কলকাতা, 17 ফেব্রুয়ারি: সম্প্রতি চালু হয়েছে হকার আইন । চলছে সেই মত পরিচয়পত্র দানের কাজ । তৈরি হয়েছে টাউন ভেন্ডিং কমিটি (Town Vending Committee) । আর তার মধ্যেই বেআইনি ভাবে ফুটপাতের জায়গা বিক্রির অভিযোগ এল টক টু মেয়র অনুষ্ঠানে । বিপুল টাকা খরচ করে সেই ডালা কিনলেও সেখানে হকারি করতে দিচ্ছেন না অভিযুক্ত বিক্রেতা । কান্নায় ভেঙে পড়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Kolkata Mayor Firhad Hakim) কাছে এমনই অভিযোগ করলেন মনিকা জানা নামে এক মহিলা ।
এদিন অনুষ্ঠানের প্রথম দিকেই এমন ফোন আসে । 1 নম্বর ওয়ার্ডের রতনবাবু ঘাট রোডর বাসিন্দা মনিকা জানা ফোন করেন । এর পর তিনি কান্নায় ভেঙে পড়ে মেয়রের কাছে অভিযোগ করেন, "আমি অনেক কষ্ট করেছি । আমি শ্যামবাজার গান্ধি মার্কেটে একটা ডালা নিয়েছিলাম । আমাকে যে জায়গাটা দিয়েছে সে দেড়লাখ টাকা নিয়েছে । আমার কাছে সব কাগজ আছে । একটা ছেলে হয়ে আমার গায়ে হাত তুলল কেউ কিছু বলল না । আমার ছেলেটা শ্যামবাজার ঢুকতে পারছে না । তালা ভেঙে নিয়ে নিয়েছে। ঢুকতেই দিচ্ছে না । অর্থাৎ অভিযোগ হল যে ব্যক্তি এই মহিলাকে ডালা বিক্রি করেছে দেড় লাখ টাকার বিনিময় সেই ব্যক্তি বাধা দিচ্ছে । ডালা দিচ্ছে না । প্রতারণা করার সমান ।’’
মহিলার অভিযোগ শুনে মেয়র বলেন, ‘‘আমার প্রশ্নের উত্তর দিন এটা কোন জায়গায় ?’’ মহিলা কাঁদতে কাঁদতে বলেন, "10 নম্বর ওয়ার্ডে । আমি ওখানে কাজ করে খেতাম ছেলেকে নিয়ে ।" মেয়র বলেন, ‘‘আপনি শ্যামপুকুর থানার ওসির কাছে যান । আমি বলার পরে যান ।’’ উত্তরে মহিলা বলেন, ‘‘গিয়েছিলাম । লাভ হয়নি ।’’
এর পর মেয়র ফোনের ওই পারে থাকা মহিলাকে বলেন, ‘‘আমি বলে দিচ্ছি এর পর ব্যবস্থা না নিলে আমায় জানাবেন, আমি ব্যবস্থা নেব ওসির বিরুদ্ধে ।’’ মহিলা শুনে বলেন, ‘‘অনেক প্রণাম । আমার ছেলে যাতে কাজ করে খেতে পারে আর কিছু চাই না ।’’ এই প্রসঙ্গে মেয়র জানান, হকারদের আইন অনুসারে ডালা বিক্রি করা যায় না । এটা টাউন ভেন্ডিং কমিটি সিদ্ধান্ত নেবে । যিনি এই কাজ করেছে, তাঁকে গ্রেফতার করতে হবে ।
উল্লেখ্য, সম্প্রতি জানানো হয়েছে যে টিভিসি সার্ভে অনুসারে যাদের পরিচয়পত্র দেওয়া হবে, তাতে একটি কিউ আর কোড থাকবে । টিভিসির সদস্যরা আচমকা অভিযান করবেন । যদি দেখে কোড স্ক্যান করে ওই ব্যক্তি হকারি করছেন না ৷ ডালা ভাড়া দিয়েছেন অন্য কাউকে ৷ তাহলে পরিচয়পত্র বাতিল করা হবে ।
আরও পড়ুন: মেয়রের হুঁশিয়ারির পরও হাতিবাগানে হকার-রাজ অব্যাহত