "আজ কলকাতা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের (CUTA) এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৯ নভেম্বর কর্মবিরতি করা হবে। আমাদের দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত সংশোধিত বেতন কাঠামো অবিলম্বে লাগু করতে হবে। আমরা কর্মবিরতি করতে বাধ্য হচ্ছি কারণ, পশ্চিমবঙ্গ সহ চারটি দেশ বাদে দেশের সব রাজ্যে ইতিমধ্যেই UGC-র নতুন বেতন কাঠামো লাগু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের জন্য ২০২০ সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামো দেওয়া কথা ঘোষণা করে দিয়েছে। আমরা UGC-র নতুন বেতন কাঠামো লাগু না করাকে শুধু আর্থিক ইস্যু হিসেবে দেখছি না। আমরা এটাকে শিক্ষক সমাজের সন্মান হারানো হিসেবে দেখছি।"

এ বিষয়ে ইতিমধ্যেই CUTA-র তরফ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। পার্থিব বসু জানান, আগামী ১৯ নভেম্বর কর্মবিরতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে অবস্থান করা হবে। বিকেলবেলা কেন্দ্রীয়ভাবে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে জমায়েত করা হবে। তবে, কর্মবিরতি চললেও পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব তাঁরা পালন করবেন বলে জানাচ্ছেন।
Conclusion:
Last Updated : Oct 31, 2019, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.